বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং নেতৃত্ব দিয়েছে। এরপর নেতৃত্ব দিয়েছেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। 

আমাদের নেতা তারেক রহমান বলেছেন কোন খারাপ ব্যক্তি কে বিএনপির সদস্য করা যাবে না। বিগত দিনে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আপনাদের উপরে জুলুম নির্যাতন ও ভোল্ড ডেজার চালিয়েছিলেন তাদেরকে অবশ্যই বিএনপির সদস্য হতে দিবেন না। 

আপনারা অবশ্যই সমাজের যারা ভাল ও সাধারণ মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন এবং যারা সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের সাথে সম্পৃক্ত না তাদেরকে বিএনপি সদস্য করবেন। আর অনুপ্রবেশকারীরা যাতে করে কোন প্রকার দলে ঢুকতে না পারে সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। 

আড়াইহাজার উপজেলা বিএনপির আওতাধীন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

সোমবার (২৮ জুলাই) বিকেলে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী ইউনিয়ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, আড়াই হাজারে জনগণ আড়াইহাজারের বিএনপি নেতাকর্মীরা আপনারা কেউ মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না। মনোনয়ন নিয়ে চিন্তা করবেন জননেতা তারেক রহমান।

বাংলাদেশের কোন জায়গায় তাকে তিনি মনোনয়ন দিবেন এবং কোন জায়গায় কাকে তিনি এমপি বানাবেন, গণতান্ত্রিক প্রক্রিয়া কাকে তিনি মনোনয়ন দিবে ভোটে নির্বাচিত করে নিয়ে আসবেন সেটা চিন্তা করবেন আমার নেতা আমার অভিভাবক আপনাদের নেতা আমাদের সকলের অভিভাবক জননেতা তারেক রহমান।

১৮ সালে তো আমি নির্বাচন করেছি কে মনোনয়ন দিয়েছেন আপনারা সবাই তা জানেন। সুতরাং আপনারা সেই বিষয়ে চিন্তা না করে মাঠের সময় দিন দলের জন্য কাজ করেন। জনগণকে পাশে রাখেন জনগণের সাথে থাকেন। আমাদের নেতা জানেন কে আড়াইহাজারে কাজ করেছেন। বিগত দিনে কে দলের সাথে ছিল এবং দলের জন্য কাজ করেছে। 

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আড়াইহাজার গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন প্রকার মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং কোন প্রকার চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। সন্ত্রাসী ও লুটতরাজকে প্রশ্রয় দেওয়া যাবে না।

সবাইকে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। সম্মানিত দল হলো বিএনপি। এদেশে জনগণ হলো বিএনপি। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে তার দায়ভার কিন্তু বিএনপি নিবে না। 

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ত র ক রহম ন ব এনপ র র রহম ন প রক র আম দ র ক জ কর সদস য আপন র করব ন

এছাড়াও পড়ুন:

একাত্তরের গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: আলাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘‘বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত, চব্বিশ এবং আগের গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, ভোটাধিকার হরণ—এসবের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। তাহলে একাত্তরে গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের জন্য জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই রকমের বিচার হতে পারে না।’’

শনিবার (১ নভেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: দুলু

নৌকা ডুবেছে, শাপলা ভাসবে: এনসিপির তুষার

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘‘যদি আওয়ামী লীগের মতো একই ধরনের অপরাধে জামায়াতের বিচার না হয়, তাহলে সেটা হবে ইতিহাসের প্রতি অবিচার।’’

তিনি বলেন, ‘‘আজকে জামায়াত তাদের পোশাক-চেহারা, আচরণ পাল্টে নতুন রূপে হাজির হয়েছে। তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করছে। কিন্তু, মূল উদ্দেশ্য বিএনপিকে আক্রমণ করা। এই বহুরূপীদের চেহারা জনগণ চিনে ফেলেছে।’’

বিএনপির এই নেতা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিই একমাত্র শক্তি। অথচ এই শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বাচনের নামে প্রক্রিয়া চালালেও জনগণের সার্বভৌম ক্ষমতা কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আলাল আরো বলেন, ‘‘বর্তমান সরকার মনে করেছে, দেশের সব অনাচারের মূলে সংবিধান। কিন্তু সমস্যার মূল সংবিধান নয়—ক্ষমতার অপব্যবহার ও জনগণের ভোটাধিকার হরণ। শেখ হাসিনার ১৬-১৭ বছরের শাসনে এই অন্যায়, নির্যাতন, দুর্নীতি ও অর্থ পাচারই হয়েছে সবচেয়ে বড় বাস্তবতা।’’

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ জনগণের নয়, কিছু উপদেষ্টার প্রয়োজন: হাফিজ
  • একাত্তরের গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: আলাল
  • জ্বালানি সুবিচার নিশ্চিতে সংগ্রাম, শপথ যুব সংসদের সদস্যদের
  • বন্দরে বিএনপি নেতা তাওলাদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম
  • বিএনপি ও জামায়াত কে কোন ফ্যাক্টরে এগিয়ে
  • অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
  • সরকার নিরপেক্ষতা হারালে জনগণ মাঠে নামবে: তাহের
  • সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি অবস্থান পরিবর্তন করে
  • বিএনপি-জামায়াত দেশকে অন্য এক সংকটের দিকে নিয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জনগণের সঙ্গে এটা প্রতারণা: মির্জা ফখরুল