পিরোজপুরে সাবেক মন্ত্রী ও আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
Published: 7th, February 2025 GMT
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী ব্যারিষ্টার শ.ম রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। একইসঙ্গে তারা নাজিরপুর শহীদ মিনারের সামনে অবস্থিত আওয়ামী লীগের কার্যলয়ে ভাঙচুর চালান।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি রাত থেকে শুক্রবার (৭ জানুয়ারি) ভোর ৪টা পর্যন্ত হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ক্ষমতাচুত্য শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন স্ট্যান্ডে একত্রিত হন বিক্ষুব্দ জনতা। তারা শ.
আরো পড়ুন:
সিরাজগঞ্জ-৬ আসনের প্রয়াত এমপির বাড়িতে অগ্নিসংযোগ
লিফলেট বিতরণে বাধা দেওয়ায় আ.লীগের হামলা, গ্রেপ্তার ২
বিক্ষুব্দ জনতা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কন্তি বিশ্বাসের কালিবাড়ির বাড়িতে অগ্নিসংযোগ এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমীন শেখের দোকান ও বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
ঢাকা/তাওহিদুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ আওয় ম উপজ ল
এছাড়াও পড়ুন:
উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
রাজধানীর উত্তরখানে গ্যাসের লাইন লিকেজের আগুনে দগ্ধ এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন স্বামী ময়নুল (৪০) ও স্ত্রী আনোয়ারা (৩২)। ময়নুল পেশায় রিকশাচালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই দম্পতি দগ্ধ হন। এরপর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একজন আর রাত ১০টার পরে অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, এই দম্পতি উত্তরখানের ভূইয়াবাড়ি বাঁশতলায় একটি টিনশেড বাড়িতে থাকতেন। রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে যায়। তখন লাইটার দিয়ে মশার কয়েল জ্বালানোর সময় আগুনে তাঁরা দগ্ধ হন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভান। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের পাশের সড়কে সিটি করপোরেশনের কাজ চলছিল। ভেকু দিয়ে মাটি কাটার সময় ওই বাসার গ্যাসের লাইন ফেটে যায়। গত কয়েক দিন ধরেই ফেটে যাওয়া লাইন থেকে গ্যাস বের হচ্ছিল। ঠিকাদারকে এ বিষয়ে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে ওসি জিয়াউর রহমান বলেন, রাস্তার কাজ চলমান রয়েছে। সেখান থেকেই গ্যাস লিকেজ হয়েছে। পরে বুধবার রাতেই ফায়ার সার্ভিস এসে পুলিশের উপস্থিতিতে গ্যাস লাইনের লিকেজ বন্ধ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।