গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে ‘ফিনিশ’ নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কাজ করছে। বেলা আড়াইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুনশ্রীপুরে মধ্যরাতে যুবদল নেতার ঝুটগুদামে অগ্নিকাণ্ড৫ ঘণ্টা আগেফায়ার সার্ভিস ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে একটার দিকে শিরিরচালা এলাকায় ফিনিশ নামের ওই কয়েল উৎপাদন কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন কারখানার অন্য স্থানেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। পরে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির ভয়াবহতায় সেখানে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ট
এছাড়াও পড়ুন:
রামুতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকূল গ্রামে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রামু থানার ওসি (তদন্ত) ফরিদুল আলম বলেন, ‘‘জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তর শ্রীকূল গ্রামের বাসিন্দা সন্তোষ বড়ুয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রনতোষ ও রুবেল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সন্তোষ বড়ুয়া গত ২৪ মার্চ আদালতে চাঁদাবাজি মামলা করেন। মামলার পর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’’
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে আগুন দিল সন্ত্রাসীরা
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
তিনি আরো বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’’
মামলার বাদী সন্তোষ বড়ুয়া বলেন, “জমি-সংক্রান্ত বিষয়ে তারা আমার ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছিল। চাঁদা না দিতে চাইলে আমাকে মারধর করে হুমকি দেয়। নিরাপত্তাহীনতায় বাধ্য হয়ে মামলা করেছি।”
ঢাকা/তারেকুর/রাজীব