রবিবার রাজধানীতে অনুষ্ঠিত দুইটি পৃথক আলোচনা সভায় বক্তাগণ গণতন্ত্র প্রতিষ্ঠার অপরিহার্য শর্তস্বরূপ দেশে মুক্ত সংবাদমাধ্যম প্রতিষ্ঠার যেই তাগিদ দিয়াছেন, উহা যথার্থ বলিয়া আমরা মনে করি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা দুইটির একটি সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে; অপরটি ধানমন্ডিতে ইউনেস্কোর ঢাকা অফিস, টিআইবি ও সুইডিশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। আমরা জানি, বিগত সরকার জনরোষের মুখে ক্ষমতা ত্যাগে বাধ্য হইয়াছিল। সেই জনরোষের উল্লেখযোগ্য কারণ ছিল দেশে বাকস্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতার অনুপস্থিতি। কিন্তু দুর্ভাগ্যবশত অদ্যাবধি সেই উদ্বেগজনক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটে নাই। যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের ফসলস্বরূপ টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করিয়াছে। এই বৎসরের বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৬ ধাপ অগ্রসর হইয়াছে সত্য। কিন্তু বাংলাদেশ যে এখনও সেই সূচকের তলানিতেই অবস্থান করিতেছে– উহা লইয়া সন্দেহ নাই। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এহেন অবস্থান লইয়া মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবি উচ্চকণ্ঠে করা কঠিন। আর মুক্ত গণমাধ্যমই যে গণতন্ত্র নিশ্চিত করিবার অন্যতম পাথেয়– উহা সর্বজনস্বীকৃত।
সম্পাদক পরিষদের নেতারা যথার্থই বলিয়াছেন, অগণতান্ত্রিক সরকার বিদায় লইলেও দেশে এখন সাংবাদিকদের নামে পাইকারি খুনের মামলা দিয়া; কোনো কোনো সাংবাদিককে কারান্তরীণ করিয়া ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হইয়াছে। বিগত সরকার দুই শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে ভয়ংকর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ঠুকিয়া দিয়াছিল। সংবাদমাধ্যম নিয়ন্ত্রণে অন্য কিছু জবরদস্তিমূলক পদক্ষেপের সহিত ঐ সকল মামলা তখনও দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করিয়াছিল। অন্যদিকে গত আট মাসে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা বা হত্যচেষ্টা মামলা রুজু করা হইয়াছে। দেশের সংবাদমাধ্যমকে তটস্থ রাখিতে অন্য আর কীসের প্রয়োজন পড়িতে পারে! শুধু কি উহাই? দেশে ‘মব ট্রায়াল’ নামে যাহা চলিতেছে, উহারও অন্যতম লক্ষ্যবস্তু হইয়া উঠিয়াছে সংবাদমাধ্যম। কোনো সংবাদ পছন্দ না হইলেই মহলবিশেষ যেইভাবে উক্ত সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘অভিযান’ ঘোষণা করিয়া থাকে, সেই চাপ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সামাল দেওয়া কঠিন বৈ কি।
সম্পাদক পরিষদের সভাপতির সহিত আমরাও একমত, কোনো সাংবাদিক প্রকৃতই কোনো অপরাধ করিয়া থাকিলে সেই অপরাধ চিহ্নিত করিয়া সংশ্লিষ্ট আইনে তাঁহার বিরুদ্ধে অবশ্যই মামলা করা যাইতে পারে। দ্রুত বিচার করিয়া তাঁহাকে শাস্তি প্রদান করা হইলেও উহা কার্যত ‘আইনি প্রক্রিয়া’ বটে। কিন্তু আট মাস অতিক্রান্ত হইলেও ঐ সকল মামলার কোনোটিরই বিচার প্রক্রিয়া সামান্যও অগ্রসর হয় নাই। বিস্ময়কর হইল, সাংবাদিকদের বিরুদ্ধে গয়রহ হত্যা মামলা লইয়া সরকার দৃশ্যত দায়সারা বক্তব্য দিয়াই ক্ষান্ত থাকিতে চাহিতেছে। সরকারের আইন উপদেষ্টা প্রায়শ বলিয়া থাকেন, এই বিষয়ে তাহাদের কিছুই করিবার নাই। কারণ জনগণের অধিকার রহিয়াছে মামলা করিবার। কিন্তু কোনো আইনের যদি অপপ্রয়োগ হয়, সেইখানেও কি সরকারের কিছু করিবার নাই! স্বরাষ্ট্র উপদেষ্টা একাধিকবার বলিয়াছেন, মব সন্ত্রাস চলিবে না। কিন্তু বাস্তবতা হইল, পরিস্থিতির কোনো ইতরবিশেষ ঘটে নাই।
আমরা জানি, গণতন্ত্র কোনো ধারণাবিশেষ নহে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাস্তবে প্রয়োগযোগ্য কিছু নাগরিক ও রাজনৈতিক অধিকারের নামই গণতন্ত্র, যেইখানে বাক-ব্যক্তি স্বাধীনতা ও মুক্ত সংবাদমাধ্যম বিশেষ অনুষঙ্গ। অস্বীকার করা যাইবে না– জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসাইয়াছে নাগরিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিগত আমলের সহিত পার্থক্য নিশ্চিত করিতে। অন্য সকল কিছু অপেক্ষা এই বিষয়কেই তাহাদের অগ্রাধিকার তালিকায় রাখিতে হইবে। উহার নিদর্শনস্বরূপ সরকারকে ‘যদি’ ও ‘কিন্তু’ ব্যতিরেকে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের পার্শ্বে অবস্থান করিতে হইবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: গণতন ত র কর ব র সরক র হইয় ছ
এছাড়াও পড়ুন:
ভারতের ১ শতাংশ ধনকুবেরের সম্পত্তি ৬২ শতাংশ বেড়েছে
ভারতের সবচেয়ে ধনী মুষ্টিমেয় কিছু ব্যক্তির সম্পত্তি গত প্রায় আড়াই দশকে দেড় গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক গোষ্ঠী ‘জি২০’র সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই দেখা গিয়েছে। প্রতিবেদন অনুসারে, ২০০০-২০২৩ সালের মধ্যে দেশের সবচেয়ে ধনী ১ শতাংশ ব্যক্তির সম্পত্তি ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর আনন্দবাজার অনলাইন।
স্বতন্ত্র অর্থনীতিবিদদের নিয়ে তৈরি জি২০ গোষ্ঠীর ‘এক্সট্রাঅর্ডিনারি কমিটি অব ইনডিপেনডেন্ট এক্সপার্টস অন গ্লোবাল ইনইকুয়ালিটি’ এই প্রতিবেদন প্রকাশ করেছে। ওই কমিটির নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগ্লিট্জ়। এ ছাড়া কমিটিতে রয়েছেন জয়তী ঘোষ, উইনি ব্যানয়িমা, ইমরান ভালোদিয়াসহ অন্যেরা। তাদের প্রতিবেদনে বিশ্বের সার্বিক পরিস্থিতির কথাও উল্লেখ রয়েছে। তাতে দেখা যাচ্ছে, গত আড়াই দশকে (২০০০-২০২৪) বিশ্বে যত নতুন সম্পত্তি তৈরি হয়েছে, তার ৪১ শতাংশই রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী ১ শতাংশের কব্জায়।
কমিটির নেতৃত্বে থাকা স্টিগ্লিট্জ় এই বিশ্বব্যাপী বৈষম্য নিয়ে সতর্ক করে করে দিয়েছেন। তার মতে, এই বৈষম্য ‘জরুরি’ পর্যায়ে পৌঁছে গিয়েছে, যা গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জলবায়ুগত দিক থেকে উদ্বেগজনক।
জি২০ গোষ্ঠীর ওই প্রতিবেদন অনুসারে, ২০০০-২০২৩ সালের মধ্যে ভারতে সবচেয়ে ধনী ১ শতাংশের সম্পত্তি ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই একই সময়ে চীনেও সবচেয়ে ধনী ১ শতাংশের সম্পত্তি প্রায় ৫৪ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, “সম্পত্তির ক্ষেত্রে চরম বৈষম্য কখনো কাম্য নয়। এটি ঠেকানো যায় এবং রাজনৈতিক ভাবে এটিকে বদলানো যেতে পারে।”
এতে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণ মন্থর হয়ে গেছে। কিছু কিছু এলাকায় প্রায় থেমে গিয়েছে দারিদ্র দূরীকরণ। কোথাও কোথাও দারিদ্র বৃদ্ধি পেতেও শুরু করেছে। যে দেশগুলোতে আর্থিক বৈষম্য বেশি, সেখানে গণতন্ত্রের অবক্ষয়ের আশঙ্কাও তুলনামূলকভাবে বেশি।
ঢাকা/শাহেদ