মৌসুম শুরুর প্রথম ১০ ম্যাচে অপরাজিত, সেই দলটির কিনা পরের ১১ ম্যাচের পাঁচটিতে হার। মৌসুমের মাঝপথে এসেই পথ হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ হারিয়ে এমবাপ্পে-ভিনিরা এখন তাকিয়ে লা লিগায় এল ক্ল্যাসিকোর দিকে। আসছে রোববার সেই ম্যাচে বার্সেলোনার কাছে হেরে গেলে ট্রফিশূন্যই থাকতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

কেন এবং কীভাবে পথ হারাল রিয়াল? উত্তর জানতে অনেকেই অনেকভাবে দলটিকে নিয়ে বিশ্লেষণ করেছে। স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’ এক প্রতিবেদনে মিলেছে বিস্ফোরক তথ্য। কোচ আনচেলত্তির কৌশলের ওপর নাকি আস্থা হারিয়েছেন রিয়ালের খেলোয়াড়রা। এজন্যই দলের এই দশা।

কোচের ওপর তাদের প্রধান অভিযোগ তিনি নাম দেখে স্কোয়াড সাজান এবং তার মধ্যে প্রচণ্ড তারকাপ্রীতি ও নির্ভরতা রয়েছে। এতে স্কোয়াড ভারসাম্য হারিয়েছে। মূলত লা লিগায় বার্সেলোনার কাছে হারার পর থেকেই আনচেলেত্তির ‘রক্ষণাত্মক’ কৌশল রিয়ালের মূল সত্তা হারিয়েছে।

মৌসুমের মাঝপথ থেকেই নাকি তার সঙ্গে খেলোয়াড়দের মতের অমিল চলছে। এমনিতে ঠান্ডা মাথায় আনচেলত্তির লকার রুম ব্যবহার নিয়ে কারও আপত্তি নেই। কিন্তু তার ফুটবলীয় কৌশল নিয়ে অনাস্থা বেড়েছে। তিনি ভীষণভাবে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যে নির্ভর করেছেন, দলগতভাবে আক্রমণে সৃষ্টিশীল কিছু করতে পারেননি।

তার বিরুদ্ধে বড় অভিযোগ- তিনি তরুণ ডিফেন্ডার মার্কো অ্যাসেনসিওকে না খেলিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার চুঁয়ামেনিকে সেন্ট্রাল ডিফেন্সে খেলিয়েছেন। তরুণ আর্দা গুলারকে বেঞ্চে রেখে আউট অব পজিশনে রদ্রিগোকে টানা সুযোগ দিয়ে গেছেন। বুড়ো লুকা মডরিচকে খেলিয়েছেন অথচ দানি সেবায়োসকে সুযোগ দেননি।  

এসব কারণেই নাকি তাকে সম্মানজনক বিদায়ের জন্য প্রস্তুতি নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। রোববারের ক্ল্যাসিকো হেরে গেলে, সেটিই হতে পারে আনচেলেত্তির জন্য রিয়ালের শেষ ম্যাচ।

আনচেলত্তি রিয়ালের সঙ্গে চুক্তি শেষের আগে বিদায় নিলেও ৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করছিল। রিয়াল শুরুতে আপত্তি করলেও সেটা নাকি সমঝোতার মাধ্যমে মিটে গেছে। রিয়ালকে ১৫টি ট্রফি এনে দেওয়া কোচকে মনোকষ্ট দিয়ে বিদায় দিতে চান না কেউ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল আনচ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৫)

বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় যুব ওয়ানডে আজ। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। রাতে আছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ।

৩য় যুব ওয়ানডে

বাংলাদেশ-আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

১ম টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১২-১৫ মি., সনি স্পোর্টস ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কারাবাগ-চেলসি
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

ব্রুগা-বার্সেলোনা
রাত ২টা, সনি স্পোর্টস ১

ম্যান সিটি-ডর্টমুন্ড
রাত ২টা, সনি স্পোর্টস ২

নিউক্যাসল-বিলবাও
রাত ২টা, সনি স্পোর্টস ৫

অ-১৭ নারী বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল-উত্তর কোরিয়া
রাত ৯-৩০ মি., ফিফা প্লাস

নেদারল্যান্ডস-মেক্সিকো
রাত ১টা, ফিফা প্লাস

সম্পর্কিত নিবন্ধ