জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, “জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের বিচার যেন শুধু গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট থাকবে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে জোবায়েদের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

৩ দাবিতে রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন

‘তুমি না মরলে আমি মাহীরের হব না’, বলেন বর্ষা

উপাচার্য বলেন, “এই হত্যাকাণ্ড শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনার বিষয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবেগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করব। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা যেন পুনরায় না ঘটে, তা নিশ্চিত করার জন্য প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

শোক সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.

সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

এ সময় জোবায়েদের বড় ভাই সৈকত হোসেন, সহপাঠী ও বিভাগের শিক্ষকবৃন্দ তার মেধা, মানবিকতা ও বন্ধুত্বপূর্ণ চরিত্র স্মরণ করেন এবং দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

পরে জুবায়েদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল উপ চ র য

এছাড়াও পড়ুন:

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট কৃষক 

যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার চেংগুটিয়ায় আলিপুর ব্রিজের কাছে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালাম অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, স্থানীয় আনোয়ার মেম্বারের ভাই কৃষক আবুল কালাম সকালে বাইসাইকেলে করে নওয়াপাড়া বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। আলিপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক তার বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/প্রিয়ব্রত/রফিক

সম্পর্কিত নিবন্ধ