কুইজ বিজয়ীরা পেলেন আইফোনসহ নানা পুরস্কার
Published: 8th, May 2025 GMT
‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। আইফোন-১৬, মাইক্রোওয়েভ ওভেনসহ নানা পুরস্কার পেয়েছেন বিজয়ীরা।
রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আজ বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (সেলস) মো.
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার ওয়ালিউল হক এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।
পবিত্র রমজান মাসে প্রথম আলো ডটকমের সহযোগিতায় ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের ২১–২৯তম পর্ব শেষে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে নির্বাচন করা হয় পাঁচজন বিজয়ীকে। তাঁদের মধ্যে দীপজ্যোতি আইভান মাইক্রোওয়েভ ওভেন এবং আনিলা রহমান জিতেছেন ইন্ডাকশন কুকার। এ ছাড়া বিশেষ গিফট হ্যাম্পার পেয়েছেন শাহরিয়ার আহমেদ, মো. আরিফুল ইসলাম ও ইব্রাহিম আকাশ। পুরো আয়োজন শেষে মেগা বিজয়ী হিসেবে আইফোন–১৬ জিতেছেন ঢাকার আফিফা তাবাসসুম।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘ফ্রেশ মিল্ক দিয়ে তৈরি রেসিপি সত্যি সুস্বাদু হয়। প্রথম আলোর সঙ্গে ফ্রেশের এ পথচলা দীর্ঘদিনের। এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক এবং ফ্রেশের গ্রাহকপ্রিয়তা আরও বৃদ্ধি পাক—এ প্রত্যাশা করছি।’
কুইজে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে মো. আকতারুল আলম শাহ বলেন, ‘ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের বিক্রির ২৫ শতাংশই ঘরের বহুমুখী কাজে ব্যবহার করছেন ভোক্তারা। অবাক খুশির রেসিপি অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শককে ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। এর অন্যতম কারণ, ২৮ শতাংশ মিল্ক ফ্যাট থাকায় এটি দিয়ে তৈরি রেসিপি হয় ক্রিমি ও টেস্টি।’
অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এবারের রেসিপি অনুষ্ঠানে নতুন কিছু যুক্ত করার চেষ্টা ছিল আমাদের। ফ্রেশ, প্রথম আলো, নাগরিক টিভি ও এনেক্স কমিউনিকেশনের সঙ্গে যুক্ত সবাই আন্তরিকভাবে কাজ করেছেন বলেই আমরা সফল একটি আয়োজন সম্পন্ন করতে পেরেছি। ফলে দর্শকেরাও উপভোগ করেছেন।’
এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘এটি আমাদের একটি বিশেষ আয়োজন। এ জন্য কুইজে অংশ নেওয়া দর্শক ও বিজয়ীদের প্রতি কৃতজ্ঞতা। কারণ, আপনাদের অংশগ্রহণই এ অনুষ্ঠানকে ফলপ্রসূ ও অর্থবহ করেছে। প্রথম আলোর ওপর আস্থা রাখার জন্য ফ্রেশকে ধন্যবাদ।’
মেগা বিজয়ী হিসেবে আইফোন–১৬ পেয়ে দারুণ উচ্ছ্বসিত আফিফা তাবাসসুম। তিনি বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না আমি এত বড় পুরস্কার পেয়েছি। যখন দেখলাম ফেসবুকে আমার ছবি দিয়ে আমাকে অভিনন্দন জানানো হয়েছে, তখন যে কী আনন্দ হয়েছে বোঝাতে পারব না।’ তিনি বলেন, ‘আমি একজন উদ্যোক্তা। অনলাইনে পোশাকের ব্যবসা করি। পুরস্কার হিসেবে পাওয়া আইফোনটি আমার উদ্যোগটাকে গতিশীল করতে সহায়ক হবে। প্রথম আলো ও ফ্রেশকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।’
পুরস্কারজয়ী অন্যরাও নিজেদের অনুভূতি জানানোর পাশাপাশি এ রকম দর্শকসম্পৃক্ত আয়োজনের জন্য প্রথম আলো ও ফ্রেশকে ধন্যবাদ জানান।
ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানটি রমজান মাসজুড়ে প্রতিদিন বেলা ৩টা ৫৫ মিনিট থেকে দেশের প্রথম সারির আটটি টেলিভিশন চ্যানেলে এবং বিকেল চারটায় প্রচারিত হয়েছে প্রথম আলো ডটকম, প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। রেসিপিগুলো তৈরি করেছেন হোটেল ওয়েস্টিন ও শেরাটনের ক্লাস্টার এক্সিকিউটিভ প্যাস্ট্রি শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে ছিলেন অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী, পারসা ইভানা, সারিকা সাবাহ; সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এবং ‘মাহিম মেক’খ্যাত ফুড–ভ্লগার মাহিম আহমেদ।
অনুষ্ঠানটির প্রতি পর্বেই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি একটি অবাক করা রেসিপি দেখানো হয়। আয়োজনটির সহযোগী এজেন্সি হিসেবে ছিল এনেক্স কমিউনিকেশন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অব ক খ শ র র স প প রথম আল র অন ষ ঠ ন র ব জয় দ র প রস ক র কর ছ ন রহম ন আইফ ন
এছাড়াও পড়ুন:
কুইজ বিজয়ীরা পেলেন আইফোনসহ নানা পুরস্কার
‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। আইফোন-১৬, মাইক্রোওয়েভ ওভেনসহ নানা পুরস্কার পেয়েছেন বিজয়ীরা।
রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আজ বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (সেলস) মো. আকতারুল আলম শাহ।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার ওয়ালিউল হক এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।
পবিত্র রমজান মাসে প্রথম আলো ডটকমের সহযোগিতায় ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের ২১–২৯তম পর্ব শেষে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে নির্বাচন করা হয় পাঁচজন বিজয়ীকে। তাঁদের মধ্যে দীপজ্যোতি আইভান মাইক্রোওয়েভ ওভেন এবং আনিলা রহমান জিতেছেন ইন্ডাকশন কুকার। এ ছাড়া বিশেষ গিফট হ্যাম্পার পেয়েছেন শাহরিয়ার আহমেদ, মো. আরিফুল ইসলাম ও ইব্রাহিম আকাশ। পুরো আয়োজন শেষে মেগা বিজয়ী হিসেবে আইফোন–১৬ জিতেছেন ঢাকার আফিফা তাবাসসুম।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘ফ্রেশ মিল্ক দিয়ে তৈরি রেসিপি সত্যি সুস্বাদু হয়। প্রথম আলোর সঙ্গে ফ্রেশের এ পথচলা দীর্ঘদিনের। এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক এবং ফ্রেশের গ্রাহকপ্রিয়তা আরও বৃদ্ধি পাক—এ প্রত্যাশা করছি।’
কুইজে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে মো. আকতারুল আলম শাহ বলেন, ‘ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের বিক্রির ২৫ শতাংশই ঘরের বহুমুখী কাজে ব্যবহার করছেন ভোক্তারা। অবাক খুশির রেসিপি অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শককে ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। এর অন্যতম কারণ, ২৮ শতাংশ মিল্ক ফ্যাট থাকায় এটি দিয়ে তৈরি রেসিপি হয় ক্রিমি ও টেস্টি।’
অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এবারের রেসিপি অনুষ্ঠানে নতুন কিছু যুক্ত করার চেষ্টা ছিল আমাদের। ফ্রেশ, প্রথম আলো, নাগরিক টিভি ও এনেক্স কমিউনিকেশনের সঙ্গে যুক্ত সবাই আন্তরিকভাবে কাজ করেছেন বলেই আমরা সফল একটি আয়োজন সম্পন্ন করতে পেরেছি। ফলে দর্শকেরাও উপভোগ করেছেন।’
এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘এটি আমাদের একটি বিশেষ আয়োজন। এ জন্য কুইজে অংশ নেওয়া দর্শক ও বিজয়ীদের প্রতি কৃতজ্ঞতা। কারণ, আপনাদের অংশগ্রহণই এ অনুষ্ঠানকে ফলপ্রসূ ও অর্থবহ করেছে। প্রথম আলোর ওপর আস্থা রাখার জন্য ফ্রেশকে ধন্যবাদ।’
মেগা বিজয়ী হিসেবে আইফোন–১৬ পেয়ে দারুণ উচ্ছ্বসিত আফিফা তাবাসসুম। তিনি বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না আমি এত বড় পুরস্কার পেয়েছি। যখন দেখলাম ফেসবুকে আমার ছবি দিয়ে আমাকে অভিনন্দন জানানো হয়েছে, তখন যে কী আনন্দ হয়েছে বোঝাতে পারব না।’ তিনি বলেন, ‘আমি একজন উদ্যোক্তা। অনলাইনে পোশাকের ব্যবসা করি। পুরস্কার হিসেবে পাওয়া আইফোনটি আমার উদ্যোগটাকে গতিশীল করতে সহায়ক হবে। প্রথম আলো ও ফ্রেশকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।’
পুরস্কারজয়ী অন্যরাও নিজেদের অনুভূতি জানানোর পাশাপাশি এ রকম দর্শকসম্পৃক্ত আয়োজনের জন্য প্রথম আলো ও ফ্রেশকে ধন্যবাদ জানান।
ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানটি রমজান মাসজুড়ে প্রতিদিন বেলা ৩টা ৫৫ মিনিট থেকে দেশের প্রথম সারির আটটি টেলিভিশন চ্যানেলে এবং বিকেল চারটায় প্রচারিত হয়েছে প্রথম আলো ডটকম, প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। রেসিপিগুলো তৈরি করেছেন হোটেল ওয়েস্টিন ও শেরাটনের ক্লাস্টার এক্সিকিউটিভ প্যাস্ট্রি শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে ছিলেন অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী, পারসা ইভানা, সারিকা সাবাহ; সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এবং ‘মাহিম মেক’খ্যাত ফুড–ভ্লগার মাহিম আহমেদ।
অনুষ্ঠানটির প্রতি পর্বেই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি একটি অবাক করা রেসিপি দেখানো হয়। আয়োজনটির সহযোগী এজেন্সি হিসেবে ছিল এনেক্স কমিউনিকেশন।