‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। আইফোন-১৬, মাইক্রোওয়েভ ওভেনসহ নানা পুরস্কার পেয়েছেন বিজয়ীরা।

রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আজ বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (সেলস) মো.

আকতারুল আলম শাহ।

এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার ওয়ালিউল হক এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

পবিত্র রমজান মাসে প্রথম আলো ডটকমের সহযোগিতায় ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের ২১–২৯তম পর্ব শেষে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে নির্বাচন করা হয় পাঁচজন বিজয়ীকে। তাঁদের মধ্যে দীপজ্যোতি আইভান মাইক্রোওয়েভ ওভেন এবং আনিলা রহমান জিতেছেন ইন্ডাকশন কুকার। এ ছাড়া বিশেষ গিফট হ্যাম্পার পেয়েছেন শাহরিয়ার আহমেদ, মো. আরিফুল ইসলাম ও ইব্রাহিম আকাশ। পুরো আয়োজন শেষে মেগা বিজয়ী হিসেবে আইফোন–১৬ জিতেছেন ঢাকার আফিফা তাবাসসুম।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘ফ্রেশ মিল্ক দিয়ে তৈরি রেসিপি সত্যি সুস্বাদু হয়। প্রথম আলোর সঙ্গে ফ্রেশের এ পথচলা দীর্ঘদিনের। এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক এবং ফ্রেশের গ্রাহকপ্রিয়তা আরও বৃদ্ধি পাক—এ প্রত্যাশা করছি।’

কুইজে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে মো. আকতারুল আলম শাহ বলেন, ‘ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের বিক্রির ২৫ শতাংশই ঘরের বহুমুখী কাজে ব্যবহার করছেন ভোক্তারা। অবাক খুশির রেসিপি অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শককে ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। এর অন্যতম কারণ, ২৮ শতাংশ মিল্ক ফ্যাট থাকায় এটি দিয়ে তৈরি রেসিপি হয় ক্রিমি ও টেস্টি।’

অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এবারের রেসিপি অনুষ্ঠানে নতুন কিছু যুক্ত করার চেষ্টা ছিল আমাদের। ফ্রেশ, প্রথম আলো, নাগরিক টিভি ও এনেক্স কমিউনিকেশনের সঙ্গে যুক্ত সবাই আন্তরিকভাবে কাজ করেছেন বলেই আমরা সফল একটি আয়োজন সম্পন্ন করতে পেরেছি। ফলে দর্শকেরাও উপভোগ করেছেন।’

এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘এটি আমাদের একটি বিশেষ আয়োজন। এ জন্য কুইজে অংশ নেওয়া দর্শক ও বিজয়ীদের প্রতি কৃতজ্ঞতা। কারণ, আপনাদের অংশগ্রহণই এ অনুষ্ঠানকে ফলপ্রসূ ও অর্থবহ করেছে। প্রথম আলোর ওপর আস্থা রাখার জন্য ফ্রেশকে ধন্যবাদ।’

মেগা বিজয়ী হিসেবে আইফোন–১৬ পেয়ে দারুণ উচ্ছ্বসিত আফিফা তাবাসসুম। তিনি বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না আমি এত বড় পুরস্কার পেয়েছি। যখন দেখলাম ফেসবুকে আমার ছবি দিয়ে আমাকে অভিনন্দন জানানো হয়েছে, তখন যে কী আনন্দ হয়েছে বোঝাতে পারব না।’ তিনি বলেন, ‘আমি একজন উদ্যোক্তা। অনলাইনে পোশাকের ব্যবসা করি। পুরস্কার হিসেবে পাওয়া আইফোনটি আমার উদ্যোগটাকে গতিশীল করতে সহায়ক হবে। প্রথম আলো ও ফ্রেশকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।’

পুরস্কারজয়ী অন্যরাও নিজেদের অনুভূতি জানানোর পাশাপাশি এ রকম দর্শকসম্পৃক্ত আয়োজনের জন্য প্রথম আলো ও ফ্রেশকে ধন্যবাদ জানান।

ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানটি রমজান মাসজুড়ে প্রতিদিন বেলা ৩টা ৫৫ মিনিট থেকে দেশের প্রথম সারির আটটি টেলিভিশন চ্যানেলে এবং বিকেল চারটায় প্রচারিত হয়েছে প্রথম আলো ডটকম, প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। রেসিপিগুলো তৈরি করেছেন হোটেল ওয়েস্টিন ও শেরাটনের ক্লাস্টার এক্সিকিউটিভ প্যাস্ট্রি শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে ছিলেন অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী, পারসা ইভানা, সারিকা সাবাহ; সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এবং ‘মাহিম মেক’খ্যাত ফুড–ভ্লগার মাহিম আহমেদ।

অনুষ্ঠানটির প্রতি পর্বেই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি একটি অবাক করা রেসিপি দেখানো হয়। আয়োজনটির সহযোগী এজেন্সি হিসেবে ছিল এনেক্স কমিউনিকেশন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অব ক খ শ র র স প প রথম আল র অন ষ ঠ ন র ব জয় দ র প রস ক র কর ছ ন রহম ন আইফ ন

এছাড়াও পড়ুন:

আগামী তিনমাস দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী তিন মাস দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগস্ট মাসে অর্থনৈতিক অবস্থা কঠিন ছিল, কিন্তু আমরা ভেতরের অবস্থা জানি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, এক্সপোর্টও বাড়ছে।

তিনি বলেন, ‌‌‌‌‘‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো, অর্থনৈতিক কাঠামোটি সুসংহত করা, যাতে আগামী সরকার দায়িত্ব নিয়ে এটিকে আরও উন্নত করতে পারে।’’

রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ নগদ পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, সাংবাদিক এবং দেশের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা উপস্থিত ছিলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘যদি অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিত, তবে দেশের অবস্থা আরও খারাপ হতে পারত। বর্তমানে মুদ্রাস্ফীতি ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে এসেছে এবং এটি আরও কমবে।’’

তিনি বলেন, ‘‘সাংবাদিকরা ‘জনগণের কণ্ঠ’। দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য সরবরাহ করে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য জরুরি। যারা প্রতিবেদন দাখিল করেছেন, তাদের কাজগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বিশ্ব প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যাগুলো তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব হয়।’’

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘সাংবাদিকদের কাছে অনুরোধ, আপনারা সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজের দিকগুলোও তুলে ধরবেন এবং গঠনমূলক পরামর্শ দিয়ে সরকারকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক কাজ করতে সহায়তা করবেন, যাতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই দ্রুত এগিয়ে যায়।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তব্য রাখেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ড চেয়ারম্যান ও সম্পাদক শামসুল হক জাহিদ।

আবু সালেহ আকন বলেন, ডিআরইউ বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ডে স্পন্সর করায় নগদকে ধন্যবাদ। আজকে যারা ডিআরইউ বেস্ট রিপোটিং এ্যাওয়ার্ড পেয়েছে তাদের অভিনন্দন আর যারা পাননি তারা ভবিষ্যতে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

শুভেচ্ছা বক্তব্যে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘‘আজকের এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ডিআরইউর বার্ষিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। পেশাদার সাংবাদিকতায় নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধকে সম্মান জানাতে ডিআরইউ প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রিপোর্টিং পুরস্কার প্রদান করে আসছে। এটি শুধু স্বীকৃতি নয়, দেশের সাংবাদিকতার গতিপথকে ইতিবাচক ও শক্তিশালী করার একটি ধারাবাহিক প্রচেষ্টা।’’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এ বছর ২৪টি ক্যাটাগরিতে ২৭ জনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছে। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন ড. সালেহউদ্দিন আহমেদ। 

পুরস্কার পেলেন যারা

মৌসুমী ইসলাম (দ্য ডেইলি সান), মো. শওকত আলী (দৈনিক দেশ রূপান্তর), সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রফিকুল ইসলাম (দ্য ডেইলি সান), এমএ নোমান (দৈনিক আমার দেশ), জিয়াদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), মো. শরিফুল ইসলাম (দ্য ডেইলি স্টার), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), হারুন আর রশিদ (দৈনিক কালবেলা), মো. আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মো. রাহেনুর ইসলাম (সকালসন্ধ্যা ডটকম), মো. জসীম উদ্দীন (ঢাকা পোস্ট ডটকম), এহসানুল হক জসীম (দ্য ডেইলি সান), মো. হেলিমুল আলম (দ্য ডেইলি স্টার), শামসুল হক মোহাম্মদ মিরাজ (দৈনিক কালের কণ্ঠ), শাহ মো. রাশেদুর রহমান (ডিবিসি নিউজ), আবু জাহেদ মুহম্মদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), রাজিব ঘোষ (ডিবিসি নিউজ), মো. ইমদাদুল হক (চ্যানেল টোয়েন্টিফোর), মো: ইউসুফ আলী (ডিবিসি নিউজ), সুশান্ত সিনহা (একাত্তর টেলিভিশন), শাহনাজ শারমীন (একাত্তর টেলিভিশন), মেহ্‌দী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন) এবং হাসান আরিফ (দৈনিক রূপালী বাংলাদেশ)।

ঢাকা/এনটি//

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী তিনমাস দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা
  • ডিসির আশ্বাসের ঘর পেল ফুটবলার সোনালীর পরিবার