Samakal:
2025-05-29@01:57:27 GMT

ছয় বছর পর স্পেন দলে ইসকো

Published: 26th, May 2025 GMT

ছয় বছর পর স্পেন দলে ইসকো

রাশিয়া বিশ্বকাপের পরে স্পেন দল থেকে বাদ পড়েন ইসকো। তার কিছুদিন পর রিয়াল মাদ্রিদ ছাড়তে হয় স্প্যানিশ মিডফিল্ডারকে। সেভিয়ায় একটি বাজে মৌসুম কাটানোর পর রিয়াল বেটিসে খেলা দেওয়া ইসকো হয়তো নিজেও ভাবেননি জাতীয় দলে ডাক পাবেন। 

বেটিস দারুণ মৌসুম কাটানো ইসকোকে ছয় বছর পর স্পেন জাতীয় দলে ডেকেছেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ডিন হুইসেন আছেন দলে। পোর্তোর ফরোয়ার্ড ওমোরডিয়ান এবং ভিয়ারিয়ালের অ্যালেক্স বায়েনা স্পেন দলে চমক হিসেবে আছেন।

এর বাইরে নিয়মিত নামগুলো জাতীয় দলের ২৬ জনে আছে। যেমন বার্সার লামিনে ইয়ামাল ও অ্যাথলেটিকো বিলবাওয়ের নিকো উইলিয়ামস ডাক পেয়েছেন। বার্সার পাও কুবার্সি ও দানি অলমো আছেন। পিএসজির ফ্যাবিয়ান রুইজ, চেলসির কুকুরেয়া কিংবা বায়ার লেভারকুসেনের অ্যালেহান্দ্রো গিলমার্দো দলে ডাক পেয়েছেন। স্পেন আগামী ৬ জুন রাতে ফ্রান্সের বিপক্ষে নেশন্স লিগের সেমিফাইনাল খেলবে। 

স্পেনের দল: গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিকো বিলবাও), ডেভিড রায়া (আর্সেনাল), অ্যালেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ)।

ডিফেন্ডার: অস্কার মিংগুয়েজা (সেল্টা ভিগো), পেদ্রো পোরো (টটেনহ্যাম), দানি ভিভিয়ান (অ্যাথলেটিকো বিলবাও), পাও কুবার্সি (বার্সেলোনা), রবিন লে নরমান্ড (অ্যাথলেটিকো মাদ্রিদ), ডিন হুইসেন (রিয়াল মাদ্রিদ), অ্যালেজান্দ্রো গ্রিমাল্ডো (বায়ার লেভারকুসেন), মার্ক কুকুরেয়া (চেলসি)।

মিডফিল্ডার: মার্টিন জুবেমেন্ডি (রিয়াল সোসিয়েদাদ), গাভি, ফারমিন লোপেজ, পেদ্রি গঞ্জালেস, দানি অলমো (বার্সেলোনা), ইসকো (রিয়াল বেটিস), মিকেল মরিনো (আর্সেনাল), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), অ্যালেক্স বায়েনা (ভিয়ারিয়াল)।

ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিকো বিলবাও), জেরেমি পিনো (ভিয়ারিয়াল), মাইকেল ওবারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), সামু ওমরডিয়ান (পোর্ত), আলভারো মোরাতা (গ্যালাতাসারে)।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসক

এছাড়াও পড়ুন:

পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও বৈষম্যবিরোধীর দুই নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে কুড়িগ্রামের যাত্রাপুর পশুর হাটের ‘বৈধ’ ইজারাদার মাহাবুব রহমান ও তাঁর সহযোগী মো. আলমগীর গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রসিদ ছাড়া চাঁদা তোলার সময় যৌথ বাহিনীর হাতে তারা আটক হন। গতকাল বুধবার সকালে তাদের বিরুদ্ধে মামলা হলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। সেখানে বৈধতার কাগজপত্র দেখালে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তার মাহাবুব রহমান কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। মো. আলমগীর কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে যাত্রাপুর গরুর হাটে রসিদ ছাড়া চাঁদা তোলার অভিযোগ ওঠে। পরে ফেনী জেলার মহিষ ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ হাটে টহলরত যৌথ বাহিনীর কাছে অভিযোগ করলে তাদের আটক করা হয়। আলমগীর পুরো ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন।

এজাহারে বলা হয়, ফেনীর ছাগলনাইয়ার মহিষ ব্যবসায়ী আনোয়ার মঙ্গলবার যাত্রাপুর হাট থেকে ১৭টি মহিষ কেনেন। পরে অভিযুক্তরা তাঁকে (আনোয়ার) গরু-মহিষ বিক্রির রসিদ শেডঘরে নিয়ে যান এবং প্রত্যেক মহিষের জন্য ৫০০ টাকা করে ৮ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। এ সময় আনোয়ার তাদের কাছে রসিদ চাইলে তারা তা দেখাতে পারেননি। আনোয়ার বিষয়টি যৌথ বাহিনীকে জানালে এ দু’জনকে আটক করা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, ‘মাহাবুব রহমান ওই হাটের ইজারাদার। তিনি চাঁদাবাজ নন। আমার সঙ্গে মাহাবুব রহমানের কথা হয়েছে। তারা কাগজ প্রদর্শনের সময় পাননি। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে যৌথ বাহিনী। সকালে কাগজপত্র দেখালে তাদের জামিন হয়।’ 

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, মাহাবুব রহমান যাত্রাপুর হাটের বৈধ ইজারা মালিক। তবে ওই সময়ে তাঁর কাছে কাগজপত্র না থাকায় চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। সকালে থানায় চাঁদাবাজির মামলা করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আলমগীর বলেন, দুপুরে যথাযথ কাগজ আদালতে দাখিল করে জামিনে মুক্ত হয়েছি। এটি সম্পূর্ণ ষড়যন্ত্র ছিল।

সম্পর্কিত নিবন্ধ