রাশিয়া বিশ্বকাপের পরে স্পেন দল থেকে বাদ পড়েন ইসকো। তার কিছুদিন পর রিয়াল মাদ্রিদ ছাড়তে হয় স্প্যানিশ মিডফিল্ডারকে। সেভিয়ায় একটি বাজে মৌসুম কাটানোর পর রিয়াল বেটিসে খেলা দেওয়া ইসকো হয়তো নিজেও ভাবেননি জাতীয় দলে ডাক পাবেন।
বেটিস দারুণ মৌসুম কাটানো ইসকোকে ছয় বছর পর স্পেন জাতীয় দলে ডেকেছেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ডিন হুইসেন আছেন দলে। পোর্তোর ফরোয়ার্ড ওমোরডিয়ান এবং ভিয়ারিয়ালের অ্যালেক্স বায়েনা স্পেন দলে চমক হিসেবে আছেন।
এর বাইরে নিয়মিত নামগুলো জাতীয় দলের ২৬ জনে আছে। যেমন বার্সার লামিনে ইয়ামাল ও অ্যাথলেটিকো বিলবাওয়ের নিকো উইলিয়ামস ডাক পেয়েছেন। বার্সার পাও কুবার্সি ও দানি অলমো আছেন। পিএসজির ফ্যাবিয়ান রুইজ, চেলসির কুকুরেয়া কিংবা বায়ার লেভারকুসেনের অ্যালেহান্দ্রো গিলমার্দো দলে ডাক পেয়েছেন। স্পেন আগামী ৬ জুন রাতে ফ্রান্সের বিপক্ষে নেশন্স লিগের সেমিফাইনাল খেলবে।
স্পেনের দল: গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিকো বিলবাও), ডেভিড রায়া (আর্সেনাল), অ্যালেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ)।
ডিফেন্ডার: অস্কার মিংগুয়েজা (সেল্টা ভিগো), পেদ্রো পোরো (টটেনহ্যাম), দানি ভিভিয়ান (অ্যাথলেটিকো বিলবাও), পাও কুবার্সি (বার্সেলোনা), রবিন লে নরমান্ড (অ্যাথলেটিকো মাদ্রিদ), ডিন হুইসেন (রিয়াল মাদ্রিদ), অ্যালেজান্দ্রো গ্রিমাল্ডো (বায়ার লেভারকুসেন), মার্ক কুকুরেয়া (চেলসি)।
মিডফিল্ডার: মার্টিন জুবেমেন্ডি (রিয়াল সোসিয়েদাদ), গাভি, ফারমিন লোপেজ, পেদ্রি গঞ্জালেস, দানি অলমো (বার্সেলোনা), ইসকো (রিয়াল বেটিস), মিকেল মরিনো (আর্সেনাল), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), অ্যালেক্স বায়েনা (ভিয়ারিয়াল)।
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিকো বিলবাও), জেরেমি পিনো (ভিয়ারিয়াল), মাইকেল ওবারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), সামু ওমরডিয়ান (পোর্ত), আলভারো মোরাতা (গ্যালাতাসারে)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসক
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত