রাশিয়া বিশ্বকাপের পরে স্পেন দল থেকে বাদ পড়েন ইসকো। তার কিছুদিন পর রিয়াল মাদ্রিদ ছাড়তে হয় স্প্যানিশ মিডফিল্ডারকে। সেভিয়ায় একটি বাজে মৌসুম কাটানোর পর রিয়াল বেটিসে খেলা দেওয়া ইসকো হয়তো নিজেও ভাবেননি জাতীয় দলে ডাক পাবেন।
বেটিস দারুণ মৌসুম কাটানো ইসকোকে ছয় বছর পর স্পেন জাতীয় দলে ডেকেছেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ডিন হুইসেন আছেন দলে। পোর্তোর ফরোয়ার্ড ওমোরডিয়ান এবং ভিয়ারিয়ালের অ্যালেক্স বায়েনা স্পেন দলে চমক হিসেবে আছেন।
এর বাইরে নিয়মিত নামগুলো জাতীয় দলের ২৬ জনে আছে। যেমন বার্সার লামিনে ইয়ামাল ও অ্যাথলেটিকো বিলবাওয়ের নিকো উইলিয়ামস ডাক পেয়েছেন। বার্সার পাও কুবার্সি ও দানি অলমো আছেন। পিএসজির ফ্যাবিয়ান রুইজ, চেলসির কুকুরেয়া কিংবা বায়ার লেভারকুসেনের অ্যালেহান্দ্রো গিলমার্দো দলে ডাক পেয়েছেন। স্পেন আগামী ৬ জুন রাতে ফ্রান্সের বিপক্ষে নেশন্স লিগের সেমিফাইনাল খেলবে।
স্পেনের দল: গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিকো বিলবাও), ডেভিড রায়া (আর্সেনাল), অ্যালেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ)।
ডিফেন্ডার: অস্কার মিংগুয়েজা (সেল্টা ভিগো), পেদ্রো পোরো (টটেনহ্যাম), দানি ভিভিয়ান (অ্যাথলেটিকো বিলবাও), পাও কুবার্সি (বার্সেলোনা), রবিন লে নরমান্ড (অ্যাথলেটিকো মাদ্রিদ), ডিন হুইসেন (রিয়াল মাদ্রিদ), অ্যালেজান্দ্রো গ্রিমাল্ডো (বায়ার লেভারকুসেন), মার্ক কুকুরেয়া (চেলসি)।
মিডফিল্ডার: মার্টিন জুবেমেন্ডি (রিয়াল সোসিয়েদাদ), গাভি, ফারমিন লোপেজ, পেদ্রি গঞ্জালেস, দানি অলমো (বার্সেলোনা), ইসকো (রিয়াল বেটিস), মিকেল মরিনো (আর্সেনাল), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), অ্যালেক্স বায়েনা (ভিয়ারিয়াল)।
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিকো বিলবাও), জেরেমি পিনো (ভিয়ারিয়াল), মাইকেল ওবারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), সামু ওমরডিয়ান (পোর্ত), আলভারো মোরাতা (গ্যালাতাসারে)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসক
এছাড়াও পড়ুন:
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/মামুন/বকুল