দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি গাজায়
Published: 29th, July 2025 GMT
গাজায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। অবরুদ্ধ উপত্যকায় খাদ্য সহায়তার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা এবং অব্যাহত লড়াই ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছে।’ মঙ্গলবার জাতিসংঘ সমর্থিত ক্ষুধা বিশেষজ্ঞরা বলেছেন, জীবন বাঁচাতে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।
ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) এর সতর্কতায় বলা হয়েছে, “ক্রমবর্ধমান প্রমাণ দেখায় যে ব্যাপক অনাহার, অপুষ্টি এবং রোগ ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি করছে। দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বর্তমানে গাজা উপত্যকায় দেখা দিচ্ছে “
এই প্রথমবারের মতো আইপিসি জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ চলছে। অবশ্য এর আগে সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছিল, অঞ্চলটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। প্রায় দুই বছরের যুদ্ধের সময়, ইসরায়েল বারবার গাজায় পৌঁছানো ত্রাণ ট্রাক সীমিত করেছে, কখনো কখনো ত্রাণ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।
গাজায় এমন সময় দুর্ভিক্ষের সতর্কতা জারি করা হয়েছে যখন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
আইপিসি- এর বার্তায় দুর্ভিক্ষকে আনুষ্ঠানিকভাবে এমন একটি পরিস্থিতি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে যেখানে কমপক্ষে ২০ শতাংশ মানুষ চরম খাদ্য ঘাটতির সম্মুখীন হয়, তিনজনের মধ্যে একজন শিশু তীব্র অপুষ্টিতে ভোগে এবং প্রতি ১০ হাজার জনের মধ্যে দুজন প্রতিদিন অনাহারজনিত কারণে মারা যায়।
আইপিসির সতর্কতায় বলা হয়েছে, গাজার বেশিরভাগ এলাকায় “প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তি দিনের পর দিন খাবার ছাড়াই কাটাচ্ছেন।”
জুলাইয়ের প্রথমার্ধে শিশু অপুষ্টির হার দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা গাজা শহরে দুর্ভিক্ষের সীমায় পৌঁছেছে। হাসপাতালগুলি পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষুধাজনিত মৃত্যু দ্রুত বৃদ্ধি পেয়েছে। ১৭ জুলাই থেকে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ২০ হাজারেরও বেশি শিশুকে তীব্র অপুষ্টির চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে তিন হাজার শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর স থ ত জন র ম আইপ স সতর ক
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে