বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসার ও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে প্রযুক্তি খাতে তরুণদের আগ্রহ বাড়ছে। কেউ উদ্যোক্তা হয়েছেন, কেউ করছেন ফ্রিল্যান্সিং। নতুন নতুন উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে দেশের তরুণসমাজ। সারা দেশ ঘুরে এমন অনেক উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তরুণ-তরুণীর গল্পগাথা তুলে এনেছেন লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। এক মলাটে এই সুখবরগুলোর শিরোনাম ‘সুখবর বাংলাদেশ’। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

বইটি সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘পেশাগত কারণে দেশের বিভিন্ন জেলা–উপজেলা ও গ্রামে ঘুরে বেড়াতে হয় আমাকে। এসব জায়গা থেকে সুখবর খুঁজে আনি, অনুপ্রেরণার গল্প আনি পাঠকের জন্য। অস্বীকার করব না, এই গল্পগুলো আমাকেও অনুপ্রাণিত করে। এই সব গল্প থেকে নির্বাচিত কিছু মানুষের গল্প উঠে এসেছে ‘‘সুখবর বাংলাদেশ’’ বইয়ে। আসলে এই সুখবরগুলো কেবল একেকটি গল্প নয়—এগুলো প্রত্যেক পাঠকের জন্য অনুপ্রেরণার আলো। এদের জীবন দেখে অন্যরা সাহস পাবেন।’

‘সুখবর বাংলাদেশ’ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বর্তমানে বইটির প্রি–অর্ডার চলছে। অনলাইনে অর্ডার করা যাবে prothoma.

com-এর ওয়েবসাইটে। ঘরে বসে বইটি পেতে ক্লিক করুন: https://www.prothoma.com/product/49218/sukhobor-bangladesh লিংকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৭৩০০০০৬৪৮ নম্বরে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স খবর ব

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ