রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ আসছে
Published: 29th, July 2025 GMT
বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসার ও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে প্রযুক্তি খাতে তরুণদের আগ্রহ বাড়ছে। কেউ উদ্যোক্তা হয়েছেন, কেউ করছেন ফ্রিল্যান্সিং। নতুন নতুন উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে দেশের তরুণসমাজ। সারা দেশ ঘুরে এমন অনেক উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তরুণ-তরুণীর গল্পগাথা তুলে এনেছেন লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। এক মলাটে এই সুখবরগুলোর শিরোনাম ‘সুখবর বাংলাদেশ’। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।
বইটি সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘পেশাগত কারণে দেশের বিভিন্ন জেলা–উপজেলা ও গ্রামে ঘুরে বেড়াতে হয় আমাকে। এসব জায়গা থেকে সুখবর খুঁজে আনি, অনুপ্রেরণার গল্প আনি পাঠকের জন্য। অস্বীকার করব না, এই গল্পগুলো আমাকেও অনুপ্রাণিত করে। এই সব গল্প থেকে নির্বাচিত কিছু মানুষের গল্প উঠে এসেছে ‘‘সুখবর বাংলাদেশ’’ বইয়ে। আসলে এই সুখবরগুলো কেবল একেকটি গল্প নয়—এগুলো প্রত্যেক পাঠকের জন্য অনুপ্রেরণার আলো। এদের জীবন দেখে অন্যরা সাহস পাবেন।’
‘সুখবর বাংলাদেশ’ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বর্তমানে বইটির প্রি–অর্ডার চলছে। অনলাইনে অর্ডার করা যাবে prothoma.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স খবর ব
এছাড়াও পড়ুন:
রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ আসছে
বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসার ও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে প্রযুক্তি খাতে তরুণদের আগ্রহ বাড়ছে। কেউ উদ্যোক্তা হয়েছেন, কেউ করছেন ফ্রিল্যান্সিং। নতুন নতুন উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে দেশের তরুণসমাজ। সারা দেশ ঘুরে এমন অনেক উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তরুণ-তরুণীর গল্পগাথা তুলে এনেছেন লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। এক মলাটে এই সুখবরগুলোর শিরোনাম ‘সুখবর বাংলাদেশ’। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।
বইটি সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘পেশাগত কারণে দেশের বিভিন্ন জেলা–উপজেলা ও গ্রামে ঘুরে বেড়াতে হয় আমাকে। এসব জায়গা থেকে সুখবর খুঁজে আনি, অনুপ্রেরণার গল্প আনি পাঠকের জন্য। অস্বীকার করব না, এই গল্পগুলো আমাকেও অনুপ্রাণিত করে। এই সব গল্প থেকে নির্বাচিত কিছু মানুষের গল্প উঠে এসেছে ‘‘সুখবর বাংলাদেশ’’ বইয়ে। আসলে এই সুখবরগুলো কেবল একেকটি গল্প নয়—এগুলো প্রত্যেক পাঠকের জন্য অনুপ্রেরণার আলো। এদের জীবন দেখে অন্যরা সাহস পাবেন।’
‘সুখবর বাংলাদেশ’ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বর্তমানে বইটির প্রি–অর্ডার চলছে। অনলাইনে অর্ডার করা যাবে prothoma.com-এর ওয়েবসাইটে। ঘরে বসে বইটি পেতে ক্লিক করুন: https://www.prothoma.com/product/49218/sukhobor-bangladesh লিংকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৭৩০০০০৬৪৮ নম্বরে।