৪০ সিনেমার চুক্তি হলেও মুক্তি পায়নি এই নায়কের বেশির ভাগ সিনেমা
Published: 30th, July 2025 GMT
২৬ জুলাই ১৯৭২, মুম্বাই। জন্ম এক সাবেক ক্রিকেটারের ঘরে। বাবা প্রবীণ হংসরাজ ছিলেন পেশাদার ক্রিকেটার, কিন্তু ছেলে বেছে নিয়েছিলেন রুপালি পর্দার পথ। মাত্র ১০ বছর বয়সে অভিনয়ে পা রাখেন। তিনি জুগল হংসরাজ—যিনি একসময়ের জাতীয় ক্রাশ, আবার ‘অপয়া’ তকমা পেয়ে হারিয়ে যান।
‘মাসুম’ থেকে ‘মোহাব্বতে’—স্বপ্নের মতো যাত্রা
১৯৮৩ সালে ‘মাসুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে নজর কাড়েন জুগল, যেখানে সহশিল্পী ছিলেন নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমির মতো তারকা। এরপর নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় ‘আ গলে লাগ যা’ ছবিতে, উর্মিলা মাতন্ডকরের বিপরীতে। যদিও ছবিটি বক্স অফিসে তেমন কিছু করতে পারেনি।
তবে ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মোহাব্বতে’ বদলে দেয় সবকিছু। শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের মতো তারকাদের পাশে থেকেও জুগলের অভিনয় আলাদা করে নজর কাড়ে। কিম শর্মার সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন নিয়ে গুঞ্জন ওঠে বাস্তব প্রেমেরও। যদিও দুজনেই সে গুজব অস্বীকার করেন।
জুগল হংসরাজ। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাত্র দেড় মাসে কীভাবে ১৭ কেজি ওজন কমালেন ক্রিকেটার সরফরাজ খান?
শুরুটা যেভাবে করেছিলেন
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে। এর পরিবর্তে খাদ্যতালিকায় তৃপ্তির জন্য রেখেছিলেন বেশি আঁশসমৃদ্ধ ফল ও সবজির সালাদ, ব্রকলি, শসা। প্রোটিনের জন্য রেখেছিলেন গ্রিল করা মাছ ও মুরগি, সেদ্ধ ডিম আর গুড ফ্যাটের জন্য রেখেছিলেন অ্যাভোকাডো। চা ও কফির পরিবর্তে খেয়েছেন গ্রিন টি ও গ্রিন কফি।
৮০ শতাংশ ওজন কমে সঠিক ডায়েটেভারতের হলিস্টিক হেলথ এক্সপার্ট ড. মিকি মেহতা বলেন, ‘আপনি যত কঠোর ব্যায়ামই করুন না কেন, ওজন কমানোর ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ ভূমিকা রাখে খাদ্যনিয়ন্ত্রণ, আর বাকি ২০ শতাংশ ব্যায়াম। প্রতিদিন কী খাবেন, সেটাই ঠিক করে দেবে শরীর কত দ্রুত বদলাবে।’
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে