ট্রাম্প কি মিথ্যা বলেছেন: রাহুলের প্রশ্নের জবাব দিলেন না মোদি
Published: 29th, July 2025 GMT
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কৃতিত্বের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত সরকার বরাবরই বলে আসছে, কারও কথা শুনে সংঘাত থামায়নি তারা। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্রাম্প মিথ্যা বলেছেন কি না, তা খোলাসা করার আহ্বান জানান তিনি। তবে রাহুলের এ চ্যালেঞ্জে সাড়া দেননি মোদি।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামের যে অভিযান চালিয়েছিল, তা নিয়ে লোকসভার আলোচনায় আজ মঙ্গলবার রাহুল গান্ধী বলেন, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি না হয়ে থাকলে মোদি সরাসরি বলুক—ট্রাম্প মিথ্যাবাদী, তিনি অসত্য দাবি করছেন। রাজ্যসভাতেও একই চ্যালেঞ্জ জানান বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাগড়ে।
মঙ্গলবার আলোচনায় দীর্ঘ পৌনে দেড় ঘণ্টা অংশ নিলেও ট্রাম্পের নাম পর্যন্ত উচ্চারণ করেননি মোদি। তাঁর ভাষণের মধ্য দিয়ে আলোচনাও শেষ হয়। পরে সাংবাদিকদের রাহুল বলেন, প্রধানমন্ত্রী একবারও বললেন না যে ট্রাম্প মিথ্যা কথা বলছেন। তা ছাড়া একবারও তিনি বা প্রতিরক্ষামন্ত্রী কেউ চীনের নাম পর্যন্ত উচ্চারণ করলেন না। অথচ সবাই জানে, পাকিস্তানের হয়ে লড়াইটা চীনই লড়েছে।
অপারেশন সিঁদুর স্থগিত হওয়ার সময় থেকেই ট্রাম্প যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে আসছেন। রাহুলের ভাষ্য অনুযায়ী—ট্রাম্প ২৯ বার এই দাবি করেছেন। সেই দাবি সত্যি না মিথ্যা, তা জানতে মোদিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাহুল। তবে ভারতের প্রধানমন্ত্রী শুধু জানিয়েছেন, পৃথিবীর কোনো দেশ ভারতকে অপারেশন সিঁদুর বন্ধ করার কথা বলেনি।
মোদি বলেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৯ মে রাতে আমাকে অনেকবার ফোন করেছিলেন। একটি বৈঠকে ব্যস্ত থাকায় আমি ধরতে পারিনি। তারপর তাঁকে আমি ফোন করি। ভাইস প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, পাকিস্তান বড় হামলা চালাতে যাচ্ছে। জবাবে আমি বলেছিলাম, তা হলে তাদের আরও বড় হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। গুলির জবাব আমরা গুলি দিয়েই দেব।’
রাহুল লোকসভায় বারবার এটাই বলতে চেয়েছেন যে ভারতের পররাষ্ট্রনীতি চীন ও পাকিস্তানকে জোটবদ্ধ করেছে। পাকিস্তানের লড়াইটা আসলে চীনই লড়ছে। রাহুল এ সমালোচনাও করেছেন যে সব দেশ সন্ত্রাসবাদের বিরোধিতা করলেও পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে কেউ পাকিস্তানের বিরোধিতা করেনি। বরং কেউ কেউ পক্ষে দাঁড়িয়েছে। এটা ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা।
এর জবাবে মোদি বলেন, পৃথিবীর ১৯৩টি দেশের মধ্যে মাত্র ৩টি দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে। অন্যরা দাঁড়ায়নি। এটাই ভারতের কূটনৈতিক সাফল্য। ভাষণে তিনি বারবার কংগ্রেসের কূটনীতি ও সিদ্ধান্তের সমালোচনা করেন। বলেন, কংগ্রেস আজ পুরোপুরি পাকিস্তানের মুখপাত্র হয়ে গেছে। কংগ্রেস নেতারা যা বলেছেন, পাকিস্তান সেটাই হাতিয়ার করছে। কংগ্রেস বারবার সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করে চলেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে আল হাবিব নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ওই মরদেহ উদ্ধার করা হয়। আল হাবিব একই ইউনিয়নের শিলাইকুঠি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
আশরাফুল ইসলাম ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। দুর্ঘটনায় আহত হওয়ায় এখন ঠিকভাবে চলাফেরা করতে পারেন না তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি আল হাবিব। দীর্ঘ সময় ধরে খোঁজা-খুঁজির পর রাতে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ভাঙা টয়লেটের ছড়ানো ইটের ওপর পড়ে ছিল। গলায় নিজের পরনের শার্ট পেঁচানো ছিল। মাথার পেছনে আঘাতের চিহ্নও আছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর তাকে এখানে ফেলে গেছে ঘাতকরা। তবে কারা এবং কেন হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেছেন, ইউনিয়ন পরিষদের পেছনে পরিত্যক্ত ভবনে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা ও গ্রাম পুলিশ আমাদেরকে খবর দেয়। তারপর আমরা পুলিশকে খবর দিই।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেছেন, ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷ এ বিষয়ে তদন্ত করা হচ্ছে৷
ঢাকা/নাঈম/রফিক