ট্রাম্প কি মিথ্যা বলেছেন: রাহুলের প্রশ্নের জবাব দিলেন না মোদি
Published: 29th, July 2025 GMT
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কৃতিত্বের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত সরকার বরাবরই বলে আসছে, কারও কথা শুনে সংঘাত থামায়নি তারা। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্রাম্প মিথ্যা বলেছেন কি না, তা খোলাসা করার আহ্বান জানান তিনি। তবে রাহুলের এ চ্যালেঞ্জে সাড়া দেননি মোদি।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামের যে অভিযান চালিয়েছিল, তা নিয়ে লোকসভার আলোচনায় আজ মঙ্গলবার রাহুল গান্ধী বলেন, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি না হয়ে থাকলে মোদি সরাসরি বলুক—ট্রাম্প মিথ্যাবাদী, তিনি অসত্য দাবি করছেন। রাজ্যসভাতেও একই চ্যালেঞ্জ জানান বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাগড়ে।
মঙ্গলবার আলোচনায় দীর্ঘ পৌনে দেড় ঘণ্টা অংশ নিলেও ট্রাম্পের নাম পর্যন্ত উচ্চারণ করেননি মোদি। তাঁর ভাষণের মধ্য দিয়ে আলোচনাও শেষ হয়। পরে সাংবাদিকদের রাহুল বলেন, প্রধানমন্ত্রী একবারও বললেন না যে ট্রাম্প মিথ্যা কথা বলছেন। তা ছাড়া একবারও তিনি বা প্রতিরক্ষামন্ত্রী কেউ চীনের নাম পর্যন্ত উচ্চারণ করলেন না। অথচ সবাই জানে, পাকিস্তানের হয়ে লড়াইটা চীনই লড়েছে।
অপারেশন সিঁদুর স্থগিত হওয়ার সময় থেকেই ট্রাম্প যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে আসছেন। রাহুলের ভাষ্য অনুযায়ী—ট্রাম্প ২৯ বার এই দাবি করেছেন। সেই দাবি সত্যি না মিথ্যা, তা জানতে মোদিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাহুল। তবে ভারতের প্রধানমন্ত্রী শুধু জানিয়েছেন, পৃথিবীর কোনো দেশ ভারতকে অপারেশন সিঁদুর বন্ধ করার কথা বলেনি।
মোদি বলেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৯ মে রাতে আমাকে অনেকবার ফোন করেছিলেন। একটি বৈঠকে ব্যস্ত থাকায় আমি ধরতে পারিনি। তারপর তাঁকে আমি ফোন করি। ভাইস প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, পাকিস্তান বড় হামলা চালাতে যাচ্ছে। জবাবে আমি বলেছিলাম, তা হলে তাদের আরও বড় হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। গুলির জবাব আমরা গুলি দিয়েই দেব।’
রাহুল লোকসভায় বারবার এটাই বলতে চেয়েছেন যে ভারতের পররাষ্ট্রনীতি চীন ও পাকিস্তানকে জোটবদ্ধ করেছে। পাকিস্তানের লড়াইটা আসলে চীনই লড়ছে। রাহুল এ সমালোচনাও করেছেন যে সব দেশ সন্ত্রাসবাদের বিরোধিতা করলেও পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে কেউ পাকিস্তানের বিরোধিতা করেনি। বরং কেউ কেউ পক্ষে দাঁড়িয়েছে। এটা ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা।
এর জবাবে মোদি বলেন, পৃথিবীর ১৯৩টি দেশের মধ্যে মাত্র ৩টি দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে। অন্যরা দাঁড়ায়নি। এটাই ভারতের কূটনৈতিক সাফল্য। ভাষণে তিনি বারবার কংগ্রেসের কূটনীতি ও সিদ্ধান্তের সমালোচনা করেন। বলেন, কংগ্রেস আজ পুরোপুরি পাকিস্তানের মুখপাত্র হয়ে গেছে। কংগ্রেস নেতারা যা বলেছেন, পাকিস্তান সেটাই হাতিয়ার করছে। কংগ্রেস বারবার সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করে চলেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন