রংপুরে হাসপাতালে শিশুর মৃত্যুর পর অভিযান, ওটি সিলগালা ও জরিমানা
Published: 10th, July 2025 GMT
শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রংপুরে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না থাকা, ২০ শয্যার অনুমোদন নিয়ে ৩৫ থেকে ৪০ শয্যায় চিকিৎসা চালানো, অপরিষ্কার অপারেশন থিয়েটার (ওটি), ওটিতে জরুরি ওষুধপথ্য ও যন্ত্রাংশ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; একই সঙ্গে ওটি সিলগালা করা হয়েছে।
নগরেরর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আরোগ্য ক্লিনিকে গতকাল বুধবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আখতারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৪ জুলাই নগরের বাস টার্মিনাল রোডে আরোগ্য ক্লিনিকে অস্ত্রোপচারের জন্য ভর্তি হন বদরগঞ্জ উপজেলার লালদীঘির জমির উদ্দিনের মেয়ে জুঁই মণি (১২)। গত মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের সময় শিশুটির মৃত্যু হয়। পরিবারের সদস্যরা রাস্তায় লাশ রেখে আহাজারি করছেন—এমন খবরে পুলিশ ছুটে আসে। পরে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটির পরিবারকে ‘ম্যানেজ’ করে এবং তারা লাশ বাড়িতে নিয়ে যায়।
চিকিৎসক কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ক্লিনিকটিতে নিবন্ধন নবায়ন করা নেই। অপারেশন থিয়েটার অপরিষ্কার। প্রয়োজনীয় ওষুধ নেই। এ ছাড়া নানা অব্যবস্থাপনা রয়েছে। অপারেশনের সময় চিকিৎসকের কোনো সহকারী ছিল না। এখানে পোস্ট–অপারেটিভ ওয়ার্ড ও লেবার ওয়ার্ড নেই।
আখতারুজ্জামান আরও বলেন, যে শিশুটির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। অপারেশন ও অ্যানেসথেশিয়া যেসব চিকিৎসক করেছেন, তাঁদের পরিচয় জানা গেছে। তাঁদের চিঠি দেওয়া হবে, চিকিৎসায় ত্রুটি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শূন্য থেকে শুরু বিপিএলের প্রস্তুতি
নিজেদের ব্যর্থতা আগেই স্বীকার করে নিলেন মাহবুব আনাম। বিসিবির পরিচালক ও বর্তমানে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। যিনি আ হ ম মুস্তাফা কামাল থেকে শুরু থেকে নাজমুল হাসান পাপনের বোর্ডেও পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। ছিলেন সহ-সভাপতিও।
১০ বছর পেরিয়ে যাওয়ার পরও বিপিএল যে কোনো মানদণ্ডেই দাঁড়ায়নি বৃহস্পতিবার তা স্বীকার করতে পিছু পা হননি হেভিওয়েট এই বিসিবির কর্তা, ‘‘অতীতের ব্যর্থতা, অপরিপক্কতা ঝেরে নতুন করে বিপিএল শুরুর সকল প্রস্তুতি নিয়েছে বোর্ড। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের ইচ্ছা বোর্ডের। হাতে সময় কম। নতুন করে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করার চ্যালেঞ্জটা হাতে নিয়েছে বিসিবি।’’
‘‘আমরা গ্রহণযোগ্য, পরিমাপযোগ্য বিপিএল চাই যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে যেন সামনে থাকে। একটা টাইমলাইনও করা হয়েছে যা খুবই চ্যালেঞ্জিং। আমরা যখন দায়িত্বটা পাই, যদি আমরা স্লটটাকে ধরেই নেই ডিসেম্বর-জানুয়ারি, তাহলে কেবল পাঁচ মাসই আছে। যদি ভালো কিছু করতে চাই তাহলে এ ধরণের টুর্নামেন্ট সফল করতে এক বছর সময় লাগে। কিন্তু আমরা ফুল ফোর্সে এই সময়টায় কাজ করে বিপিএলটাকে আয়োজন করতে চাই।’’
আরো পড়ুন:
বিপিএলে আসছে ‘নোয়াখালী রয়্যালস’
বিপিএলের লাভের অংশ ও প্রাইজমানি অনুমোদন দিল বিসিবি
বল গড়ানোর আগে বিপিএল গভর্নিং কাউন্সিল মাঠের বাইরের পরিবেশ ঠিক করতে মনোযোগ দিয়েছে। এতো বছর যা শুধু মুখ দিয়ে বলেই গেছে সেগুলোই করে দেখাতে তৎপর। বিপিএল ব্যবসা সফল হলেও ফ্র্যাঞ্চাইজিরা লভ্যাংশ পেতেন না। ফারুক আহমেদ সেই প্রথা চালু করেছে। তবে এটাই যে যথেষ্ট নয় তা সবারই জানা। এজন্য বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএলের কমার্শিয়াল মডেল রি-ডিজাইন করছে। এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে।
বিদেশি পেশাদার স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি। যারা বিপিএলের বাণিজ্যিক মডেল রি-রিজাইন করবে। বিপিএলকে গ্রহণযোগ্য করবে, যেখানে ফ্র্যাঞ্চাইজিরা লাভবান হবেন, টুর্নামেন্ট লাভবান হবে। এই মডেলের ভেতরে মিডিয়া স্পন্সরশিপ রাইট থাকবে। এছাড়া ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্রাটেজি, ফ্র্যাঞ্চাইজি স্ট্রাইকচার এবং ম্যাচ ডে ফ্যান এনগেজমেন্ট বিষয়গুলো থাকবে।
এই স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান নির্বাচন ও নিয়োগ আগামী এক মাসের মধ্যে করতে চায় বিসিবি। আগস্টের প্রথম সপ্তাহে কনসালটেন্ট অনুমোদনের পর শেষের দিকে মিডিয়া রাইটস, ডিজিটাল রাইটস ও ফ্র্যাঞ্চাইজি রাইটসের দরপত্র দেবে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি নিয়োগের ক্ষেত্রে দরপত্রের পাশাপাশি বিসিবি নিজের উদ্যোগে বড় প্রতিষ্ঠিত করপোরেট হাউজের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। নিজেদের কমার্শিয়াল মডেল প্রেজেন্ট করবে।
‘‘ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে যেটা আমরা করবো, আমরা বিভিন্ন লার্জ করপোরেট হাউজের কাছে এই ইভেন্টের নিউ মডেলটা দবে। বাই এন্ড অব আগস্ট এবং আর্লি সেপ্টেম্বর হয়ে যাবে। আমরা যেন সঠিক পার্টনারকে এই অঙ্গনে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করবো। এন্ড অব সেপ্টেম্বর আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই। বোর্ডের থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া পাঁচ বছর মেয়াদি ফ্র্যাঞ্চাইজি দেব এবং পরবর্তীতে পাঁচ বছরের জন্য রিনিউনাল হবে। আমরা বিশ্বাস করি, আমরা যদি আগামী পাঁচ বছর ভালোভাবে নিতে পারি এটার ব্র্যান্ড ভ্যালুটা ভালোভাবে পাবেন এবং পরবর্তীতে তারা যদি বদলাতেও চান, ভালো ব্র্যান্ড ভ্যালু পাবেন। রিটার্ন এক্সপেকটেশন পাবেন।’’
তবে পূর্বের আনডিসপিউটেড ফ্র্যাঞ্চাইজিদেরও বিবেচনায় রাখবে বিসিবি, ‘‘পূর্বের ফ্র্যাঞ্চাইজি মালিক যারা আছেন যারা আনডিসপিউটেড এবং বিসিবির সঙ্গে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সঙ্গে আলোচনা করবো।’’
নুন্যতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করার কথা বলেছেন মাহবুব আনাম, ‘‘নুন্যতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। কিংবা তার অধিক। নির্ভর করবে আমরা তখন কী অবস্থায় থাকি।’’
দেশের বাইরে থেকে ফ্র্যাঞ্চাইজি আসতে পারে এমন শোরগোল শুরু হয়েছিল। সেসব নিয়ে আপাতত কোনো চিন্তা নেই তা মাহবুব আনামের কথায় বোঝা গেল, ‘‘আমাদের নিজস্ব অবস্থান ঠিক করতে হবে। আমাদের বাজার যদি শক্ত হয় এরকম (আইপিএল, পিএসএল) অনেক দল আসবে। যে জন্যই আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় যাচ্ছি। যেন আমাদের ব্রান্ড ভ্যালুটা বাড়ে।’’
এছাড়া বগুড়া, খুলনা, বরিশাল ও রাজশাহী ভেনু্যতে বিপিএলের ম্যাচ আয়োজনের সাম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলছে বলে দাবি করলেন মাহমুব আনাম, ‘‘দুটি ভেন্যু যারা আগে ইন্টারন্যশনাল ক্রিকেট আয়োজন করেছে, বগুড়া ও খুলনা…এই দুইটাকে অডিট করার জন্য আমরা কর্মকর্তা পাঠিয়েছি। এছাড়া বরিশালের উইকেট প্রস্তুত। আউটফিল্ডের কাজ চলছে। সম্ভাবনা আছে এই কাজটাও শেষ হয়ে যাবে। তাহলে বরিশালও অন্তর্ভূক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। ইচ্ছা আছে অন্তত একটা ভেন্যুকে যেন আমরা বাড়াতে পারি। রাজশাহীর ব্যাপারে এনএসসি কাজ করছে। এই চারটা ভেন্যুর মধ্যে যেটাকে আমাদের সেরা মনে হবে সেটাকে আমরা যুক্ত করবো আগামী বিপিএলে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল