মেহেরপুরের গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম আবদুর রওফ। তিনি মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বাঁশবাড়িয়ার পল্লিচিকিৎসক আবদুল মাবুদের কাছে ২০ হাজার টাকার দাবি করে আসছিলেন আবদুর রওফ। এই অর্থ না দিলে স্থানীয় পত্রিকায় মাবুদের বিরুদ্ধে প্রতিবেদন ছাপানোর ভয় দেখান রওফ। মুঠোফোনে চাঁদা দাবির পর গতকাল বিকেলে চাঁদা নিতে গেলে এলাকার কয়েকজন তাঁকে পিটুনি দেন। পরে সেনাবাহিনীর ক্যাম্পে জানালে সেনাসদস্যরা রওফকে উদ্ধার করে নিয়ে যান।

আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, রওফ কয়েক মাস ধরে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব দিয়ে আটকের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। রওফ মুঠোফোনে বলেছিলেন, সবাইকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়। টাকা না দিলে মাবুদকে চিকিৎসা করতে দেওয়া হবে না। গতকাল তিনি চাঁদা নিতে এলে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। এ সময় রওফকে ধরে মারধর করা হয়।

আবদুর রওফের বিষয়ে খোঁজ নিতে গেলে মল্লিকপাড়ার কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে রওফ এ ধরনের প্রতারণা করে আসছিলেন। এর আগে ভুয়া চিকিৎসক সেজে চাঁদা নিতে গেলে জনতা তাঁকে বেঁধে মারধর করেন। পরে প্রতারণার অভিযোগে তাঁকে কারাগারে পাঠান ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় রওফের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল। তিনি বলেন, ওই ভুয়া সাংবাদিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ