শাহরুখ-কাজলের আইকনিক দৃশ্য নিয়ে গ্র্যামিজয়ী রিকির খোঁচা
Published: 10th, July 2025 GMT
শারীরিক-মানসিকভাবে আহত শাহরুখ খান ট্রেনের দরজায় দাঁড়িয়ে। প্রিয় মানুষ কাজলকে হারানোর চূড়ান্ত অনিশ্চয়তায় তার চোখ দুটো ছলছল করছে। এক পর্যায়ে ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করে। কাজল ছুটে যেতে চাইলে তার হাত ধরেন অমরেশ পুরি। কিছুটা সময় পর কাজলের হাত ছেড়ে দেন, কাজল দৌড়াতে থাকেন শাহরুখের কাছে যাওয়ার জন্য। চলন্ত ট্রেনের কয়েকটি গেট পার হয়ে শাহরুখের কাছে পৌঁছাতে সক্ষম হন কাজল।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার এই দৃশ্য দেখে অসংখ্য দর্শক আনন্দাশ্রুতে চোখের পাতা ভিজিয়েছেন। আদিত্য চোপড়া পরিচালিত এ সিনেমা মুক্তি পায় নব্বই দশকের মাঝামাঝি সময়ে। কিন্তু শাহরুখ-কাজলের আইকনিক এই দৃশ্য নিয়ে এবার খোঁচা দিলেন তিনবারের গ্র্যামিজয়ী ভারতীয় সুরকার রিকি কেজ।
মূলত, এক ভক্ত মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) শাহরুখ-কাজলের আইকনিক দৃশ্যটির ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। তাতে অনেকে আবেঘন অনুভূতি ব্যক্ত করেছেন। আর সেই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করে খানিকটা খোঁচা দিয়েছেন রিকি।
মার্কিন নাগরিক রিকি কেজ এ পোস্টের ক্যাপশনে লেখেন, “কোনো চলচ্চিত্র পরিচালক যদি তাদের জীবনে কখনো ট্রেনে উঠে থাকেন, তবে তারা জানেন যে, কাজল ট্রেনের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারতেন এবং শাহরুখ খানের কাছে পৌঁছাতে সক্ষম হতেন।”
রিকির বক্তব্য নেটিজেনদের কেউ কেউ সমর্থন করেছেন, অনেকে বিপক্ষে অবস্থান নিয়েছেন। একজন লেখেন, “শাহরুখ খানের কাছে পৌঁছানই কাজলের একমাত্র লক্ষ্য ছিল না। শ্রোতাদের কাছে পৌঁছানো মানেই শাহরুখ খানের কাছে পৌঁছানো।” আরেকজন লেখেন, “জীবন্ত গল্পের সঙ্গে যুক্তি জুড়ে দিয়ে অবর্জনা বানাবেন না।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
যশরাজ ফিল্মসের ব্যানারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা নির্মিত হয়। এ সিনেমায় রাজ ও সিমরান চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান ও কাজল। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। ৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২০০ কোটি রুপি।
হিসাবটা কেবল বক্স অফিসে নয়, সিনেমাটিতে শাহরুখ-কাজলের রসায়নে ডুবে যান সিনেমাপ্রেমীরাও। ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানটি আজও বিয়েবাড়িতে বাজানো হয়। অলটাইম ব্লকবাস্টার এই সিনেমা টানা ১০০৯ সপ্তাহ প্রদর্শিত হয়েছে মারাঠা মন্দিরে। করোনায় সিনেমা হল বন্ধ হওয়ার আগপর্যন্ত ১২৭৪ সপ্তাহ পার করে সিনেমাটি; যা বিশ্ব সিনেমা জগতে এক অন্যন্য ইতিহাস।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উইন্ডোজ হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা, সমস্যা সমাধানে যা করণীয়
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর কম্পিউটার বা ল্যাপটপের লকস্ক্রিনে পাসওয়ার্ড লগইন আইকন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। নতুন হালনাগাদে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, পিন, আঙুলের ছাপ বা অন্যান্য লগইন পদ্ধতি সক্রিয় থাকা সত্ত্বেও অনেক যন্ত্রে পাসওয়ার্ডের বাটন দেখা যাচ্ছে না।
ব্যবহারকারীদের অভিযোগ, গত আগস্টে প্রকাশিত কেবি ৫০৬৪০৮১ নন–সিকিউরিটি প্রিভিউয়ের হালনাগাদ ইনস্টল করার পর থেকে এ সমস্যা হচ্ছে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণ ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বেশি।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর আইকন দেখা না গেলেও পাসওয়ার্ড লগইন ফিচার কার্যকর রয়েছে। লকস্ক্রিনে যেখানে বাটন থাকার কথা, সেখানে কারসর রাখলে লুকানো অপশনটি দেখা যাবে এবং সেখানে ক্লিক করে স্বাভাবিক নিয়মেই পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। সমস্যা সমাধানের কাজ চলছে।
উইন্ডোজের সাম্প্রতিক হালনাগাদ ঘিরে অভিযোগ নতুন নয়। গত সেপ্টেম্বরে কেবি ৫০৬৪০৮১–এর কারণে ডিআরএম সুরক্ষিত ভিডিও ব্লুরে, ডিভিডি এবং ডিজিটাল টিভি অ্যাপে চালাতে গিয়ে স্ক্রিন কালো হয়ে যাওয়া, ভিডিও থেমে যাওয়া বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে মাইক্রোসফট ত্রুটিটির সমাধান করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া