ব্রজেন-মোশাররফদের পথ ধরে ইংলিশ চ্যানেল পাড়ি বাংলাদেশের দুই সাঁতারুর
Published: 29th, July 2025 GMT
সাঁতারু ব্রজেন দাস, আবদুল মালেক ও মোশাররফ হোসেনের পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের আরও দুই সাঁতারু নাজমুল হক ও মাহফিজুর রহমান। আজ লন্ডন থেকে এমন দারুণ কীর্তির কথা প্রথম আলোকে জানিয়েছেন সাঁতারু নাজমুল।
বাংলাদেশের দুই সাঁতারুর সঙ্গে ভারতের দুজন রিলে পদ্ধতিতে সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। সোমবার ইংল্যান্ডের স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সাঁতার শুরু করার পর ৩৪ কিলোমিটার শেষ করতে তাঁদের সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট। এমন মাইলফলক ছুঁয়ে নাজমুল যেন অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন, ‘সত্যি বিশ্বাস হচ্ছে না। এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা জানা নেই। বাংলাদেশের হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিলাম, এটা ভাবতেই গর্ব হচ্ছে।’
ইংলিশ চ্যানেল যুক্তরাজ্যের দক্ষিণ অংশকে ফ্রান্সের উত্তর অংশ থেকে আলাদা করেছে। সেখানে সাঁতার কাটা ঐতিহাসিকভাবে মর্যাদাকর। এমন ইতিহাসের অংশই হলেন দুই বাংলাদেশি।
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার আগে ভারত ও ইংল্যান্ডের ছয় সঙ্গীর সঙ্গে বাংলাদেশে দুই সাঁতারু মাহফিজুর রহমান (সামনে বাঁয়ে) ও নাজমুল হক (পেছনে ডান থেকে দুইয়ে).উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ