চীন-ফিলিপাইন-ইন্দোনেশিয়া-নিউজিল্যান্ড-পেরু-মেক্সিকোতে সুনামির সতর্কতা
Published: 30th, July 2025 GMT
রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর রাশিয়ার পাশাপাশি জাপান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়।
সবশেষ পাওয়া তথ্যনুযায়ী, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, ইকুয়েডর, এমনকি পেরু ও মেক্সিকোতেও সুনামি সতর্কতা জারি করেছে। খবর বিবিসি ও আরব নিউজের।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প সংস্থার সুনামির সতর্কতায় বলা হয়েছে, বুধবার বিকেলে (ম্যানিলা সময়) ১ মিটারের কম সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। এ অবস্থায় ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি না যেতে সতর্ক করা হয়েছে।
আরো পড়ুন:
জাপানে ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান
রাশিয়ায় ৮.
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা পূর্ব ইন্দোনেশিয়ার কিছু অংশের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এই সতর্কতার মধ্যে রয়েছে উত্তর সুলাওয়েসি, উত্তর মালুকু, পশ্চিম পাপুয়া এবং গোরোন্তালোর উপকূলীয় অঞ্চলগু। কর্তৃপক্ষ বাসিন্দাদের শান্ত থাকার এবং উপকূল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) দেশটির উপকূলীয় অঞ্চলের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের জেরে নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে তীব্র ও অস্বাভাবিক স্রোত এবং তীরে অপ্রত্যাশিত ঢেউ আসবে পারে। সংস্থাটি সমুদ্রে বা তার কাছাকাছি থাকা মানুষদের নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।
হনোলুলুতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডরের উপকূলে জোয়ারের সময় ৩ মিটারেরও বেশি উঁচু ঢেউ উঠতে পারে।
পেরুর নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর পেরু সুনামি সতর্কতা জারি করেছে। পেরু নৌবাহিনীর হাইড্রোগ্রাফি এবং নেভিগেশন অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্রের বিশ্লেষণ ও মূল্যায়নের পর, পেরু উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। পরিস্থিতি নিরন্তর নজরদারিতে রাখা হবে।
মেক্সিকো সরকারও দেশটির উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে। দেশটি প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র সৈকত থেকে জনগণকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। মেক্সিকান নৌবাহিনী সতর্ক করে বলেছে, উত্তর-পশ্চিমে বাজা ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস পর্যন্ত বন্দরের প্রবেশপথগুলোতে শক্তিশালী স্রোত বয়ে যেতে পারে।
চীন বুধবার সুনামির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সুনামি সতর্কতা কেন্দ্রের মতে, রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার ফলে সুনামি দেখা দিয়েছে, যার ফলে তাইওয়ান, ঝেজিয়াং এবং সাংহাইসহ উপকূলীয় অঞ্চলে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো শহরে ইতিমধ্যে ৩০ সেমি (১২ ইঞ্চি) উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। দেশটি সতর্ক করেছে যে, পরবর্তী ঢেউ আরো বড় হতে পারে। জাপানে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে, এর মধ্যে প্রায় ১০ হাজার ৫০০ জন লোক হোক্কাইডোতে আছেন। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির ঢেউ ৩ মিটার পর্যন্ত উঁচুতে পৌঁছাতে পারে।
যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং হাওয়াইয়েও আঘাত হানতে শুরু করেছে সুনামি। হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন জানিয়েছেন, সর্বশেষ ঢেউটি ৪ ফুট (১.২১ মিটার) লম্বা ছিল, ঢেউয়ের মধ্যে ১২ মিনিটের ব্যবধান রেকর্ড করা হয়েছে।
রাশিয়া ভূমিকম্প ও সুনামির পর আঞ্চলিক জরুরি অবস্থা করেছে। রাশিয়ার সাখালিন অঞ্চলের উত্তর কুরিলস্ক দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাশিয়ার পূর্ব উপকূলে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, তা ‘দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ।
ভূমিকম্পের জেরে সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ কমপক্ষে তিনটি সুনামির ঢেউয়ে প্লাবিত হয়েছে। এলাকার সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ৮ ম ত র র ভ ম কম প ৮ দশম ক ৮ ম ত র র ভ ম কম প র ইন দ ন শ উপক ল য র উপক ল ন র পদ অবস থ
এছাড়াও পড়ুন:
মাত্র দেড় মাসে কীভাবে ১৭ কেজি ওজন কমালেন ক্রিকেটার সরফরাজ খান?
শুরুটা যেভাবে করেছিলেন
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে। এর পরিবর্তে খাদ্যতালিকায় তৃপ্তির জন্য রেখেছিলেন বেশি আঁশসমৃদ্ধ ফল ও সবজির সালাদ, ব্রকলি, শসা। প্রোটিনের জন্য রেখেছিলেন গ্রিল করা মাছ ও মুরগি, সেদ্ধ ডিম আর গুড ফ্যাটের জন্য রেখেছিলেন অ্যাভোকাডো। চা ও কফির পরিবর্তে খেয়েছেন গ্রিন টি ও গ্রিন কফি।
৮০ শতাংশ ওজন কমে সঠিক ডায়েটেভারতের হলিস্টিক হেলথ এক্সপার্ট ড. মিকি মেহতা বলেন, ‘আপনি যত কঠোর ব্যায়ামই করুন না কেন, ওজন কমানোর ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ ভূমিকা রাখে খাদ্যনিয়ন্ত্রণ, আর বাকি ২০ শতাংশ ব্যায়াম। প্রতিদিন কী খাবেন, সেটাই ঠিক করে দেবে শরীর কত দ্রুত বদলাবে।’
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে