রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের কয়েকটি উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কয়েক উঁচু ঢেউ আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ক্রিসেন্ট সিটিতে ৩ দশমিক ৬ ফুট উচ্চতার সুনামি ঢেউ লক্ষ্য করা গেছে। রাজ্যের এরিনা কোভে এলাকায় জোয়ারের স্তর থেকে ১ দশমিক ৬ ফুট উঁচু সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে। এছাড়া  হাওয়াইয়ের হিলোতে ৪ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশ কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে নারিনো এবং চোকো বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের মতে, ওই অঞ্চলগুলোতে সমুদ্র সৈকত বন্ধ এবং সামুদ্রিক যানবাহন চলাচলের জন্য সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে, ফরাসি পলিনেশিয়ার মার্কেসাস দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আগামী কয়েক ঘন্টার মধ্যে ৩ দশমিক ৬ ফুট থেকে ৭ দশমিক ২ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঢেউগুলি উয়া হুকা, নুকু হিভা এবং হিভা ওয়া দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই এলাকার মানুষকে উঁচু ভবন বা আশ্রয়স্থলে সরে যেতে বলা হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোররাতে রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দশম ক সতর ক

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ