সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
Published: 30th, July 2025 GMT
সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আরো ১৭ আসামিকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার ৩২ আসামির মধ্যে একজন পলাতক। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন—সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ইলিয়াছ, আব্দুন নুর, জয়নাল, আশিক, আছকির, ফরিদ ও আকবরকে। আদালতের এপিপি কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
চবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগ দুই ছেলে গ্রেপ্তার
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এতে বাধা দেন নজির উদ্দিন, তার চাচাত ভাই মানিক মিয়া ও ভাতিজা দশম শ্রেণি পড়ুয়া সুমেল মিয়া। বাগবিতণ্ডার একপর্যায়ে সাইফুল আলমের বন্দুকের সুমেল মিয়া নিহত হয়। এ সময় সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন গুলিবিদ্ধ হন।
সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা। বিশ্বনাথ থানার তৎকালীন ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী দীর্ঘ তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় ২৩ জন সাক্ষ্য দেন।
আদালতের এপিপি কামাল হোসেন জানিয়েছেন, গত ১৩ জুলাই এ মামলায় যুক্তি-তর্ক শেষে ৩০ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করা হয় এবং ৩০ আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলার ৩২ আসামির মধ্যে এজাহারনামীয় আসামি মামুনুর রশীদ পলাতক এবং প্রধান আসামি সাইফুল আটকের পর থেকে প্রায় পৌনে ৪ বছর ধরে কারাগারে আছে।
ঢাকা/নূর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন