হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ দুই ম্যাচ হেরে সিরিজটা খুইয়ে এসেছিলেন লিটনরা। এখন পাকিস্তানে যাওয়ার পর সিরিজের প্রথম ম্যাচে হারই সঙ্গী হয়েছে তাঁদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছে ৩৭ রানে।

এরপর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস পুরস্কার বিতরণী মঞ্চে এসে বলেছেন ঘুরে দাঁড়ানোর কথা, ‘হ্যাঁ অবশ্যই (হতাশাজনক)। ম্যাচজুড়ে আমরা ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করিনি। আমি কোনো কিছু বলছি না.

.. তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। সামনে এখনো দুটি ম্যাচ আছে।’

আমি নিশ্চিত এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব (ছিল)। কারণ এই মাঠ খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’লিটন দাস, অধিনায়ক, বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ২০২ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ওই রান তাড়ায় বাংলাদেশ অলআউট হয়েছে ১৬৪ রানে। এই রান তাড়া কি সম্ভব ছিল? লিটন হ্যাঁবোধক উত্তরই দিলেন, ‘আমি নিশ্চিত এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব (ছিল)। কারণ এই মাঠ খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’

বাংলাদেশের ইনিংসজুড়েই ছিল পাকিস্তানের খেলোয়াড়দের এমন উল্লাসের দৃশ্য

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ম ঠ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ