ভাই রাশেদুল হাসানের চিকিৎসা করাতে গত বুধবার সিরাজগঞ্জ থেকে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আসেন মিজানুর রহমান। এসে দেখেন, হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ। চিকিৎসাসেবা বন্ধ থাকায় আজ রোববারও এখানে রাশেদুলের চিকিৎসা করানো যায়নি।

আজ হাসপাতালের সামনে মিজানুর প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসা না করিয়ে ফিরে গেলে আবার আসতে হবে। তবে এখন মনে হচ্ছে, আর কোনো উপায় নেই। সামনে ঈদ, আর অপেক্ষা করতে পারছি না। বাড়ি চলে যেতে হবে।’

চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মারামারি-সংঘর্ষের জেরে আজ পঞ্চম দিনের মতো হাসপাতালটিতে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। গত বুধবার সকাল থেকে হাসপাতালে এমন অচলাবস্থা চলছে।

আজ সকাল ১০টার দিকে হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের কেউ আসেননি। তবে রোগীরা ঠিকই এসেছেন। চিকিৎসাসেবা বন্ধ থাকায় ফেরত যাচ্ছেন অনেকে। অনেকে কী করবেন বুঝতে না পেরে অপেক্ষা করছেন।

হাসপাতালটিতে চিকিৎসাসেবা কখন চালু হবে, সে বিষয়ে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ। এ কারণর ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনেরা। অনেকেই সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। অস্ত্রোপচারের জন্য যাঁরা অপেক্ষা করছেন, তাঁদের কষ্ট যেন আরও বেশি।

এদিকে কর্তৃপক্ষের তরফ থেকে চিকিৎসার মাঝপথে থাকা রোগীদের অন্য কোনো হাসপাতাল থেকে বাকি চিকিৎসা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

আজ সকাল ১০টার দিকে হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের কেউ আসেননি। তবে রোগীরা ঠিকই এসেছেন। চিকিৎসাসেবা বন্ধ থাকায় ফেরত যাচ্ছেন অনেকে। অনেকে কী করবেন বুঝতে না পেরে অপেক্ষা করছেন।

আরও পড়ুন‘অস্ত্রোপচারের তারিখ চলে গেছে, মায়ের চোখের অবস্থা আরও খারাপ হচ্ছে’৩১ মে ২০২৫

প্রধান ফটকে দায়িত্ব পালন করা আনসার সদস্যরা জানান, সকাল সাতটার পর থেকে অনেক রোগী এসে ফিরে গেছেন। তাঁদের কেউ নতুন রোগী। কেউবা আগে অস্ত্রোপচার করিয়েছেন, এখন আবার চিকিৎসক দেখাতে এসেছেন। আবার অনেকের অস্ত্রোপচারের তারিখ ছিল আজ।

মারামারি-সংঘর্ষের পর থেকে হাসপাতালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিকভাবে পুলিশ মোতায়েন রয়েছে। আজ রোববার, রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ক ৎসক

এছাড়াও পড়ুন:

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ