নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন আরো একবার নিজেকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন। দেশের বাইরে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকতে এমন সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন।

শুধু তিনিই নন, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ফিন অ্যালেন, টিম সেইফার্ট ও টিম সাউদিও নেই কেন্দ্রীয় চুক্তিতে। টিম সাউদি বাদে বাকিরা প্রত্যেকেই এখন টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত।

তাদের অনুপস্থিতি ও ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ সফর করে যাওয়া চার কিউই ক্রিকেটার। সম্প্রতি দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল নিউ জিল্যান্ড ‘এ’ দল। সেই দলের চার ক্রিকেটার- মোহাম্মদ আব্বাস, জ্যাক ফোলকস, মিচ হে এবং আদী অশোক প্রথবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন। তাদের প্রত্যেকের থেকে বড় প্রত্যাশা করছে নিউ জিল্যান্ড ক্রিকেট। লম্বা সময় ক্যারিয়ার গড়তে পারবেন, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারবেন বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের।

সবশেষ চুক্তি থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইশ শোধী, বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল এবং অলরাউন্ডার জশ ক্লার্কসন। অবসর নিয়েছেন টিম সাউদি।

উইলিয়ামসন ক‌্যারিয়ারের শেষ দিকে টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিয়েছেন। গত বছর কিউইদের হয়ে ১৩ টেস্টের নয়টিতে খেলেছিলেন তিনি। রান করেছিলেন হাজারেরও বেশি। জুলাইয়ের শেষ দিকে জিম্বাবুয়েতে দুটি টেস্ট ম্যাচ আছে নিউ জিল্যান্ডের, যেটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। এই সিরিজে তাকে পাওয়া যাবে না।

এরপর ডিসেম্বরের শেষ দিকে কেবল তিনটি টেস্ট ওয়েস্ট ইন্ডিজের। ঘরের মাঠে সেই সিরিজটি হয়তো খেলতে পারেন নিউ জিল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার। 

নিউ জিল্যান্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার: মোহাম্মদ আব্বাস, মিচ হে, আদী অশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিনসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ন্যাখান স্মিথ ও উইল ইয়াং।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ