গুগল অ্যাকাউন্ট এখন কেবল একটি ই–মেইল ঠিকানার মধ্যে সীমাবদ্ধ নয়। অনলাইনে ফাইল সংরক্ষণ, ম্যাপ ব্যবহার বা ছবি রাখার মতো বহু গুরুত্বপূর্ণ কাজে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। ফলে গুগল অ্যাকাউন্ট হ্যাকড হলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যোগাযোগ, আর্থিক লেনদেন—সবই ঝুঁকির মুখে পড়ে। তবে কিছু নিরাপত্তাব্যবস্থা মেনে চললে এ ধরনের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। গুগল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ছয় বিষয় মেনে চলতে হবে, সেগুলো জেনে নেওয়া যাক।

১.

শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার

গুগল অ্যাকাউন্টের সুরক্ষায় সবার আগে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তাই নাম, জন্মতারিখ বা সহজ শব্দের বদলে ছোট–বড় হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হবে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করাই নিরাপদ। তবে একাধিক জটিল পাসওয়ার্ড মনে রাখা কঠিন হলে কোনো নির্ভরযোগ্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে।

২. দুই স্তরের যাচাইকরণ সুবিধা চালু

শুধু শক্তিশালী পাসওয়ার্ড অ্যাকাউন্টের সুরক্ষায় যথেষ্ট নয়। এ জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা হিসেবে গুগল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা দুই স্তরের যাচাইকরণ সুবিধা চালু করতে হবে। এ সুবিধা চালু থাকলে নতুন কোনো যন্ত্র থেকে গুগল অ্যাকাউন্টে প্রবেশের সময় পাসওয়ার্ডের পাশাপাশি তথ্য যাচাইয়ের প্রয়োজন হয়। ফলে গুগল অ্যাকাউন্ট নিরাপদ থাকে।

৩. অপ্রয়োজনীয় যন্ত্র থেকে সাইন আউট

অনেকেই পুরোনো ফোন, ট্যাবলেট বা অন্য কারও কম্পিউটার থেকে গুগল অ্যাকাউন্টে লগইন করেন, কিন্তু কাজ শেষে সাইন আউট করেন না। এতে নিজের অজান্তেই অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার আশঙ্কা থাকে। তাই মাসে অন্তত একবার লগইন করা যন্ত্রগুলো যাচাই করে অপ্রয়োজনীয় বা অচেনা যন্ত্র থেকে গুগল অ্যাকাউন্ট সাইন আউট করতে হবে। গুগল অ্যাকাউন্টে লগইন করা প্রতিটি যন্ত্রের তালিকা গুগল নিজেই সংরক্ষণ করে। তাই ‘ইউর ডিভাইসেস’ অপশন থেকে অ্যাকাউন্টে লগইন করে অচেনা যন্ত্র থেকে গুগল অ্যাকাউন্ট সাইন আউট করতে হবে।

৪. অ্যাপের অপ্রয়োজনীয় অনুমতি বাতিল

অনেকেই বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে ‘সাইন ইন উইথ গুগল’ অপশন ব্যবহার করেন। কিন্তু কিছুদিন পর এসব অ্যাপ আর ব্যবহার করা হয় না। ফলে গোপনে সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে হ্যাকাররা। এ সমস্যা সমাধানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করা অ্যাপের অপ্রয়োজনীয় অনুমতি বাতিল করতে হবে।

৫. পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় ভিপিএন ব্যবহার

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের সাহায্যে তথ্য নিরাপদ রাখা সম্ভব। কারণ, ভালো মানের ভিপিএনে ব্যবহারকারীদের তথ্য কোড যুক্ত বা এনক্রিপ্ট করে বিনিময় করা হয়। এ কারণে সহজে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে না হ্যাকাররা। তাই গুগল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় ভিপিএন ব্যবহার করতে হবে।

৬. অচেনা লিংকে ক্লিক থেকে বিরত থাকা

ফিশিং বা প্রতারণামূলক লিংক হলো হ্যাকারদের সবচেয়ে পুরোনো কিন্তু কার্যকর অস্ত্র। তাই কোনো সন্দেহজনক ই–মেইল বা বার্তায় লিংক দেওয়া থাকলে তাতে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ক উন ট র ব যবহ র কর ন র পদ র খ প সওয় র ড স রক ষ ভ প এন র সময়

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগে

শিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপের আদলে একাধিক নতুন সুবিধা চালু করেছে এক্স
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে