ভাবিনি এই দিন আসবে, এবার শিশুর মতো ঘুমাব: কোহলি
Published: 4th, June 2025 GMT
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তিনবার ফাইনালে তুলে শিরোপা জেতাতে পারেননি বিরাট কোহলি। ফাইনালে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। নিজেকে অপয়া ভেবে নেতৃত্বই ছেড়ে দিয়েছিলেন। কারণ জাতীয় দলেও তার নেতৃত্ব হৃদয় ভাঙছিল দলের।
অবশেষে ১৮ বছর একই ক্লাবে খেলে প্রথমবার আইপিএলের শিরোপা জিতলেন বিরাট কোহলি। শিরোপা উঠল বেঙ্গালুরুর ঘরে। এই শিরোপা কোহলির কাছে বিশ্বকাপের চেয়ে কোন অংশে কম নই। তিনি ধরেই নিয়েছিলেন আইপিএল শিরোপা জেতা হবে না। ওই শিরোপা জিতে এবার শিশুর মতো চাপহীন, নির্বিকার একটা ঘুম দিতে চান কিংবদন্তি ক্রিকেটার কোহলি।
এই ক্লাবে তারুণ্য, দম্ভ ও অভিজ্ঞতা দিয়েছি: এই শিরোপা যতটা দলের ঠিক ততটাই ভক্তদের। ১৮ বছরের একটা দীর্ঘ যাত্রার ফল। এই দলকে আমি আমার যৌবন, দম্ভ ও অভিজ্ঞতা দিয়েছি। প্রতি বছর আমি এটা জিততে চেয়েছি। নিজের যা কিছু ছিল উজাড় করে দিয়েছি। অবশেষে এই মুহূর্ত আলিঙ্গন করতে পারা অবিশ্বাস্য অনুভূতি। আমি ভাবিনি, এইদিনটা আসবে। শেষ বল হওয়ার আগ পর্যন্ত মোহবদ্ধ ছিলাম। এটার মূল্য আমার কাছে কম নয়। আমি আমার শক্তির শেষ বিন্দু পর্যন্ত উৎসর্গ করেছি এই দলের জন্য। এটা অসাধারণ অনুভূতি।
এবি ডি ভিলিয়ার্সের উপস্থিতি: তিনি এই ক্লাবের জন্য যা করেছেন তা অসাধারণ। ম্যাচের আগে আমি ওকে তা বলেওছিলাম, ‘এই শিরোপা জিতলে তা যতটা আমাদের হবে ততটাই তোমার। এবং আমরা চাই এই শিরোপা আমরা জিতলে উদযাপনে তুমিও থাকবে।’ কারণ আরসিবিতে তার অবদান খুবই বিশেষ। সে এখন পর্যন্ত সর্বাধিক ম্যাচ অব দ্য ম্যাচ জেতা ক্রিকেটার। এই ক্লাব, ভক্তদের কাছে তিনি যে কী তা ভাষার প্রকাশ করতে পারবো না। সুতরাং চ্যাম্পিয়নের পোডিয়ামে থাকাটা তার প্রাপ্য।
এই শিরোপার গুরুত্ব: গত ১৮ বছর এই ক্লাবে সবই দিয়েছি। আমি ক্লাবের প্রতি আনুগত্য থাকতে চেয়েছি, যাই ঘটুক। আমি তাদের পাশে ছিলাম, তারা আমার পাশে ছিলেন। সব সময় এই শিরোপা জিততে চেয়েছি। কারণ আমার মনে, প্রাণে বেঙ্গালুরু। আমি শেষ পর্যন্ত এই ক্লাবে খেলতে চাই। ক্রীড়াবিদ হিসেবে যখন আপনি কোন শিরোপার জন্য কাঁদবেন এর অর্থ ওটা খুবই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের মর্যাদা, গুরুত্বও বোঝা যায় এতে। আমি বড় টুর্নামেন্ট জিততেও চাই। এটাই কেবল মিসিং ছিল। আমি এবার শিশুর মতো একটা ঘুম দেব।
এতো বছর উৎসাহ ধরে রাখার উপায়: আমি এখনো মনে করি, অনেক বছর খেলে ফেলিনি। জুতো জোড়া একদিন তুলে রেখে নিজেই বলতে চাই, আমার এবার শেষ হলো। আমি ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলতে চাই না। কারণ ২০ ওভারের টুর্নামেন্টে মাঠে থেকে ইমপ্যাক্ট রাখার সামর্থ্য আমার আছে। খেলোয়াড় হিসেবে নিজেকে আমি এভাবেই দেখি। এই জয়টা আমার একার নয়, এটা বেঙ্গালুরুর। খেলোয়াড়, স্টাফ, ফ্রাঞ্জাইজি, তাদের পরিবার সকলের। এটা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি। আমি তরুণদের টেস্টে মনোযোগ দিতে বলবো। আমি মনে করি, টেস্টে ভালো করলে সব জায়গায় ভালো করা সম্ভব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল আরস ব এই ক ল ব এই শ র প
এছাড়াও পড়ুন:
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/মামুন/বকুল