চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে গরু রাখায় সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সীতাকুণ্ডে সড়কে কয়েকটি গরুর হাট বসে।

যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়ক ঘেঁষে গরুর হাট সরিয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ধীরগতিতে চলা ঘরমুখো যাত্রীদের যানবাহনে ফিরেছে গতি। শুক্রবার সকালে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ টিমকে সড়কে দেখা গেছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, মহাসড়কে পুলিশের তদারকি পর্যাপ্ত নয়। সড়কের পাশে বাজারগুলোতে কোরবানির গরু রাখা হয়েছে। কয়েকটি কনটেইনার ডিপোর গাড়িও সড়কে রাখায় যানজট সৃষ্টি হয়েছে। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ভাটিয়ারীসহ কয়েকটি বাজারে সড়ক ঘেঁষে গরু বিক্রি করছিলেন ইজারাদাররা। এতে ঘরমুখো যাত্রীরা কিছুটা সমস্যায় পড়েন। যান চলাচলে ধীরগতি দেখা গেছে। উপজেলোর কয়েকটি স্থানে মহাসড়কে পাশে রাখা প্রায় দুই শতাধিক বিক্রি জন্য রাখা গরু সরিয়ে দেওয়া হয়েছে। ইজারাদারকে মহাসড়কে গরু না রাখার জন্য সতর্ক করা হয়েছে। 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

ফখরুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ সবাইকে এই বিষয়ে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যানজট সৃষ্টি না হয়। মহাসড়কের পাশে বিক্রির জন্য রাখা গরু সরিয়ে দিতে ম্যাজিস্ট্রেটের অভিযান চলবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: য নজট ঈদ ল আজহ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ