চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে গরু রাখায় সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সীতাকুণ্ডে সড়কে কয়েকটি গরুর হাট বসে।

যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়ক ঘেঁষে গরুর হাট সরিয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ধীরগতিতে চলা ঘরমুখো যাত্রীদের যানবাহনে ফিরেছে গতি। শুক্রবার সকালে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ টিমকে সড়কে দেখা গেছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, মহাসড়কে পুলিশের তদারকি পর্যাপ্ত নয়। সড়কের পাশে বাজারগুলোতে কোরবানির গরু রাখা হয়েছে। কয়েকটি কনটেইনার ডিপোর গাড়িও সড়কে রাখায় যানজট সৃষ্টি হয়েছে। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ভাটিয়ারীসহ কয়েকটি বাজারে সড়ক ঘেঁষে গরু বিক্রি করছিলেন ইজারাদাররা। এতে ঘরমুখো যাত্রীরা কিছুটা সমস্যায় পড়েন। যান চলাচলে ধীরগতি দেখা গেছে। উপজেলোর কয়েকটি স্থানে মহাসড়কে পাশে রাখা প্রায় দুই শতাধিক বিক্রি জন্য রাখা গরু সরিয়ে দেওয়া হয়েছে। ইজারাদারকে মহাসড়কে গরু না রাখার জন্য সতর্ক করা হয়েছে। 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

ফখরুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ সবাইকে এই বিষয়ে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যানজট সৃষ্টি না হয়। মহাসড়কের পাশে বিক্রির জন্য রাখা গরু সরিয়ে দিতে ম্যাজিস্ট্রেটের অভিযান চলবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: য নজট ঈদ ল আজহ

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন:

ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’

বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার  ২

একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। 

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ