ঈদের সিনেমা ‘নীলচক্র : ব্লু গ্যাং’–এর নায়ক আরিফিন শুভ এবার মাঠে নেমেছেন একেবারে ভিন্ন মুডে; যেখানে নেই সাসপেন্স থ্রিলার, বরং নায়িকা মন্দিরা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে একে-অপরকে চোখ রাঙিয়ে করেছেন ফানি রোস্ট। ঈদের একদিন আগে, শুক্রবার (৬ জুন) সকাল ১০টায় আরিফিন শুভ নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করেন ‘নীলচক্র’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও। ভিডিওটি দেখে হেসে হেসে দর্শক বুঝতে পারবেন, ‘নীলচক্র’ শুধু একটি সাসপেন্স থ্রিলার না—এর প্রমোশন স্টাইলটাও সমান থ্রিলিং।

প্রায় তিন মিনিটের ভিডিওতে নায়ক-নায়িকা এক দারুণ মুখোমুখি লড়াইয়ে নেমেছেন।

ফাঁস হয়েছে, মন্দিরা কেন শুভকে ‘বেবস’ বলেন না, কীভাবে বানিয়েছেন শুভ তাঁর সিক্স-প্যাক, এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও শুভ করেছেন মজার মন্তব্য। মন্দিরাকেও ছাড়েননি শুভ—ইন্টারনেটে তাঁর প্রকাশিত ছবি নিয়েও ঠাট্টা করতে দেখা গেছে তাঁকে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী মুখোমুখি বসে যা বলেছেন, তা শুনলে মনে হবে—পুরনো বন্ধুরাও হয়তো এত খোঁচা খোঁচি করে না! প্রায় তিন মিনিটের ভিডিওতে নায়ক-নায়িকার এক দারুণ মুখোমুখি লড়াইয়ে নেমেছেন, ফাঁস হয়েছে মন্দিরা কেন শুভকে ‘বেবস’ ডাকতে পারে, সিক্স-প্যাক বানানোর রহস্য। শুধু কী তাই নিজের বায়োপিক ও প্ল্যট ইস্যু নিয়ে রীতিমত ফাজলামি করেছেন আরিফিন শুভ। মন্দিরাকেও ছাড় দেননি তাঁর ইন্টারনেটে ছাড়া ছবি নিয়েও মন্ত্যব করতে দেখা গেছে শুভকে।

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী একসঙ্গে বসলেন মুখোমুখি, কিন্তু কথা বললেন এমনভাবে; যেন পুরনো বন্ধুরাও এত খোঁচা দেয় না। ভিডিওতে মন্দিরাকে শুভ জানালেন, আমি তোমার ক্রাশ কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন? মন্দিরার রসিক জবাব দিয়েছেন সেটার ভাষ্য এমন, তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না। ভিডিওর শুরুতে মন্দিরা শুভকে খোঁচা দিয়ে প্রশ্ন প্রশ্ন করেছেন, কী শুভ আর বায়োপিক করবা? সেই প্রশ্নে শুভ পাল্টা প্রশ্ন ছুড়েছেন ফাজলামি করে, তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা, টাকা না প্লট? রোস্ট থেমে থাকেনি শুভর শরীরচর্চা নিয়েও।

মন্দিরা এমনও প্রশ্ন ছুড়েছেন, শুভ জীবনে কাউকে ভিডিও পাঠাইছে কি না সেটা নিয়েও। একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে এই ঈদে আসছে আরিফন শুভর সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র : ব্লু গ্যাং’।

মিঠু খানের পরিচালনায় ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। রয়েছেন মন্দিরা চক্রবর্তী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর ফ ন শ ভ ঈদ র স ন ম আর ফ ন শ ভ ন লচক র কর ছ ন মন দ র

এছাড়াও পড়ুন:

‘ফিরিয়ে দাও’ থেকে ‘ধূসর সময়’: সিডনিতে একই মঞ্চে মাইলস ও আর্টসেল

সিডনির বসন্তের সন্ধ্যা। লিভারপুলের হুইটল্যাম লেজার সেন্টারের বাইরে তখন লম্বা লাইন—হাতে পতাকা, কাঁধে ব্যাগ, চোখে প্রত্যাশা। সাউন্ডচেকের শব্দ ভেসে আসছে বাইরে। ভেতরে যেন উন্মুখ এক ‘সাগর’, যেখানে মিশে আছে দুই প্রজন্মের মুখ, কণ্ঠ আর স্মৃতি। শনিবার রাতটি হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের জন্য এক ব্যতিক্রমী উৎসব—বাংলাদেশের ব্যান্ড সংগীতের দুই যুগের দুই প্রতীক, মাইলস ও আর্টসেল; প্রথমবারের মতো একই মঞ্চে গান করল সিডনিতে।
‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’ আয়োজিত এই ‘মিউজিক ফেস্ট’ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তা যেন উপচে পড়ল সেই রাতে। টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই সব শেষ। অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই সিডনির দক্ষিণ-পশ্চিম উপশহর লিভারপুলের রাস্তাগুলো ভরে গেল গানের ভক্তে।

আয়োজনের আগে ভিডিও বার্তায় মাইলস জানায় তাদের উচ্ছ্বাস। ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ বলেন, ‘সিডনি বরাবরই আমাদের কাছে বিশেষ কিছু। সম্ভবত ১৯৯৬ সালে আমরাই প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে অস্ট্রেলিয়ায় পারফর্ম করি। এরপর এ নিয়ে অন্তত পঞ্চমবারের মতো সিডনিতে এলাম। এখানকার দর্শকদের ভালোবাসা সব সময়ই অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতাম এটি স্মরণীয় একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা চেয়েছি সবাই একসঙ্গে গাইবে, চিৎকার করবে—ভক্তরা সেটাই করেছেন।’ গিটারিস্ট তুজো যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ট্যুর করছি, কিন্তু সিডনির আবহ একেবারেই আলাদা। দর্শকেরা আমাদের রাতটিকে স্মরণীয় করে দিয়েছেন।’

মঞ্চে আর্টসেল

সম্পর্কিত নিবন্ধ