‘আর বায়োপিক করবা?’, আরিফিন শুভকে তার নায়িকা খোঁচা
Published: 6th, June 2025 GMT
ঈদের সিনেমা ‘নীলচক্র : ব্লু গ্যাং’–এর নায়ক আরিফিন শুভ এবার মাঠে নেমেছেন একেবারে ভিন্ন মুডে; যেখানে নেই সাসপেন্স থ্রিলার, বরং নায়িকা মন্দিরা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে একে-অপরকে চোখ রাঙিয়ে করেছেন ফানি রোস্ট। ঈদের একদিন আগে, শুক্রবার (৬ জুন) সকাল ১০টায় আরিফিন শুভ নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করেন ‘নীলচক্র’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও। ভিডিওটি দেখে হেসে হেসে দর্শক বুঝতে পারবেন, ‘নীলচক্র’ শুধু একটি সাসপেন্স থ্রিলার না—এর প্রমোশন স্টাইলটাও সমান থ্রিলিং।
প্রায় তিন মিনিটের ভিডিওতে নায়ক-নায়িকা এক দারুণ মুখোমুখি লড়াইয়ে নেমেছেন।
ফাঁস হয়েছে, মন্দিরা কেন শুভকে ‘বেবস’ বলেন না, কীভাবে বানিয়েছেন শুভ তাঁর সিক্স-প্যাক, এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও শুভ করেছেন মজার মন্তব্য। মন্দিরাকেও ছাড়েননি শুভ—ইন্টারনেটে তাঁর প্রকাশিত ছবি নিয়েও ঠাট্টা করতে দেখা গেছে তাঁকে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী মুখোমুখি বসে যা বলেছেন, তা শুনলে মনে হবে—পুরনো বন্ধুরাও হয়তো এত খোঁচা খোঁচি করে না! প্রায় তিন মিনিটের ভিডিওতে নায়ক-নায়িকার এক দারুণ মুখোমুখি লড়াইয়ে নেমেছেন, ফাঁস হয়েছে মন্দিরা কেন শুভকে ‘বেবস’ ডাকতে পারে, সিক্স-প্যাক বানানোর রহস্য। শুধু কী তাই নিজের বায়োপিক ও প্ল্যট ইস্যু নিয়ে রীতিমত ফাজলামি করেছেন আরিফিন শুভ। মন্দিরাকেও ছাড় দেননি তাঁর ইন্টারনেটে ছাড়া ছবি নিয়েও মন্ত্যব করতে দেখা গেছে শুভকে।
আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী একসঙ্গে বসলেন মুখোমুখি, কিন্তু কথা বললেন এমনভাবে; যেন পুরনো বন্ধুরাও এত খোঁচা দেয় না। ভিডিওতে মন্দিরাকে শুভ জানালেন, আমি তোমার ক্রাশ কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন? মন্দিরার রসিক জবাব দিয়েছেন সেটার ভাষ্য এমন, তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না। ভিডিওর শুরুতে মন্দিরা শুভকে খোঁচা দিয়ে প্রশ্ন প্রশ্ন করেছেন, কী শুভ আর বায়োপিক করবা? সেই প্রশ্নে শুভ পাল্টা প্রশ্ন ছুড়েছেন ফাজলামি করে, তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা, টাকা না প্লট? রোস্ট থেমে থাকেনি শুভর শরীরচর্চা নিয়েও।
মন্দিরা এমনও প্রশ্ন ছুড়েছেন, শুভ জীবনে কাউকে ভিডিও পাঠাইছে কি না সেটা নিয়েও। একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে এই ঈদে আসছে আরিফন শুভর সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র : ব্লু গ্যাং’।
মিঠু খানের পরিচালনায় ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। রয়েছেন মন্দিরা চক্রবর্তী।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর ফ ন শ ভ ঈদ র স ন ম আর ফ ন শ ভ ন লচক র কর ছ ন মন দ র
এছাড়াও পড়ুন:
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/মামুন/বকুল