‘আমরা তখন ছোট ছিলাম। খুব সাধারণ জীবন কাটাতাম। বর্ষার দিনে রিকশায় করে ডেটে যেতাম। কারণ, বড় কোনো জায়গায় যাওয়ার সামর্থ্য ছিল না। কিন্তু মনে আনন্দের কমতি ছিল না।’ বক্তার নাম মুজাম্মেল ইব্রাহিম। ভারতের এই কম পরিচিত মডেল-অভিনেতাকে আপনি না–ও চিনতে পারেন। তবে যদি জানেন, তিনি একসময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করতেন, তাহলে চমকে যেতে পারেন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে নিজের পুরোনো প্রেম নিয়ে কথা বলেন তিনি।
দীপিকা পাড়ুকোন ২০০০ সালের শুরুতে মুম্বাইতে আসেন। সেখানে তিনি মডেলিং দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন। সেই সময়েই মুজাম্মেল ইব্রাহিমও কিছু মিউজিক ভিডিওতে কাজ করে মডেল হিসেবে পরিচিতি পাচ্ছিলেন। মুম্বাইতে একটি ফ্যাশন শোতে তাঁদের পরিচয় হয়। সেখান থেকে তাঁরা দুজনে ভালো বন্ধু হয়ে ওঠেন।

মুজাম্মেল জানান, তাঁদের সম্পর্ক তখন শুরু হয়, যখন দুজনেই নিজের ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন। দুজনেই নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু সেই সময়টা ছিল ভালোবাসা আর আন্তরিকতায় মোড়ানো।
মুজাম্মেল তাঁদের স্মরণীয় ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘তখন আমার ওর (দীপিকা) চেয়ে একটু বেশি টাকা ছিল। আমি তখন একটু ভালো উপার্জন করা শুরু করেছি। পরে আমি একটা গাড়ি কিনি। তখন দীপিকা খুব খুশি হয়েছিল। তার পর থেকে আর কখনো রিকশায় চড়িনি।’

মুজাম্মেল ইব্রাহিম। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ