‘আমরা তখন ছোট ছিলাম। খুব সাধারণ জীবন কাটাতাম। বর্ষার দিনে রিকশায় করে ডেটে যেতাম। কারণ, বড় কোনো জায়গায় যাওয়ার সামর্থ্য ছিল না। কিন্তু মনে আনন্দের কমতি ছিল না।’ বক্তার নাম মুজাম্মেল ইব্রাহিম। ভারতের এই কম পরিচিত মডেল-অভিনেতাকে আপনি না–ও চিনতে পারেন। তবে যদি জানেন, তিনি একসময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করতেন, তাহলে চমকে যেতে পারেন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে নিজের পুরোনো প্রেম নিয়ে কথা বলেন তিনি।
দীপিকা পাড়ুকোন ২০০০ সালের শুরুতে মুম্বাইতে আসেন। সেখানে তিনি মডেলিং দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন। সেই সময়েই মুজাম্মেল ইব্রাহিমও কিছু মিউজিক ভিডিওতে কাজ করে মডেল হিসেবে পরিচিতি পাচ্ছিলেন। মুম্বাইতে একটি ফ্যাশন শোতে তাঁদের পরিচয় হয়। সেখান থেকে তাঁরা দুজনে ভালো বন্ধু হয়ে ওঠেন।

মুজাম্মেল জানান, তাঁদের সম্পর্ক তখন শুরু হয়, যখন দুজনেই নিজের ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন। দুজনেই নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু সেই সময়টা ছিল ভালোবাসা আর আন্তরিকতায় মোড়ানো।
মুজাম্মেল তাঁদের স্মরণীয় ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘তখন আমার ওর (দীপিকা) চেয়ে একটু বেশি টাকা ছিল। আমি তখন একটু ভালো উপার্জন করা শুরু করেছি। পরে আমি একটা গাড়ি কিনি। তখন দীপিকা খুব খুশি হয়েছিল। তার পর থেকে আর কখনো রিকশায় চড়িনি।’

মুজাম্মেল ইব্রাহিম। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন:

ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’

বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার  ২

একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। 

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ