কোচের বিরুদ্ধে বিদ্রোহ, পোল্যান্ডের হয়ে আর খেলবেন না লেভানডফস্কি
Published: 9th, June 2025 GMT
বার্সেলোনার হয়ে সফল মৌসুম শেষে দেশ ফিরে জাতীয় দল পোল্যান্ডের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল রবার্ট লেভানডফস্কির। কিন্তু মানসিক ক্লান্তির কথা বলে নিজেকে সরিয়ে নেন এই স্ট্রাইকার। যে কারণে শুক্রবার মলদোভার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলেননি।
ধারণা করা হচ্ছিল, আগামীকাল রাতে ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ঠিকই পোল্যান্ড দলে যোগ দেবেন লেভা। কিন্তু খেলার ৪৮ ঘণ্টা আগেও তিনি অনুপস্থিত।
এরপর জাতীয় দল থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে লেভা রীতিমতো বোমাই ফাটিয়েছেন। কোচের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, কোচ মিচাল প্রোবিয়েৎসে যত দিন দায়িত্বে থাকবেন, তত দিন তিনি পোল্যান্ড দলে ফিরবেন না।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৩৬ বছর বয়সী লেভা লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলের কোচের প্রতি আস্থা হারানোর বিষয়টি বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, যত দিন তিনি কোচ থাকবেন, তত দিন আমি পোল্যান্ড জাতীয় দলে খেলব না। আমার আশা, একদিন আবারও বিশ্বের সেরা সমর্থকদের সামনে খেলতে পারব।’
অধিনায়ক লেভানডফস্কির এই ঘোষণার আগে কোচ প্রোবিয়েৎস ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেন। ধারণা করা হচ্ছে, কোচের অধিনায়ক বদলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি লেভা। সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোয় লেভার খেলতে অনাগ্রহের কারণে কোচ তাঁর ওপর অসন্তুষ্টও ছিলেন।
লেভা কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে বসায় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে। ২০১৪ সালে ইয়াকুব ব্লাসচিকোভস্কির কাছ থেকে পোল্যান্ডের বাহুবন্ধনী পেয়েছিলেন লেভা। তখন থেকই তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
পোল্যান্ডের হয়ে রেকর্ড ১৫৮ ম্যাচ খেলা লেভাই ৮৫ গোল করে দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। অনেকের মতে, লেভাই মধ্য ইউরোপের দেশটির সর্বকালের সেরা ক্রীড়াবিদ।
২০২৩ সালের সেপ্টেম্বরে ফার্নান্দো সান্তোসকে ছাঁটাই করে মিচাল প্রোবিয়েৎসকে কোচের দায়িত্ব দেয় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর কোচিংয়ে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ১০টিতে জিতেছে পোল্যান্ড, হেরেছে ৬টিতে, বাকি ৪ ম্যাচে করেছে ড্র।
প্রোবিয়েৎসের অধীন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটাও ভালো হয়েছে। লিথুয়ানিয়া ও মাল্টার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে পোল্যান্ড। কিন্তু লেভার এক ঘোষণায় আগামীকাল ফিনল্যান্ডের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পোলিশরা বড় ধাক্কা খেল।
আন্তর্জাতিক ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য দূরে থাকার ঘোষণা দেওয়া লেভা আপাতত লম্বা বিরতিতে থাকবেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি বার্সেলোনার প্রাক্–মৌসুম ক্যাম্পে ফিরবেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/মামুন/বকুল