বার্সেলোনার হয়ে সফল মৌসুম শেষে দেশ ফিরে জাতীয় দল পোল্যান্ডের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল রবার্ট লেভানডফস্কির। কিন্তু মানসিক ক্লান্তির কথা বলে নিজেকে সরিয়ে নেন এই স্ট্রাইকার। যে কারণে শুক্রবার মলদোভার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলেননি।

ধারণা করা হচ্ছিল, আগামীকাল রাতে ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ঠিকই পোল্যান্ড দলে যোগ দেবেন লেভা। কিন্তু খেলার ৪৮ ঘণ্টা আগেও তিনি অনুপস্থিত।

এরপর জাতীয় দল থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে লেভা রীতিমতো বোমাই ফাটিয়েছেন। কোচের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, কোচ মিচাল প্রোবিয়েৎসে যত দিন দায়িত্বে থাকবেন, তত দিন তিনি পোল্যান্ড দলে ফিরবেন না।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৩৬ বছর বয়সী লেভা লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলের কোচের প্রতি আস্থা হারানোর বিষয়টি বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, যত দিন তিনি কোচ থাকবেন, তত দিন আমি পোল্যান্ড জাতীয় দলে খেলব না। আমার আশা, একদিন আবারও বিশ্বের সেরা সমর্থকদের সামনে খেলতে পারব।’

অধিনায়ক লেভানডফস্কির এই ঘোষণার আগে কোচ প্রোবিয়েৎস ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেন। ধারণা করা হচ্ছে, কোচের অধিনায়ক বদলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি লেভা। সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোয় লেভার খেলতে অনাগ্রহের কারণে কোচ তাঁর ওপর অসন্তুষ্টও ছিলেন।

লেভা কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে বসায় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে। ২০১৪ সালে ইয়াকুব ব্লাসচিকোভস্কির কাছ থেকে পোল্যান্ডের বাহুবন্ধনী পেয়েছিলেন লেভা। তখন থেকই তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

পোল্যান্ডের হয়ে রেকর্ড ১৫৮ ম্যাচ খেলা লেভাই ৮৫ গোল করে দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। অনেকের মতে, লেভাই মধ্য ইউরোপের দেশটির সর্বকালের সেরা ক্রীড়াবিদ।

২০২৩ সালের সেপ্টেম্বরে ফার্নান্দো সান্তোসকে ছাঁটাই করে মিচাল প্রোবিয়েৎসকে কোচের দায়িত্ব দেয় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর কোচিংয়ে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ১০টিতে জিতেছে পোল্যান্ড, হেরেছে ৬টিতে, বাকি ৪ ম্যাচে করেছে ড্র।

প্রোবিয়েৎসের অধীন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটাও ভালো হয়েছে। লিথুয়ানিয়া ও মাল্টার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে পোল্যান্ড। কিন্তু লেভার এক ঘোষণায় আগামীকাল ফিনল্যান্ডের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পোলিশরা বড় ধাক্কা খেল।

আন্তর্জাতিক ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য দূরে থাকার ঘোষণা দেওয়া লেভা আপাতত লম্বা বিরতিতে থাকবেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি বার্সেলোনার প্রাক্‌–মৌসুম ক্যাম্পে ফিরবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ত য় দল ফ টবল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ