Prothomalo:
2025-07-30@11:17:33 GMT

কে এই দক্ষিণের ঐশ্বরিয়া

Published: 10th, June 2025 GMT

ঐশ্বরিয়া রাই কিংবা ঐশ্বরিয়া রাজেশ নন; তিনি ঐশ্বরিয়া লক্ষ্মী। কয়েক বছর ধরে বিভিন্ন দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সবশেষ গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মণিরত্নমের ‘থাগ লাইফ’ ছবিতেও দেখা গেছে তাঁকে।
২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঐশ্বরিয়া লক্ষ্মী। পরে ২০১৭ সালে প্রস্তাব পেয়ে করে ফেলেন ‘নাজানডুকালুড নাটিল ওরিদাভেলা’। তবে ঐশ্বরিয়ার ক্যারিয়ার বদলে দেয় একই বছরে মুক্তি পাওয়া প্রখ্যাত মালয়ালম পরিচালক আশিক আবুর ‘মায়ানদী’। জঁ-লুক গদারের ‘ব্রেথলেস’-এর প্রেরণায় নির্মিত রোমান্টিক থ্রিলারটির বিভিন্ন সংলাপ হয়ে ওঠে কেরালার তরুণদের নিত্যদিনের চর্চার বিষয়।

এরপরের বছরই ফাহাদ ফাসিলের সঙ্গে ‘ভারাথান’-এও দুর্দান্ত অভিনয় করেন। টানা সাফল্যে নিজের ইন্ডাস্ট্রির বাইরে থেকেও কাজের প্রস্তাব পান। ২০১৯ সালে তামিল ছবিতে অভিষেক, ২০২২ সালে প্রথম তেলেগু ছবিতে। এর মধ্যে গত বছর সরাসরি ওটিটিতে মুক্তি পায় ‘কানাকানি’। এই থ্রিলারের জন্য দশম সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে জেতেন সেরা মালয়ালম অভিনেত্রীর পুরস্কার।

ঐশ্বরিয়া লক্ষ্মী। ইনস্টাগ্রাম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন:

ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’

বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার  ২

একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। 

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ