শাকিব খানকে নিয়ে বলার আগে রিয়াজ পূর্ণিমাকে নিয়ে বলা দরকার। -‘মনের মাঝে তুমি’ সিনেমাটা হিট হয়ে গেলো। রিয়াজ পূর্ণিমা হিট হয়ে বিজ্ঞাপন করা শুরু করলো। সাকিব খান কিন্তু এই কাজ করে নাই। তাহলে এই ছেলেটা সুপারস্টার হবে না তো কে হবে?—প্রশ্নটি করছিলেন চলচ্চিত্র পরিচালক সফি উদ্দিন সফি। এই পরিচালক শাকিব খান সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন।

একটি ভিডিও সাক্ষাৎকারে এই পরিচালক বলেন,  ‘‘সাত খুন মাফ এর মহরত এফডিসিতে। সকাল বেলায় এফডিসিতে মহরত করলাম বিকাল বেলায় গুলশানে শুটিং। শাকিব আমাকে তার গাড়িতে নিযে  গুলশান ২ নম্বরে একটা কাপড়ের শোরুমে ঢুকলো। সে অনেকগুলো টি শার্ট পছন্দ করলো। সে তখন ওই সিনেমার জন্য এক দোকান থেকে পঁচিশ হাজার টাকার শুধু টি শারট কিনেছিল। সে নিজেকে পর্দায় ভালোভাবে উপস্থানের জন্য পারিশ্রমিকের বেশিরভাগ টাকা খরচ করে ফেলতো। আমরা তাকে যে টাকা দিতাম, সেই টাকা সে আবার আমাদের সিনেমার জন্য ব্যায় করতো।’’

শাকিব খান নাকি আগেই জানতেন তিনি সুপারস্টার হবেন। সফি উদ্দিন সফি বলেন, ‘‘যখন অ্যান্ড্রয়েড ফোন আসলো তখন শাকিব খানের ভিডিও কেউ করতে পারে নাই। শাকিব খান দুইটা লোক রাখছিলো যাতে কেউ তার ভিডিও করতে না পারে। শাকিব খান সিলেক্টিভ সাক্ষাৎকার ছাড়া মিডিয়ায় ঘন ঘন সাক্ষাৎকার দেয় নাই। অর্থাৎ সে অনেক দূরে দেখতে পায়। সে জানতো যে সে সুপারস্টার হবে।’’

আরো পড়ুন:

শাকিবের ‘তাণ্ডব’-এ বাজিমাৎ করলেন নিশো-সিয়াম!

তাণ্ডব: সমসাময়িক সময়ে সর্ববৃহৎ রিলিজ

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘দম’ নিতে ২০ কেজি ওজন কমাচ্ছেন নিশো

গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘দম’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। সেখানে ‘দম’ সিনেমার প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেন নির্মাতা রেদওয়ান রনি থেকে অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরীসহ কলাকুশলীরা। মহরতে নিশোর নায়িকা হিসেবে পূজা চেরীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নিশো, সেখানেই তিনি এ সিনেমার জন্য শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

নির্মাতা রেদওয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে মহরতে চঞ্চল, পূজা ও নিশো

সম্পর্কিত নিবন্ধ

  • প্রস্তুত ‘দম’ টিম, যাচ্ছে শুটিংয়ে
  • ‘দম’ নিতে ২০ কেজি ওজন কমাচ্ছেন নিশো