আর্জেন্টিনা এখন লিওনেল মেসির অনুপস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখে গেছে বলে জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। আগে মেসি না থাকলে দলের লাইনআপে পরিবর্তন আনতে হতো, এখন সেটির দরকার হয় না বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মেসির একাদশে থাকাবিষয়ক এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্কালোনি।

মেসি গত মার্চে চোটের কারণে আর্জেন্টিনার দুটি ম্যাচ মিস করেন। ওই দুই ম্যাচের মধ্যে উরুগুয়েকে ১-০ এবং ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলাও নিশ্চিত হয় তখনই। চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরেছেন মেসি। গত সপ্তাহে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে খেলেন বদলি হিসেবে।

মেসিনির্ভরতা থেকে বেরিয়ে এসেছে আর্জেন্টিনা।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ