রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- অটোরিকশার চালক (৩৫) (নাম জানা যায়নি) এবং যাত্রী শাহরিয়ার হাসান আকাশ (২৯)। আহতরা হলেন নিহত শাহরিয়ার হাসান আকাশের বন্ধু সায়মন (২৯) ও তামিম সরকার (২৯)। সোমবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার তারাবো এলাকার সুলতানবাগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার হাসান আকাশ উপজেলার তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকার প্রয়াত সাংবাদিক আবুল হাসান আসিফের ছেলে এবং ইসলামী ব্যাংকের স্থানীয় এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাতে তারাবো বিশ্বরোড এলাকা থেকে অটোরিকশাযোগে তারাবো সুলতানবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন শাহরিয়ার ও তার বন্ধু সায়মন ও তামিম সরকার। পথিমধ্যে সাইফিং ফ্যাক্টরির সামনে একটি হাইয়েস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকিশাটি দুমড়ে-মুচড়ে যায়। 

এ সময় ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশার চালক অজ্ঞাত এবং আহত হয় অটোরিকশার যাত্রীরা। তাদের মধ্যে শাহরিয়ার ও তার বন্ধু তামিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। হাইয়েস চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন স ঘর ষ র পগঞ জ ন র য়ণগঞ জ স ঘর ষ

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ