রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- অটোরিকশার চালক (৩৫) (নাম জানা যায়নি) এবং যাত্রী শাহরিয়ার হাসান আকাশ (২৯)। আহতরা হলেন নিহত শাহরিয়ার হাসান আকাশের বন্ধু সায়মন (২৯) ও তামিম সরকার (২৯)। সোমবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার তারাবো এলাকার সুলতানবাগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার হাসান আকাশ উপজেলার তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকার প্রয়াত সাংবাদিক আবুল হাসান আসিফের ছেলে এবং ইসলামী ব্যাংকের স্থানীয় এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাতে তারাবো বিশ্বরোড এলাকা থেকে অটোরিকশাযোগে তারাবো সুলতানবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন শাহরিয়ার ও তার বন্ধু সায়মন ও তামিম সরকার। পথিমধ্যে সাইফিং ফ্যাক্টরির সামনে একটি হাইয়েস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকিশাটি দুমড়ে-মুচড়ে যায়। 

এ সময় ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশার চালক অজ্ঞাত এবং আহত হয় অটোরিকশার যাত্রীরা। তাদের মধ্যে শাহরিয়ার ও তার বন্ধু তামিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। হাইয়েস চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন স ঘর ষ র পগঞ জ ন র য়ণগঞ জ স ঘর ষ

এছাড়াও পড়ুন:

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ