জাতীয় দলের জার্সিতে নিজের দায়িত্বটা ঠিকঠাকই পালন করেছেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি নিজেও গোলের সুযোগ তৈরি করেছেন। তবে ফুটবল দলীয় খেলা, একজন ভালো করলেও দল না জিতলে সফলতা পূর্ণতা পায় না। জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের জয় দেখতে এসেছিলেন হাজারো সমর্থক। কিন্তু ২–১ গোলের হার দেখে ছাড়তে হয় গ্যালারি। সেই হতাশ হওয়া সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা।

হামজার জাতীয় দলে আগমন নতুন করে আশা জাগায় ফুটবলপ্রেমীদের মাঝে। লক্ষ্য ছিল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার। কিন্তু ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে হারে সেই পথ হয়ে পড়েছে কঠিন। তবু লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন ব্রিটিশ বংশোদ্ভূত এই মিডফিল্ডার।

সামাজিক মাধ্যমে ম্যাচের পর হামজা লেখেন, 'আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি!! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।'

বর্তমানে এশিয়ান কাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ। শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় হংকং এবং চতুর্থ স্থানে ভারত। সামনে রয়েছে আরও চ্যালেঞ্জ। আগামী অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে ৫ দিনের ব্যবধানে। সেই দুই ম্যাচই নির্ধারণ করবে বাংলাদেশ এশিয়ান কাপে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে পারবে কি না। আর সেই চ্যালেঞ্জেই দলকে উজ্জীবিত করতে প্রস্তুত হামজা চৌধুরী।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায়, রাশিয়ার সতর্কবাতা

চলমান ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায়।

স্থানীয় সময় আজ বুধবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মারিয়া জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলের অব্যাহত হামলার কারণে বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে অবস্থান করছে।

এদিকে ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর যোগাযোগ চলছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এর আগে রিয়াবকভ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে উঠবে।

সম্পর্কিত নিবন্ধ