‘এটা কেবল শুরু’, সিঙ্গাপুর ম্যাচের পর হামজার বার্তা
Published: 11th, June 2025 GMT
জাতীয় দলের জার্সিতে নিজের দায়িত্বটা ঠিকঠাকই পালন করেছেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি নিজেও গোলের সুযোগ তৈরি করেছেন। তবে ফুটবল দলীয় খেলা, একজন ভালো করলেও দল না জিতলে সফলতা পূর্ণতা পায় না। জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের জয় দেখতে এসেছিলেন হাজারো সমর্থক। কিন্তু ২–১ গোলের হার দেখে ছাড়তে হয় গ্যালারি। সেই হতাশ হওয়া সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা।
হামজার জাতীয় দলে আগমন নতুন করে আশা জাগায় ফুটবলপ্রেমীদের মাঝে। লক্ষ্য ছিল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার। কিন্তু ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে হারে সেই পথ হয়ে পড়েছে কঠিন। তবু লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন ব্রিটিশ বংশোদ্ভূত এই মিডফিল্ডার।
সামাজিক মাধ্যমে ম্যাচের পর হামজা লেখেন, 'আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি!! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।'
বর্তমানে এশিয়ান কাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ। শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় হংকং এবং চতুর্থ স্থানে ভারত। সামনে রয়েছে আরও চ্যালেঞ্জ। আগামী অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে ৫ দিনের ব্যবধানে। সেই দুই ম্যাচই নির্ধারণ করবে বাংলাদেশ এশিয়ান কাপে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে পারবে কি না। আর সেই চ্যালেঞ্জেই দলকে উজ্জীবিত করতে প্রস্তুত হামজা চৌধুরী।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন