ঢাকায় অসুস্থ বোনকে দেখে মোটরসাইকেলে ফেরার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৩৭)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তবে তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন আকমল আলী রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি নগরের ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ‘মেইনটেন্যান্স সুপারভাইজার’ হিসেবে কাজ করতেন।

আবদুর রহিমের চাচাতো ভাই মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকায় বসবাসরত নাসিমা বেগম নামে তাঁদের এক বোন কিডনি রোগে আক্রান্ত। খবরটি শুনে তিনি ঈদের ছুটিতে বোনকে দেখতে মোটরসাইকেলে করে ঢাকায় যান। এরপর গতকাল বুধবার রাতে তিনি সেখান থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে ফিরছিলেন।

দুর্ঘটনায় মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন জানান, কোনো গাড়ির ধাক্কায় আবদুর রহিমের মৃত্যু হয়েছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ