ঢাকায় অসুস্থ বোনকে দেখে মোটরসাইকেলে চট্টগ্রামে ফেরার পথে দুর্ঘটনায় যুবক নিহত
Published: 12th, June 2025 GMT
ঢাকায় অসুস্থ বোনকে দেখে মোটরসাইকেলে ফেরার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৩৭)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তবে তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন আকমল আলী রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি নগরের ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ‘মেইনটেন্যান্স সুপারভাইজার’ হিসেবে কাজ করতেন।
আবদুর রহিমের চাচাতো ভাই মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকায় বসবাসরত নাসিমা বেগম নামে তাঁদের এক বোন কিডনি রোগে আক্রান্ত। খবরটি শুনে তিনি ঈদের ছুটিতে বোনকে দেখতে মোটরসাইকেলে করে ঢাকায় যান। এরপর গতকাল বুধবার রাতে তিনি সেখান থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে ফিরছিলেন।
দুর্ঘটনায় মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন জানান, কোনো গাড়ির ধাক্কায় আবদুর রহিমের মৃত্যু হয়েছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট