রাজশাহীর পুঠিয়া উপজেলার হাতিনাদা গ্রামের দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন পুঠিয়ার ভাড়রা গ্রামের মো. সুজন (৩২) ও হাতিনাদা গ্রামের শাহিন আক্তার ওরফে খোকন (৪১)। তাঁরা বিএনপির কর্মী। তাঁদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত সোমবার দুপুরে হাতিনাদা গ্রামে সেনাসদস্য তরিকুল ইসলাম ও মো.

আল-আমিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের মধ্যে তরিকুল ইসলামের বাবা আবদুল হান্নান আওয়ামী লীগের সমর্থক। তাই তাঁর কাছে স্থানীয় বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে তাঁদের অভিযোগ।

এ ঘটনায় থানায় মামলা করেন আবদুল হান্নান। ঘটনার পর গতকাল উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য রফিকুল ইসলামকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, গ্রেপ্তার শাহীন ও সুজনকে আজ বৃহস্পতিবার ভোরে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে বেলা ১১টার দিকে আদালতের উদ্দেশে পাঠানো হয়। মামলার প্রধান আসামি রফিকুল ইসলামসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ইসল ম ব এনপ র সদস য

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ