সাভারে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শ্বশুরকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। 

আজ শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া এলাকার সোলেমান মিয়ার দোতালা বাড়ির একটি কক্ষ থেকে নিহত গৃহবধূ লতা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।  

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে সেলিম মিয়ার সঙ্গে লতার বিয়ে হয়। বিয়ের পর তারা সোলেমান মিয়ার দোতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। একই বাড়ির নিচ তলার আরেকটি কক্ষে সেলিমের মা বাবা ভাড়া থাকেন। পাশেই নিহত লতার বাবা-মাও বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

এ দিকে বিয়ের পর থেকে মাঝে মধ্যেই স্বামী সেলিম ও শ্বশুর মাসুদ মিয়া যৌতুকের জন্য লতাকে চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর মাসুদ মিয়া পুত্রবধূ লতাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের বাবা-মা।
 
শনিবার দুপুরে প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরে লতার ক্ষতবিক্ষত লাশ দেখে তার বাবা ও মা-কে খবর দেন। তারা এসে বিবস্ত্র অবস্থায় মেয়ের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা সাভার মডেল থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

নিহত লতার বাবা আব্দুস সালাম বলেন, ‘মাসুদ মেয়েকে ধর্ষণের পরে হত্যা করেছেন। মেয়ে লতার স্বামী সেলিম পলাতক। আমি সেলিম ও মাসুদের বিচার চাই।’ 

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, নিহত গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা সেটা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। ধারনা করা হচ্ছে, শুক্রবার মধ্য রাতের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের শ্বশুরকে আটক করা হয়েছে। ঘটনার দিন সেলিম ও তার মা বাসায় ছিলেন না। তারা ঠাকুরগাঁওয়ে গিয়েছেন বলে জানা গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য আটক ন হত র

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ