ছয় মাসে তিন সিরিজ দিয়ে আলোচনায়, এই অভিনেতাকে কতটা চেনেন
Published: 19th, June 2025 GMT
ছয় মাসে তিন সিরিজ—আপনার অভিনীত চরিত্রগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ক্যারিয়ারের সেরা সময় যাচ্ছে? প্রশ্ন শুনে একটু সময় নিলেন। এরপর বললেন, ‘মুক্তি পাওয়ার সময়টা হয়তো কাছাকাছি। “ফেউ” অনেক আগে করা, “গুলমোহর”ও। তিনটি কাজ একই সময়ে মুক্তি পাওয়ার কারণে হয়তো এমন মনে হচ্ছে। আমার কাছে আলাদা কিছু মনে হচ্ছে না।’
আমি কমার্শিয়াল সিনেমা বা আর্ট ফিল্ম—এই দুটি জনরাকে ভাগই করতে চাই না। ফিল্ম ইজ ফিল্ম। ঋতুপর্ণ ঘোষের “আবহমান” সিনেমায় একটা সংলাপ আছে, “সিনেমায় মুহূর্তই সব”। যদি ব্যবসা করে, তাহলে হিট ছবি আর ব্যবসা না করলে ফ্লপ। কোনোটা ভালো ছবি, কোনটা খারাপ ছবি—এই তো। ছবিকে আলাদা করার প্রয়োজন আছে বলে মনে হয় নামোস্তাফিজুর নূর ইমরান‘রঙিলা কিতাব’-এর প্রদীপ, ‘ফেউ’-এর মার্শাল, ‘গুলমোহর’-এর রানা—মোস্তাফিজুর অভিনীত তিন চরিত্রের মধ্যে একধরনের আত্মিক যোগাযোগ আছে; তিন চরিত্রকেই তাড়া করে ফেরে অতীত। এই অতীতযোগ নিয়ে কি ভেবেছেন? ‘চরিত্রগুলোকে আমাকে অনেক দিন যাপন করতে হয়েছে। একটা যোগ থাকলেও চরিত্রগুলোর ধরন কিন্তু আলাদা। প্রদীপ খুব তাড়ার মধ্যে থাকে, মার্শাল চরিত্রের জন্য আমাকে ওই চরিত্রটা যাপন করতে হয়েছে। দ্বিতীয় পর্বে এই ব্যাপারটা আপনারা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি খুব আরাম করে অভিনয় করেছি। আর রানার ক্ষেত্রে (নির্মাতা সৈয়দ আহমেদ) শাওকী ভাই সবকিছু এত ভালোভাবে গুছিয়ে দিয়েছেন, আমাকে আলাদাভাবে কিছু চিন্তা করতে হয়নি,’ বললেন মোস্তাফিজুর। তাঁর অভিনীত এই তিন চরিত্রই বাইরে শক্তিশালী পুরুষ। কিন্তু বাইরের খোলসটা খুলে পড়লেই সবাই অসহায়। অভিনেতা বললেন, সব মানুষই কখনো না কখনো ভেঙে পড়ে; কেউ প্রকাশ করে কেউ করে না। শুটিং শুরুর প্রস্তুতির সময় তিনি চরিত্রগুলোর দর্শন বোঝার চেষ্টা করেছেন। রানা আর প্রদীপ—দুজনই নিজের অসহায়ত্ব প্রকাশ করে কিন্তু দুজনের ধরনটা আলাদা।
পর পর তিনটি কাজ আসার আগে একটা দীর্ঘ বিরতি ছিল; অনেক দিনই তাঁকে পর্দায় দেখেননি দর্শক। এই অপেক্ষা আপনার জন্য কতটুকু কঠিন ছিল?
‘রঙিলা কিতাব’–এ মোস্তাফিজুর নূর ইমরান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র
এছাড়াও পড়ুন:
বিএসইসির জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শহীদদের স্মরণ ও শ্রদ্ধায় সারা দেশে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। এরই ধারাবাহিকতায় সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে এ দিবসটি উদযাপন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৫ আগস্ট) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫’ উপলক্ষে কমিশনের সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
পাঁচ বিমার অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন বাড়ে: আনিসুজ্জামান
এদিন দুপুর ১২টায় কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএসইসির কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালকসহ বিএসইসির কর্মকর্তা-কর্মচারী সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনাররা বক্তব্য রাখেন। সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা হয়। এছাড়া সভায় সব শহীদের আত্নত্যাগসহ সবার অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলোচনা সভা শেষে সব শহীদের আত্মার শান্তি এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া মাহফিল হয়। বিএসইসির কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাই দোয়া মাহফিলে অংশ নেন।
ঢাকা/এনটি/এসবি