ছয় মাসে তিন সিরিজ দিয়ে আলোচনায়, এই অভিনেতাকে কতটা চেনেন
Published: 19th, June 2025 GMT
ছয় মাসে তিন সিরিজ—আপনার অভিনীত চরিত্রগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ক্যারিয়ারের সেরা সময় যাচ্ছে? প্রশ্ন শুনে একটু সময় নিলেন। এরপর বললেন, ‘মুক্তি পাওয়ার সময়টা হয়তো কাছাকাছি। “ফেউ” অনেক আগে করা, “গুলমোহর”ও। তিনটি কাজ একই সময়ে মুক্তি পাওয়ার কারণে হয়তো এমন মনে হচ্ছে। আমার কাছে আলাদা কিছু মনে হচ্ছে না।’
আমি কমার্শিয়াল সিনেমা বা আর্ট ফিল্ম—এই দুটি জনরাকে ভাগই করতে চাই না। ফিল্ম ইজ ফিল্ম। ঋতুপর্ণ ঘোষের “আবহমান” সিনেমায় একটা সংলাপ আছে, “সিনেমায় মুহূর্তই সব”। যদি ব্যবসা করে, তাহলে হিট ছবি আর ব্যবসা না করলে ফ্লপ। কোনোটা ভালো ছবি, কোনটা খারাপ ছবি—এই তো। ছবিকে আলাদা করার প্রয়োজন আছে বলে মনে হয় নামোস্তাফিজুর নূর ইমরান‘রঙিলা কিতাব’-এর প্রদীপ, ‘ফেউ’-এর মার্শাল, ‘গুলমোহর’-এর রানা—মোস্তাফিজুর অভিনীত তিন চরিত্রের মধ্যে একধরনের আত্মিক যোগাযোগ আছে; তিন চরিত্রকেই তাড়া করে ফেরে অতীত। এই অতীতযোগ নিয়ে কি ভেবেছেন? ‘চরিত্রগুলোকে আমাকে অনেক দিন যাপন করতে হয়েছে। একটা যোগ থাকলেও চরিত্রগুলোর ধরন কিন্তু আলাদা। প্রদীপ খুব তাড়ার মধ্যে থাকে, মার্শাল চরিত্রের জন্য আমাকে ওই চরিত্রটা যাপন করতে হয়েছে। দ্বিতীয় পর্বে এই ব্যাপারটা আপনারা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি খুব আরাম করে অভিনয় করেছি। আর রানার ক্ষেত্রে (নির্মাতা সৈয়দ আহমেদ) শাওকী ভাই সবকিছু এত ভালোভাবে গুছিয়ে দিয়েছেন, আমাকে আলাদাভাবে কিছু চিন্তা করতে হয়নি,’ বললেন মোস্তাফিজুর। তাঁর অভিনীত এই তিন চরিত্রই বাইরে শক্তিশালী পুরুষ। কিন্তু বাইরের খোলসটা খুলে পড়লেই সবাই অসহায়। অভিনেতা বললেন, সব মানুষই কখনো না কখনো ভেঙে পড়ে; কেউ প্রকাশ করে কেউ করে না। শুটিং শুরুর প্রস্তুতির সময় তিনি চরিত্রগুলোর দর্শন বোঝার চেষ্টা করেছেন। রানা আর প্রদীপ—দুজনই নিজের অসহায়ত্ব প্রকাশ করে কিন্তু দুজনের ধরনটা আলাদা।
পর পর তিনটি কাজ আসার আগে একটা দীর্ঘ বিরতি ছিল; অনেক দিনই তাঁকে পর্দায় দেখেননি দর্শক। এই অপেক্ষা আপনার জন্য কতটুকু কঠিন ছিল?
‘রঙিলা কিতাব’–এ মোস্তাফিজুর নূর ইমরান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৫)
বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় যুব ওয়ানডে আজ। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। রাতে আছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ।
৩য় যুব ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১২-১৫ মি., সনি স্পোর্টস ১
কারাবাগ-চেলসি
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২
ব্রুগা-বার্সেলোনা
রাত ২টা, সনি স্পোর্টস ১
ম্যান সিটি-ডর্টমুন্ড
রাত ২টা, সনি স্পোর্টস ২
নিউক্যাসল-বিলবাও
রাত ২টা, সনি স্পোর্টস ৫
ব্রাজিল-উত্তর কোরিয়া
রাত ৯-৩০ মি., ফিফা প্লাস
নেদারল্যান্ডস-মেক্সিকো
রাত ১টা, ফিফা প্লাস