গোপালগঞ্জ পৌরসভা থেকে বছর দশেক আগে পানির সংযোগ নেন শেখ আসলাম (৪৫)। এতদিন পর্যন্ত দিনে ২ হাজার লিটার পানি পেয়ে আসছিলেন। কিন্তু চলতি বছরেই দুর্ভোগ শুরু হয়েছে শহরের নবীনবাগের বাসিন্দা আসলামের পরিবারে। তারা দিনে ৫০০-৬০০ লিটারের বেশি পানি পাচ্ছেন না, যা দিয়ে সংসারের দৈনন্দিন কাজ সারা সম্ভব হচ্ছে না। 
আসলামের পরিবারের মতো ভুগছে গোপালগঞ্জ পৌরসভা থেকে পানির সংযোগ নেওয়া অন্য পরিবারগুলোও। তারা জানিয়েছেন, দিনে তারা এক-দুই ঘণ্টার বেশি পানি পাচ্ছেন না। সব মিলিয়ে চাহিদার চার ভাগের এক ভাগ পানিও পান না। পৌরসভার পানি শোধনাগারের (প্লান্ট) সক্ষমতা কমায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে বলে গ্রাহক ও সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। 
পৌরসভার কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে একই প্লান্টে পানি শোধন করায় ওই এর সক্ষমতা কমেছে। সেটি সংস্কার না হলে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। নতুন প্লান্ট স্থাপনের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। আর পৌরবাসীর দাবি, দ্রুত সমস্যা সমাধান করে চাহিদা অনুযায়ী সুপেয় পানি সরবরাহ করতে হবে।
গোপালগঞ্জ পৌরসভার মোট জনসংখ্যা ২ লাখ ৯ হাজার ৪৫০। বর্তমানে পৌর এলাকায় পানির সংযোগ আছে ৯ হাজার ৯০০ পরিবারের। চারটি প্লান্টের মাধ্যমে শোধন করে দিনে গ্রাহকদের মাঝে ১৩-১৪ মিলিয়ন লিটার (এমএলডি) পানি দেওয়া হচ্ছে। অথচ পৌরবাসীর দৈনিক পানির চাহিদা ৬০ মিলিয়ন লিটার। সে হিসাবে পৌরসভা থেকে সরবরাহ পানির পরিমাণ চাহিদার চার ভাগের এক ভাগেরও কম। 
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার প্রধান পানি শোধনাগার দুটি শিশুবন এলাকায় অবস্থিত। ২০০০-০১ অর্থবছরে ৯ একর জমিতে প্রথম শোধনাগারটি স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা ২০১৯-২০ অর্থবছরে সেখানেই দ্বিতীয় শোধনাগারটি বসায়। দুটি শোধনাগারেই শুরুতে ঘণ্টায় পানি শোধনের ক্ষমতা ছিল ৫৪০ ঘনমিটার। প্রথম শোধনাগারে সেই ক্ষমতা কমে এখন ঘণ্টায় ২৫০-৩০০ ঘনমিটারে দাঁড়িয়েছে। দ্বিতীয় শোধনাগারের ক্ষমতা একই থাকায় সেটির ওপরই চাপ পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। 
এ ছাড়া পৌর এলাকার পাচুরিয়ায় একটি আয়রন রিমুভাল প্লান্ট, সদর উপজেলার কাজুলিয়ার বিলে আছে ভূগর্ভস্থ পানি সরবরাহ প্লান্ট ও মানিকহার এলাকায় মধুমতী নদী থেকে ভূপৃষ্ঠের পানি শোধন করে সরবরাহের প্লান্ট রয়েছে। কিন্তু সেগুলোই সংস্কারের অভাবে ধুঁকছে। যে কারণে এসব প্লান্টও চাহিদা অনুযায়ী পানি শোধন করতে পারছে না। 
এর ফলে ভুগতে হচ্ছে পৌরসভার বাসিন্দাদের। বেদগ্রাম এলাকার বাসিন্দা ওমর আলী (৫৫) বলেন, ‘আমার সংযোগে প্রতিদিন পানির চাহিদা ১ হাজার লিটার। কিন্তু পাই ২০০ থেকে ৩০০ লিটার।’ 
একই পরিস্থিতির শিকার মধ্যপাড়ার গৃহবধূ তাসলিমা তমা (৩৫)। তিনিও দিনে মাত্র দুই ঘণ্টায় পানি পান ৩০০ লিটারের মতো। তমার ভাষ্য, ‘এ পানি দিয়ে ঘর-গৃহস্থালির কাজ করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে টিউবওয়েলের পানি ব্যবহার করছি।’
২০২৪ সালে গোপালগঞ্জ পৌরসভার আয়তন দ্বিগুণের বেশি বেড়েছে। আগে পৌর এলাকার আয়তন ছিল ১৩ দশমিক ৮২ বর্গকিলোমিটার। এখন তা ৩০ দশমিক ৭০ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। নতুন করে পৌরসভায় সীমানায় আসা মানুষের পানির চাহিদা মিটছে না। এসব বিষয় চিন্তা করে প্রধান পানি সরবরাহ প্লান্টটি মেরামত ও সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠায়। সেটি পরিকল্পনা কমিশনের অনুমোদনও পায়। তবে সেটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আটকে আছে বলে পৌরসভা সূত্র জানিয়েছে। একই সূত্র জানায়, দুই বছর আগে নতুন একটি প্লান্ট স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশি-বিদেশি প্রতিনিধি দল সেটির জন্য টুঙ্গিপাড়ার বর্ণির বাঁওড়ে সমীক্ষা যাচাই করে। কিন্তু এটি আর আলোর মুখ দেখেনি।
গোপালগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও পানি) স্বরূপ বোসের ভাষ্য, পৌর এলাকায় এখন দৈনিক পানির চাহিদা ৬০ মিলিয়ন লিটার। কিন্তু পুরোনো প্লান্ট ২৪ ঘণ্টা পরিচালনা করে মাত্র ১৩ থেকে ১৪ মিলিয়ন লিটার পানি দেওয়া যাচ্ছে। সংস্কার না করে এভাবে চললে সেটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। 
গোপালগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল বলেন, প্রতিদিন নতুন নতুন সংযোগের আবেদন বাড়ছে। এর আগে প্লান্টের সক্ষমতা বাড়ানো ও বর্ধিত এলাকায় নতুন সংযোগের জন্য একটি ডিপিপি জমা দেওয়া হয়েছে। সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছে। এ ব্যাপারে সেখান থেকে দ্রুত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা করছেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় যেন ওই ডিপিপি দ্রুত ছাড় করে, সে বিষয়ে যোগাযোগ রাখছেন। এটি দ্রুত ছাড় করা গেলেই পানি শোধনাগারের সংস্কার করা যাবে। পৌরবাসীর দুর্ভোগও ঘুচবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প র এল ক সরবর হ এল ক য় পর ব র র জন য এল ক র ক ষমত

এছাড়াও পড়ুন:

৭০ শতাংশ নির্বাচন সামগ্রী কেনাকাটা সম্পন্ন

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন সামগ্রীর ৭০ শতাংশ কেনাকাটা এরইমধ্যে সম্পন্ন হয়েছে।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব জানান, মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন সামগ্রী এরইমধ্যে ইসির গুদামে পৌঁছেছে। চলতি সেপ্টেম্বরের মধ্যেই অবশিষ্ট সামগ্রী সরবরাহ সম্পন্ন হবে বলে আশা করছি।”

তিনি বলেন, “প্রায় ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরে অবশিষ্ট কেনাকাটাও শেষ হবে। চাহিদা অনুযায়ী সব সামগ্রী সময়মতো পৌঁছে যাবে।”

তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে দুটি গুরুত্বপূর্ণ সামগ্রী— স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালি সরবরাহ করা হবে। ১৫ অক্টোবরের মধ্যে এই সামগ্রী হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে ইউএনডিপি। এর একটি অংশ চলতি মাসেই আসবে এবং বাকিটা আগামী মাসে।

তিনি বলেন, “স্থানীয় বাজার থেকে আট ধরনের সামগ্রী সংগ্রহ করা হচ্ছে, যেগুলোর মধ্যে রয়েছে- গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ ও গানি ব্যাগ।

সচিব আশ্বস্ত করে বলেন, “নির্বাচন সামগ্রী নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা যে সময়সীমা নির্ধারণ করেছিলাম, সেই সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে পারব। নির্বাচনের আগে মাঠ পর্যায়ে সব নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে।”

ইসির ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে নির্বাচন সামগ্রী বিতরণ সম্পন্ন হবে। এর মধ্যে থাকবে- ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, কালি ও ভোট গ্রহণের প্রয়োজনীয় সব উপকরণ।

সচিব বলেন, “সময়মতো সামগ্রী পৌঁছানো গেলে নির্বাচন পরিচালনায় কোনো ধরনের বাধা তৈরি হবে না। এতে নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।”

ঢাকা/এএএম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
  • বেনাপোল দিয়ে দুই দিনে ভারতে গেল ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ
  • ৭০ শতাংশ নির্বাচন সামগ্রী কেনাকাটা সম্পন্ন
  • যেসব এলাকায় শুক্রবার রাতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
  • গাজীপুরে মুখ থুবড়ে পড়েছে ২৪ কোটি টাকার পানি প্রকল্প
  • প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ গেল ভারতে