সরাসরি: জেনেভা আলোচনায় কোনো ‘লেনদেন’ করবেন না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
Published: 20th, June 2025 GMT
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য জেনেভা যাচ্ছেন কিন্তু সেটি কোনো `সমঝোতা বা লেনদেনভিত্তিক আলোচনা' হবে না বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি।
আলজাজিরাকে ইজাদি বলেন, “আলোচনা আর আলোচনা-ভিত্তিক দর কষাকষি এক জিনিস নয়। এখন যেভাবে ইসরায়েল তেহরানসহ বিভিন্ন শহরে বোমাবর্ষণ করছে, সেই প্রেক্ষাপটে ইরান কোনো ধরনের ‘লেনদেনমূলক আলোচনা’ করতে পারে না।”
তিনি আরো বলেন, “এটি একটি জোরজবরদস্তির কৌশল, যার মাধ্যমে ছাড় আদায় করার চেষ্টা চলছে। কিন্তু ইরান একটি স্বাধীন ও প্রাচীন রাষ্ট্র; এভাবে ছাড় দেবে না।”
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রের ইরান হস্তক্ষেপকে ‘স্বাগত জানাবে’ চীন ও রাশিয়া
হামলা ও হুমকিতে শিথিলতা নেই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন জেনেভায়
ইজাদি বলেন, আরাগচি জেনেভায় যাচ্ছেন ‘কথোপকথনের জন্য, যা প্রকৃত অর্থে আলোচনা নয়।” তার মতে, পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেবেন যে, তারা যেসব ছাড় চায়; যেমন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ত্যাগ, তা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ইরান নিরস্ত্র হতে পারে না।
ইজাদি বলেন, “যদি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকত, তাহলে আজ ইসরায়েলি ও মার্কিন সেনারা তেহরানে অবস্থান করত।”
তিনি আরো বলেন, আরাগচি তার ইউরোপীয় প্রতিপক্ষদের সামনে এই বাস্তবতাগুলোর কিছুটা তুলে ধরবেন এবং এরপর তা তাদের ওপর নির্ভর করবে যে তারা ফিরে গিয়ে এমন একটি পরিসর তৈরি করেন কি না, যেখানে প্রকৃত অর্থে আলোচনা সম্ভব।”
১৩ জুন ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তারপর পাল্টা হামলায় নামে ইরান। উভয় দেশ হামলা ও পাল্টা হামলা চালিয়েছে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে বলে অভিযোগ তুলে দেশটিতে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। অথচ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলছে, ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছানোর কোনো প্রমাণ তাদের কাছে নেই। অথচ এই অভিযোগে ইরানের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরাকে রাসায়নিক অস্ত্রভাণ্ডার আছে বলে অভিযোগে ২০০৩ সালে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। অথচ তেমন কোনো অস্ত্রই ছিল ইরাকে। এবার যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল ইরাক মডেলে ইরানে হামলা চালাচ্ছে, যার কোনো ভিত্তিই নেই।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল পরর ষ ট রমন ত র ইসর য় ল য ক তর
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টা রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আজ বেলা পৌনে একটার পরে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করবে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিয়ে এটি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে দলগুলো সম্মত হয়েছে।