স্টার সিনেপ্লেক্সে নতুন জাপানি সিনেমা
Published: 22nd, October 2025 GMT
জাপানি অ্যানিমে সিনেমার জগতে একের পর এক সাফল্যের ধারায় এবার নতুন সংযোজন ‘চেইনসো ম্যান: দ্য মুভি– রেজ আর্ক’। জাপানে মুক্তির পর এটি আলোচনায়—এবার আসছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।
‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ দিয়ে বিশ্বজুড়ে অ্যানিমে দুনিয়ায় ঝড় তুলেছিল জাপান। মুক্তির প্রথম সপ্তাহেই ১০ বিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়েছে সিনেমাটি। তার রেশ না কাটতেই নতুন এই অ্যানিমে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
পঁয়ত্রিশে থেমে গেল গায়কের জীবন
একটা মানুষ কীভাবে এতটা সুখী হয়, জায়েদ খানকে নিয়ে জয়ের প্রশ্ন
‘চেইনসো ম্যান: দ্য মুভি– রেজ আর্ক’ নির্মিত হয়েছে তাতসুকি ফুজিমোটোর জনপ্রিয় মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে। এটি এক ডার্ক ফ্যান্টাসি-অ্যাকশন ঘরানার সিনেমা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, পরিচয়ের সংকট ও দানবীয় জগতের ভয়ংকর বাস্তবতা মিলেমিশে এক রোমাঞ্চকর গল্প তৈরি করেছে।
গত ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পায় সিনেমাটি। ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে এটি। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্রিম টিকিটের জন্য দর্শকদের আগ্রহ বেশ তুঙ্গে। তবে কিছু দৃশ্য শিশু ও কিশোরদের জন্য উপযুক্ত নয়, তাই পরিবার নিয়ে দেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
গল্পের কেন্দ্রে রয়েছে ডেনজি, যে মানুষের মতো স্বাভাবিক জীবন কাটানোর স্বপ্ন দেখে। কিন্তু সে আটকে আছে দানবীয় জগত ও নিজের দায়িত্বের বেড়াজালে। তার জীবনে আসে রহস্যময় এক নারী রেজ, যার আগমনেই ডেনজির জীবন বদলে যায়।
প্রথমদিকে গল্পটি রোমান্টিক ঢঙে এগোলেও ধীরে ধীরে প্রকাশ পায় রেজের আসল পরিচয় ও ভয়ংকর শক্তি। ভালোবাসা, প্রতারণা এবং ধ্বংসের দ্বন্দ্বে গল্পটি পরিণত হয় ভয়াবহ এক যুদ্ধে, যেখানে মানবতা ও দানবীয় প্রবৃত্তির মুখোমুখি দাঁড়ায় ডেনজি।
সিনেমার পরিচালক তাতসুয়া ইয়োশিহারা বলেন, “প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা এই সিনেমায় আমাকে নতুন মাত্রা আনতে সাহায্য করেছে।”
জাপানে মুক্তির পর সিনেমাটি টানা চার সপ্তাহ বক্স অফিসের শীর্ষে রয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে প্রায় এক বিলিয়ন ডলার।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ধামরাইয়ে অটো রাইস মিলে জরিমানা
ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় একটি কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আইঙ্গন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
আরো পড়ুন:
ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
মুন্সীগঞ্জে ইলিশ কেনাবেচার অপরাধে ১২ জনের কারাদণ্ড
অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এ সময় সুষম অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, “পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ধামরাই উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।
ঢাকা/আরিফুল/মেহেদী