স্টার সিনেপ্লেক্সে নতুন জাপানি সিনেমা
Published: 22nd, October 2025 GMT
জাপানি অ্যানিমে সিনেমার জগতে একের পর এক সাফল্যের ধারায় এবার নতুন সংযোজন ‘চেইনসো ম্যান: দ্য মুভি– রেজ আর্ক’। জাপানে মুক্তির পর এটি আলোচনায়—এবার আসছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।
‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ দিয়ে বিশ্বজুড়ে অ্যানিমে দুনিয়ায় ঝড় তুলেছিল জাপান। মুক্তির প্রথম সপ্তাহেই ১০ বিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়েছে সিনেমাটি। তার রেশ না কাটতেই নতুন এই অ্যানিমে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
পঁয়ত্রিশে থেমে গেল গায়কের জীবন
একটা মানুষ কীভাবে এতটা সুখী হয়, জায়েদ খানকে নিয়ে জয়ের প্রশ্ন
‘চেইনসো ম্যান: দ্য মুভি– রেজ আর্ক’ নির্মিত হয়েছে তাতসুকি ফুজিমোটোর জনপ্রিয় মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে। এটি এক ডার্ক ফ্যান্টাসি-অ্যাকশন ঘরানার সিনেমা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, পরিচয়ের সংকট ও দানবীয় জগতের ভয়ংকর বাস্তবতা মিলেমিশে এক রোমাঞ্চকর গল্প তৈরি করেছে।
গত ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পায় সিনেমাটি। ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে এটি। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্রিম টিকিটের জন্য দর্শকদের আগ্রহ বেশ তুঙ্গে। তবে কিছু দৃশ্য শিশু ও কিশোরদের জন্য উপযুক্ত নয়, তাই পরিবার নিয়ে দেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
গল্পের কেন্দ্রে রয়েছে ডেনজি, যে মানুষের মতো স্বাভাবিক জীবন কাটানোর স্বপ্ন দেখে। কিন্তু সে আটকে আছে দানবীয় জগত ও নিজের দায়িত্বের বেড়াজালে। তার জীবনে আসে রহস্যময় এক নারী রেজ, যার আগমনেই ডেনজির জীবন বদলে যায়।
প্রথমদিকে গল্পটি রোমান্টিক ঢঙে এগোলেও ধীরে ধীরে প্রকাশ পায় রেজের আসল পরিচয় ও ভয়ংকর শক্তি। ভালোবাসা, প্রতারণা এবং ধ্বংসের দ্বন্দ্বে গল্পটি পরিণত হয় ভয়াবহ এক যুদ্ধে, যেখানে মানবতা ও দানবীয় প্রবৃত্তির মুখোমুখি দাঁড়ায় ডেনজি।
সিনেমার পরিচালক তাতসুয়া ইয়োশিহারা বলেন, “প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা এই সিনেমায় আমাকে নতুন মাত্রা আনতে সাহায্য করেছে।”
জাপানে মুক্তির পর সিনেমাটি টানা চার সপ্তাহ বক্স অফিসের শীর্ষে রয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে প্রায় এক বিলিয়ন ডলার।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা যোগেশ ও সুবর্ণাকে
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুর্বণা রায়কে (৬০) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রবিবার সকালে রহিমাপুর গ্রামের বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, চাইনিজ কুড়াল দিয়ে যোগেশ রায়ের মাথার পেছনে এবং সুবর্ণা রায়ের কপালে কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ড পরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা জানান, যোগেশ চন্দ্র রায় উত্তর রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন ও সাবেক প্রধান শিক্ষক। ২০১৭ সালে তিনি অবসরে যান। তার দুই ছেলে চাকরির কারণে ঢাকা থাকেন। ফলে স্বামী-স্ত্রী দুজনই গ্রামে একা থাকতেন।
ঘটনাস্থলে গিয়ে রংপুরের পুলিশ সুপার, মারুফাত হোসেন গণমাধ্যমে বলেন, ‘‘শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টা ২২ মিনিটে ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায়ের সঙ্গে শেষবার কথা হয় যোগেশের। রবিবার সকাল ৭টার দিকে দিনমজুর দীপক চন্দ্র রায় প্রতিদিনের মতো বাড়িতে কাজ করতে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। প্রতিবেশীদের ডেকে মই বেয়ে ভেতরে ঢুকে তিনি খাবার ঘরে যোগেশ রায়ের এবং রান্নাঘরে সুর্বণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সুরতহাল শেষে বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ডিবি, সিআইডি, পিবিআই এবং র্যাব-১৩ এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থলে গিয়েছেন রংপুর-২ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার এবং জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, জামায়াত নেতাকর্মী ও উপজেলার মুক্তিযোদ্ধারা।
এটিএম আজহারুল ইসলাম জানান, নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে এভাবে কুপিয়ে হত্যা করা দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত। তাই দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
এ দিকে দুপুরেই কর্মস্থল থেকে ছুটে আসেন পুলিশে কর্মরত নিহতের দুই ছেলে। মেঝেতে বাবা-মায়ের মরদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তারা। তবে বড় ছেলের স্ত্রী কল্যাণী রায় বলেন, ‘‘আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন। চাকরির সুবাদে আমরা ঢাকা থাকি। প্রতিনিয়ত তাদের সাথে টেলিফোনে যোগাযোগ হয় আমাদের। আজ সকালে ঘুম থেকে উঠেই যখন শুনি তাদের হত্যা করা হয়েছে বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারিনি।’’
শ্বশুর-শাশুড়িকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন কল্যাণী রানী।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন বলেন, বিজয়ের মাসে আমাদের মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে এভাবে হত্যা করা কোনভাবেই মেনে নেয়া যায় না। দ্রুত তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, “চুরি-ডাকাতির কোনো আলামত নেই। বাড়ির উত্তর দিকের প্রাচীর টপকে ঘাতকরা ঢুকতে পারে। খুব দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’’
ঢাকা/আমিরুল//