সড়ক দুর্ঘটনা রোধে সকলের সচেতনতা বাড়াতে হবে : ডিসি
Published: 22nd, October 2025 GMT
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে র্যালি বের হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গ্রীন আমব্রেলা নামে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। চালক, হেলপারদের প্রশিক্ষণ ও পোশাকের ব্যবস্থা করা সহ ড্রাইভারদের জেলা প্রশাসনের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে।
ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বাড়াতে হবে। তাহলে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হবো।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ দ র ঘটন ন র পদ সড়ক দ
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ
শনিবার (৬ ডিসেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক-সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন খোকন সাহা, আনোয়ার মাহমুদ বকুল সহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ সানির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এ সময় হাসপাতাল কক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের উপস্থিতি ও দোয়ায় সানি ও তার পরিবার বেশ উজ্জীবিত বোধ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সানির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।