সরাসরি: নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য দিলেন গ্রোসি
Published: 20th, June 2025 GMT
আন্তর্জাতিক আনবিক সংস্থা-আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেছেন।
শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বৈঠক হয়। অবশ্য রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাদের কাছে নেই; যদি ইসরায়েল সেখানে হামলা চালিয়েছে।
ফোরদো পারমাণবিক স্থাপনা পাহাড়ের নিচে ২০০ ফুটেরও বেশি গভীরতায়, যেখানে সাধারণ বোমা বা ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা কম। তবে ইরানের অন্যান্য পারমাণবিক ক্ষেত্রে হামলায় বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে ইরান।
আরো পড়ুন:
ইরানের পক্ষে একাত্মতা প্রকাশে ইরাকে হাজার হাজার মানুষের জমায়েত
বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সৌদি কমিশন
বেসামরিক শক্তির উৎস হিসেবে ইরান পারমাণবিক ক্ষেত্রগুলো ব্যবহার করছে। তবে ইসরায়েল বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির দুয়ারে রয়েছে। এই অজুহাতে ইরানের পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।
আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরার শুরুতে বলেন, ফোরদো পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত নন তারা।
গ্রোসি তার বক্তব্যে ইসফাহান পারমাণবিক স্থাপনায় আঘাতের কথা তুলে ধরেন। গত শুক্রবারের হামলায় ইসফাহানের পারমাণবিক স্থাপনায় চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রোসির দেওয়া তথ্য অনুযায়ী, এসব ভবনের মধ্যে রয়েছে:
১.
২. ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র
৩. তেহরান রিঅ্যাক্টর ফুয়েল উৎপাদন কেন্দ্র
৪. সমৃদ্ধ ইউরেনিয়াম ধাতব প্রক্রিয়াকরণ কেন্দ্র (যেটি নির্মাণাধীন)
তবে এইসব ক্ষয়ক্ষতির পরও পার্শ্ববর্তী এলাকায় বিকিরণের মাত্রা বৃদ্ধি পায়নি বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করেন রাফায়েল গ্রোসি।
আন্তর্জাতিক আনবিক সংস্থার মহাপরিচালক গ্রোসি নিরাপত্তা পরিষদে খন্দাব ভারী পানি গবেষণা রিঅ্যাক্টরে হামলার তথ্য দেন।
তিনি বলেন, আরাক অঞ্চলে নির্মাণাধীন খন্দাব ভারী পানি গবেষণা রিঅ্যাক্টরেও আঘাত হেনেছে। যেহেতু এটি চালু ছিল না এবং সেখানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না, তাই বিকিরণজনিত কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না।
গ্রোসি জানান, নিকটবর্তী ভারী পানি উৎপাদন কেন্দ্রটিও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে মনে করা হচ্ছে, তবে এখানেও তেজস্ক্রিয়তার কোনো আশঙ্কা নেই।
ঢাকা/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল
এছাড়াও পড়ুন:
ইয়ামাল রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার মতো নন, বললেন সাবেক রিয়াল তারকা
বেফাঁস এক মন্তব্য করে এখন একের পর এক রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের তোপের মুখে পড়ছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল।
‘রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে’—সর্বশেষ এল ক্লাসিকোর আগে ইয়ামালের এ মন্তব্য ভালোভাবে নেননি রিয়ালের খেলোয়াড়েরা। সান্তিয়াগো বার্নাব্যুতে গত ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ২–১ গোলে জিতে মাঠেই জবাব দিয়েছে রিয়াল।
তবে বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের প্রতি রিয়ালের ক্ষোভ বোধ হয় এখনো কমেনি। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফরোয়ার্ড ইভান জামোরানো সম্প্রতি আবার তোপ দেগেছেন ইয়ামালের দিকে।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইয়ামালের মধ্যে ‘রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার মতো আত্মা বা সারবস্তু’ নেই। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফরোয়ার্ড ইভান জামোরানো