বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কি না, এই প্রশ্নে বিচলিত হন পুতিন
Published: 20th, June 2025 GMT
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বিচলিত হয়ে পড়েন। আজ শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্যে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।
ভ্লাদিমির পুতিন বলেন, বিশ্বে সংঘাতের বহু সম্ভাবনা ছিল এবং সংঘাত বাড়ছে।
ইউক্রেনে রাশিয়ার নিজস্ব যুদ্ধ এবং ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ঘিরে যেসব ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে তিনি উদ্বিগ্ন। ইরানের পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞরা দুটি পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ করছেন।
পুতিন বলেন, ‘এটা উদ্বেগজনক। আমি কোনো রকমের পরিহাস বা রসিকতা ছাড়াই এ কথা বলছি। অবশ্যই সংঘাতের অনেক সম্ভাবনা রয়েছে এবং তা বাড়ছে। এসব ঘটনা আমাদের চোখের সামনেই ঘটছে এবং সরাসরি সেগুলোর প্রভাব আমাদের ওপর পড়ছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এই পরিস্থিতিতে শুধু ঘটনাগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখাই যথেষ্ট নয়, বরং সমাধান খোঁজা জরুরি। সম্ভাব্য সব উপায়ে শান্তিপূর্ণ সমাধান খোঁজা গুরুত্বপূর্ণ।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৫)
বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় যুব ওয়ানডে আজ। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। রাতে আছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ।
৩য় যুব ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১২-১৫ মি., সনি স্পোর্টস ১
কারাবাগ-চেলসি
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২
ব্রুগা-বার্সেলোনা
রাত ২টা, সনি স্পোর্টস ১
ম্যান সিটি-ডর্টমুন্ড
রাত ২টা, সনি স্পোর্টস ২
নিউক্যাসল-বিলবাও
রাত ২টা, সনি স্পোর্টস ৫
ব্রাজিল-উত্তর কোরিয়া
রাত ৯-৩০ মি., ফিফা প্লাস
নেদারল্যান্ডস-মেক্সিকো
রাত ১টা, ফিফা প্লাস