ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আগ্রাসন বন্ধ হলে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হলে ইরান আবারও কূটনীতির কথা বিবেচনা করতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনোভাবেই আলোচনা হতে পারে না।

জেনেভায় জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধানের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, যা সব সময়ই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে রয়েছে। ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কোনো গণবিধ্বংসী অস্ত্রচুক্তিতে অংশ না নেওয়া একটি শাসকগোষ্ঠীর পক্ষ থেকে এসব নিরাপদ পরমাণু স্থাপনায় হামলা চালানো গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এ সময় জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির পরমাণু স্থাপনায় হামলার নিন্দা না জানানোয় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন আরাগচি।

তিনি আরও বলেন, আমরা জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইইউর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে। শিগগিরই আবার এই আলোচনায় যোগ দিতে আমরা প্রস্তুত।

সূত্র: বিবিসি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক টন ত ইসর য় ল পরর ষ ট রমন ত র পরর ষ ট র পরম ণ

এছাড়াও পড়ুন:

ইয়ামাল রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার মতো নন, বললেন সাবেক রিয়াল তারকা

বেফাঁস এক মন্তব্য করে এখন একের পর এক রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের তোপের মুখে পড়ছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল।

‘রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে’—সর্বশেষ এল ক্লাসিকোর আগে ইয়ামালের এ মন্তব্য ভালোভাবে নেননি রিয়ালের খেলোয়াড়েরা। সান্তিয়াগো বার্নাব্যুতে গত ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ২–১ গোলে জিতে মাঠেই জবাব দিয়েছে রিয়াল।

তবে বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের প্রতি রিয়ালের ক্ষোভ বোধ হয় এখনো কমেনি। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফরোয়ার্ড ইভান জামোরানো সম্প্রতি আবার তোপ দেগেছেন ইয়ামালের দিকে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইয়ামালের মধ্যে ‘রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার মতো আত্মা বা সারবস্তু’ নেই। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফরোয়ার্ড ইভান জামোরানো

সম্পর্কিত নিবন্ধ