পরপর দুই ওভারে দুই উইকেট পেলেন থারিন্দু রত্নায়েকে। স্টাম্পড হয়ে ফিরলেন জাকের আলি। ৭ বলে তিনি করলেন ২ রান। এর আগে লিটনকে ফিরিয়েছিলেন তিনি। নতুন ব্যাটসম্যান নাঈম হাসান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে ৯৬ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টির পর খেলা শুরু হতেই বোল্ড লিটন
বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হতেই বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন লিটন। মাত্র ৫ বল খেলে ৩ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলী। নাজমুল ৯০ রানে অপরাজিত। ৭৭ ওভার শেষে বাংলাদেশের রান ২৪১। লিড ২৫১ রানের।
এর আগে গল টেস্টের পঞ্চম দিন ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। ফিফটি থেকে এক রান দূরে থাকতেই রান আউট হয়ে ফেরেন তিনি। তার আউটে ভাঙে ১০৯ রানের জুটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শ্রমিকের টাকা দিতে জেল থেকে সম্পত্তি বিক্রির অনুমতি নাসা গ্রুপ চেয়ারম্যানের
নিজের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধে সম্মতি দিয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান। এ লক্ষ্যে তিনি জেল থেকে খসড়া পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন। ফলে শ্রমিকের চলতি মাসের বেতন-ভাতাদি পরিশোধ করা সহজ হবে।
নাসা গ্রুপ কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান শ্রমিকের বেতন পরিশোধ করার জন্য বিভিন্ন সম্পত্তি বিক্রি সংক্রান্ত খসড়া পাওয়ার অব এটর্নি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেছেন।
সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব এটর্নি স্বাক্ষরিত হয়েছে। গুলশান ৭ নং রোডের প্লট-৬, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও ৭ তলা ভবন (মোট আয়তন ২ লক্ষ ৬ বর্গফুট) , নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের প্লট।
নাসা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, উপর্যুক্ত সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব এটর্নি স্বাক্ষরিত হওয়ায় খুব কম সময়ের মধ্যে অন্যান্য প্রক্রিয়াদি সম্পন্ন করে তাদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা