কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর শুক্রবার বাদ জুমা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ঐতিহাসিক ডিআইটি চত্বরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। 

উক্ত গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) দুপুর বারোটায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য প্রদান করেন- খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ইসলামী ঐক্যজোটের আমীর আল্লামা আব্দুল কাদের।

উক্ত প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের খন্দকার আনোয়ার হুসাইন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহানগর সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা যোবায়ের আহমদ, মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, আহমদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সায়েম আহমদ, প্রমুখ৷ 

এসময় নেতৃবৃন্দরা বলেন যারা বিশ্বনবী হযরত  মুহাম্মদ (স:) কে মানেনা তাদের মুসলিম পরিচয় দেওয়ার কোন অধিকার নেই। পাশাপাশি  দলমত নির্বিশেষে সবাইকে ডিআইটির সমাবেশ বাস্তবায়নের জন্য আহবান জানান। গণসমাবেশে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সভাপতি আল্লামা আব্দুল কাদের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহবায়ক আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। উপস্থিত থাকবেন- তাহরিকে খতমে নবুওয়তের আমীর ড.

এনায়েতুল্লাহ আব্বাসী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতি ইমামুদ্দিন সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ উপস থ ত ইসল ম

এছাড়াও পড়ুন:

২৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ২৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন।

বন্দর ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উদ্দিন সোহেল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ইকবা হোসেন, আলী আহমদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সিনি সভাপতি, মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফার মিয়া সাংগঠনিক সম্পাদক ইসলাম নারু, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়ালটন শোরুম থেকে আর্থিক সহায়তা পেল ২ পরিবার
  • জাসাস নেতা সাধুর রূহের মাগফিরাত কামনায় বিএনপি নেতা সানির দোয়া 
  • সিদ্ধিরগঞ্জে দুদক আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • ওসমানের দোসররা বন্দরের মানুষকে নির্যাতিত নিপীড়িত করেছে : সাখাওয়াত
  • ২৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 
  • ইউএনওদের সিইসি: ব্যালট বাক্স দখল করে বাড়ি যাওয়ার পর হাজির হলেন, সেটা যেন না হয়
  • সাবেক চিফ হুইফ আ স ম ফিরোজ, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
  • জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল: ফয়েজ আহমদ তৈয়্যব
  • নবাবদের ২০০ বছরের পুরোনো সেই পুকুরে মানুষ আজও সাঁতরায়