কেন মাদকাসক্তদের ভিডিও দেখতেন এই অভিনেত্রী
Published: 22nd, June 2025 GMT
‘আমি অনেক ভিডিও দেখেছি। এক ব্যক্তি আসক্তদের নিয়ে একটি সাক্ষাৎকারভিত্তিক সিরিজ করেন। সেখানে মাদকাসক্তরা যেসব অভিজ্ঞতা ভাগাভাগি করতেন, সেগুলো থেকে আমি প্রেরণা নিয়েছি।’ চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই বলছিলেন সিডনি সুইনি। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ইকো ভ্যালি’ ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে ১৩ জুন। সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্রটির প্রস্তুতি নিয়ে কথা বলেছেন ২৭ বছর বয়সী মার্কিন অভিনেত্রী।
মাইকেল পিয়ার্সের সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাটিকে ক্লেয়ার চরিত্রে অভিনয় করেছেন সিডনি সুইনি। গল্পের ক্লেয়ার এক উগ্র, হেরোইন-আসক্ত তরুণী, একের পর এক ভুল সিদ্ধান্তে ভয়ানক এক সংকটে জড়িয়ে পড়ে ক্লেয়ার। মাদকাসক্তি ও মানসিক ভাঙনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে একদিন রক্তাক্ত অবস্থায় তার মায়ের (জুলিয়ান মুর) প্রত্যন্ত খামারবাড়িতে হাজির হয় ক্লেয়ার। দম বন্ধ করা আবহে শুরু হয় মা-মেয়ের সম্পর্কের নতুন এক অধ্যায়। অতীতের গোপন সত্য উন্মোচিত হতে হতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা।
সিডনি সুইনি। রয়টার্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার ২ মন্ত্রীসহ নিহত ৮
হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। বুধবার ঘানার সরকার এ তথ্য জানিয়েছে।
বুধবার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস ডেব্রাহা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় আশান্ত অঞ্চলে দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ রয়েছেন।
ডেব্রাহা বলেছেন, “প্রেসিডেন্ট এবং সরকার জাতির সেবায় নিয়োজিত আমাদের কমরেড ও সেনাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করছেন।”
নিহতদের মধ্যে জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপংও রয়েছেন।
ঢাকা/শাহেদ