নিখোঁজের তিন দিন পর কোমরপানির পুকুরে মিলল এক ব্যক্তির লাশ উদ্ধার
Published: 22nd, June 2025 GMT
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের তিন দিন পর গ্রামের একটি পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম কামরুল হুদা (৪০)। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনাইমুড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি উপজেলার বারগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা পাড়ার মোস্তফা মেম্বারের ছেলে। উদ্ধারের পর তাঁর লাশ থানায় নিয়ে যাওয়া হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কামরুল হুদার সঙ্গে বাড়ির জায়গা-জমি নিয়ে তাঁর চাচাতো ভাই আবদুর রহিমদের বিরোধ ছিল। ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সম্প্রতি মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দেন। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে আবদুর রহিমের করা মামলার আসামি আবুল বাসারকে গ্রেপ্তার করে পুলিশ।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার থেকে কামরুল হুদাকে পাওয়া যাচ্ছিল না। পরে আজ দুপুরের পর নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরের কোমরসমান পানির মধ্যে একটি লাশ ভাসতে দেখেন আশপাশের লোকজন। পরে পরিবারের সদস্যরা গিয়ে সেটি কামরুল হুদার বলে শনাক্ত করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ওসি মোরশেদ আলম জানান, যে পুকুর থেকে কামরুলের লাশ উদ্ধার করা হয়েছে, সেটিতে কোমরপানি। পরিবারের সদস্যদের ভাষ্য, কামরুল ভালোভাবে সাঁতার জানতেন। তাই তিনি পানিতে ডুবে মারা যাওয়ার কথা নয়। উদ্ধারের পর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশকে দেখে পাকিস্তানকে শিখতে বললেন কামরান আকমল
সুপার ফোর শুরু হতেই জমে উঠেছে এশিয়া কাপ। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার ১৬৮ রান তাড়া করেছে ১ বল বাকি থাকতে। আজ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ। এ ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও ঝরেছে তাঁর মুখে।