উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জাল প্রবেশপত্র নিয়ে ধরা পড়া সেই ছাত্রীর ঠিকানা হয়েছে কারাগারে। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট সরকারি কলেজ কেন্দ্রের হলে জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন তিনি। ওই শিক্ষার্থীর নাম তাহমিনা আক্তার। তিনি সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় এলাকার বাসিন্দা। 

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন জানান, পরীক্ষার হলে দুই শিক্ষার্থী একই আসনে বসতে চাইলে বিষয়টি হলের দায়িত্বরতদের নজরে আসে। পরে দুই জনের প্রবেশপত্র যাচাই—বাছাই করে তাহমিনা নামে একজনের প্রবেশপত্র জাল ধরা পড়ে। পরে বিষয়টি শিক্ষাবোর্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

আরো পড়ুন:

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিলেন মামুন

ইকসু গঠন ও আইন প্রণয়নের দাবি ইবির ২ ছাত্র সংগঠনের

কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির জানান, জাল প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীর দোষ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.

) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এক শিক্ষার্থীকে জাল প্রবেশপত্রের কারণে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় তাকে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তাকে কারাগারে পাঠানো হবে। 

সিলেট শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরীক্ষার দৈনন্দিন প্রতিবেদনে জানানো হয়, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৮৮টি কেন্দ্রে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে ৮২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এবার পরীক্ষায় ২৭ হাজার ৮৬৮ জন ছাত্র এবং ৪১ হাজার ৮১৫ জন ছাত্রী অংশ নিয়েছেন।

ঢাকা/নূর/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ

এছাড়াও পড়ুন:

যশোর শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৭২ শিক্ষার্থী

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে, নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছেন এবং ফেল করা ৫৪ জন পাস করেছেন।

রবিবার (১৬ নভেম্বর) শিক্ষাবোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

আরো পড়ুন:

বরিশালে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর-আগুন

আ.লীগের পক্ষে নিয়মিত পোস্ট দেওয়ায় ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন ও এফ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।

সেইসঙ্গে ৫৪ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। নতুন পাস করা ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে একজন, এ মাইনাস পেয়েছে চারজন, বি গ্রেড পেয়েছে ২৪ জন, সি গ্রেড পেয়েছে চারজন ও ডি গ্রেড পেয়েছে ২১ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন, এ মাইনাস পেয়েছে এ গ্রেড পেয়েছে ৪৬ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন, বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে তিনজন, বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২২ জন, সি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে একজন, সি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে দুইজন, সি গ্রেড থেকে বি গ্রেড থেকে পেয়েছে ১১ জন, ডি থেকে বি গ্রেড পেয়েছে একজন ও ডি থেকে সি গ্রেড পেয়েছে চারজন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, “খাতা পুনঃনিরীক্ষণের জন্য যশোর শিক্ষাবোর্ডে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলেন। তার মধ্যে মাত্র ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না। শুধু প্রাপ্ত নম্বর গণনা করা হয়েছে। নম্বর গণনায় যেসব শিক্ষার্থীদের ভুল হয়েছিল, তাদের সঠিক করে দেওয়া হয়েছে।”

ঢাকা/রিটন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • হামাগুড়ি দিয়ে চলতে হবে না মনার, স্নাতকে ভর্তি নিয়েও দুশ্চিন্তা কেটেছে
  • শতভাগ পাসের ধারাবাহিকতা ধরে রাখল গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ
  • যশোর শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৭২ শিক্ষার্থী