পশ্চিমবঙ্গে পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Published: 28th, June 2025 GMT
ভারতের পশ্চিমবঙ্গের পদ্মশ্রী খেতাব পাওয়া বিতর্কিত সন্ন্যাসী কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ এনেছেন এক নারী। তিনি দাবি করেছেন, ২০১৩ সাল থেকে বহুবার তিনি ধর্ষণের শিকার হয়েছেন। কার্তিক মহারাজ একটি বিদ্যালয়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাঁর ওপর যৌন নির্যাতন চালান।
মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত কার্তিক মহারাজ। তবে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, ‘আমার সম্মানহানি করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’ এ বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কার্তিক। খবর ইন্ডিয়া টুডের
চলতি সপ্তাহের শুরুর দিকে নবগ্রাম থানায় করা মামলায় ভুক্তভোগী অভিযোগ করেন, ২০১২ সালের ডিসেম্বরে তাঁকে ‘চানাক আদিবাসী আবাসিক বালিকা বিদ্যালয়ে’ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন কার্তিক মহারাজ। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে তাঁকে স্কুলের হোস্টেলে থাকতে দেওয়া হয়। ওই নারীর অভিযোগ, এর পর প্রায় প্রতিদিনই তাঁকে স্কুল ভবনের পাঁচতলায় নিয়ে ধর্ষণ করতেন কার্তিক। আশ্রমেও কার্তিক মহারাজ বহুবার তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ওই নারী। এমনকি তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাত করানো হয় বলেও দাবি করেছেন তিনি।
কার্তিকের বিরুদ্ধে এই অভিযোগ এমন একসময়ে এসেছে, যখন পশ্চিমবঙ্গে আরেকটি ধর্ষণের ঘটনায় রাজনৈতিক অস্থিরতা চলছে। দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে এক ছাত্রী দুই সহপাঠী ও এক স্টাফ কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে ওই ছাত্রী কলেজে ফরম পূরণের কাজে গেলে অভিযুক্ত মনোজিৎ মিশ্র (৩১) নামের এক কলেজ কর্মচারী তাঁকে অপেক্ষা করতে বলেন। সন্ধ্যা হয়ে গেলে ওই ছাত্রী কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে জোর করে একটি রুমে নিয়ে ওই কর্মচারী এবং কলেজের দুই ছাত্র জইব আহমেদ (১৯) ও প্রমিত মুখার্জি (২০) দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাঁকে। বাড়ি ফিরে পরদিন বৃহস্পতিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।
অভিযুক্ত কলেজ কর্মচারী মনোজিৎ মিশ্র একই কলেজের তৃণমূল কংগ্রেসের যুব শাখার সাবেক সভাপতি। যদিও তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে তাঁর কোনো পদ নেই। তাঁর বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবিও জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
বন্দী প্রত্যর্পণ চুক্তি-টেকটোনিক প্লেট–হায়লি গুব্বি কী
১. বাংলাদেশের সঙ্গে বর্তমানে কয়টি দেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: খ. ২টি (ভারত ও থাইল্যান্ড; সূত্র: বিবিসি বাংলা)
২. বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
ক. ২০০৩ সালে
খ. ২০০৯ সালে
গ. ২০১৩ সালে
ঘ. ২০১৫ সালে
উত্তর: গ. ২০১৩ সালে (২০১৬ সালে সংশোধিত)
৩. আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সব কটি মৌলিক কনভেনশন অনুমোদনকারী প্রথম এশীয় দেশ কোনটি?
ক. ভিয়েতনাম
খ. শ্রীলঙ্কা
গ. বাংলাদেশ
ঘ. ফিলিপাইন
উত্তর: গ. বাংলাদেশ (আইএলওর মৌলিক কনভেনশন মোট ১০টি)
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে আবেদন সাড়ে ৭ লাখ, প্রতি পদে ৭৩ প্রার্থী, পরীক্ষা কবে২৬ নভেম্বর ২০২৫৪. সম্প্রতি বাংলাদেশ অনুমোদিত ৩টি আইএলও কনভেনশনের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি?
ক. পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কনভেনশন (নম্বর ১৫৫)
খ. কর্মসংস্থান নীতিমালা কনভেনশন (নম্বর ১২২)
গ. নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রচারণামূলক কাঠামো কনভেনশন (নম্বর ১৮৭)
ঘ. সহিংসতা ও হয়রানি নিরসনসংক্রান্ত কনভেনশন (নম্বর ১৯০)
উত্তর: খ. কর্মসংস্থান নীতিমালা কনভেনশন (নম্বর ১২২)
৫. গণভোট অধ্যাদেশ-২০২৫ জারি করা হয় কবে?
ক. ২৫ নভেম্বর ২০২৫
খ. ২২ নভেম্বর ২০২৫
গ. ২৭ নভেম্বর ২০২৫
ঘ. ২৪ নভেম্বর ২০২৫
উত্তর: ক. ২৫ নভেম্বর ২০২৫
৬. সম্প্রতি (২১ নভেম্বর ২০২৫) নরসিংদীতে উৎপন্ন ভূমিকম্পের মাত্রা কত ছিল?
ক. ৪.৭
খ. ৫.৩
গ. ৫.৭
ঘ. ৫.৫
উত্তর: গ. ৫.৭ (উৎপত্তিস্থল: নরসিংদীর মাধবদী উপজেলা)
আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩২০ নভেম্বর ২০২৫৭. বাংলাদেশের আশপাশে অবস্থিত প্রধান টেকটোনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. ইউরেশীয় প্লেট
খ. বার্মা প্লেট
গ. ভারতীয় প্লেট
ঘ. প্রশান্ত মহাসাগরীয় প্লেট
উত্তর: ঘ. প্রশান্ত মহাসাগরীয় প্লেট
৮. রিখটার স্কেলে প্রতিটি সম্পূর্ণ সংখ্যার বৃদ্ধিতে নির্গত শক্তির পরিমাণ প্রায় কত গুণ বাড়ে?
ক. ২ গুণ
খ. ১০ গুণ
গ. ৩১.৬ গুণ
ঘ. ১০০ গুণ
উত্তর: গ. ৩১.৬ গুণ (রিখটার স্কেলে প্রতিটি সম্পূর্ণ সংখ্যার বৃদ্ধি ভূমিকম্পের কম্পনমাত্রায় ১০ গুণ বেড়ে যায় এবং সেটার ধ্বংসাত্মক শক্তি বাড়ে ৩১ দশমিক ৬ গুণ।)
৯. রিখটার স্কেল কেমন?
ক. রৈখিক স্কেল
খ. আপেক্ষিক স্কেল
গ. অ্যাবসোলিউট স্কেল
ঘ. লগারিদমিক স্কেল
উত্তর: ঘ. লগারিদমিক স্কেল
১০. মহিসঞ্চরণ তত্ত্বের (Continental Drift Theory) প্রবক্তা কে?
ক. ফ্রেড হয়েল
খ. ফ্রেডরিক ভাইন
গ. ডব্লিউ জে মর্গান
ঘ. আলফ্রেড ভেগেনার
উত্তর: ঘ. আলফ্রেড ভেগেনার
১১. বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় ঢাকার অবস্থান কততম?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর: খ. ২য় (২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপরই ঢাকার অবস্থান।)
১২. ‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
ক. কেনিয়া
খ. তানজানিয়া
গ. সিয়েরা লিওন
ঘ. ইথিওপিয়া
উত্তর: ঘ. ইথিওপিয়া
১৩. ২০২৫ সালের কেমব্রিজ ডিকশনারির নির্বাচিত বর্ষসেরা শব্দ কোনটি?
ক. Paranoid
খ. Biohacking
গ. Parasocial
ঘ. Climavore
উত্তর: গ. Parasocial
আরও পড়ুনস্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩১৭ নভেম্বর ২০২৫১৪. আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ক. মারাক্কেশ, মরক্কো
খ. রোম, ইতালি
গ. ভিয়েনা, অস্ট্রিয়া
ঘ. গ্লাসগো, যুক্তরাজ্য
উত্তর: ক. মারাক্কেশ, মরক্কো (২৪-২৭ নভেম্বর ২০২৫)
১৫. চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের কত বছর মেয়াদি চুক্তি সাক্ষরিত হয়েছে?
ক. ২৫ বছর
খ. ৩৩ বছর
গ. ৩৭ বছর
ঘ. ৪০ বছর
উত্তর: খ. ৩৩ বছর (নির্মাণে ৩ বছর, পরিচালনায় ৩০ বছর)
আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২১৮১৩ নভেম্বর ২০২৫